ইয়াহ্ইয়া মারুফ, সিলেট
সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৮টিতে নৌকা প্রতীকে প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর নবীগঞ্জ-বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনটি ছেড়ে দেওয়া হয়েছে জাতীয় পার্টিকে। তবে এই আসনে নৌকা না থাকলেও স্বস্তিতে নেই লাঙ্গল প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু।
এদিকে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় ১৮টির মধ্যে ৯টি আসনেই নির্ভার আওয়ামী লীগ। তবে হবিগঞ্জ-১ আসনসহ বাকি ১০টিতে রয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস।
চার জেলার আওয়ামী লীগের নেতারা জানান, বিভাগের ১৯টি আসনের মধ্যে ৯টিতে স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। কোনো কোনো আসনে স্বতন্ত্র প্রার্থীরা জনপ্রিয় হওয়ায় নৌকার প্রার্থীরা সুবিধা করতে পারছেন না। আবার কোথাও দুজনের চাপাচাপির মধ্যে তৃতীয় কোনো প্রার্থী শক্তিশালী হয়ে উঠেছেন।
সিলেট: জেলার ছয়টি আসনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে সিলেট-৩ আসনে। এখানে লড়াই হবে নৌকার প্রার্থী বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিবের সঙ্গে মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী বি এম এ মহাসচিব ডা. ইহতেশামুল হক দুলালের (ট্রাক)।
কানাইঘাট-জকিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৫ আসনে ত্রিমুখী লড়াই হবে। নৌকার প্রার্থী সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আহমদ আল কবির ও কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী প্রয়াত ফুলতলীর পীরের ছোট ছেলে মাওলানা হুছামুদ্দিন চৌধুরীর মধ্যে লড়াই হবে।
এ ছাড়া ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে সিলেট-৬ আসনেও। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নৌকার ঘাড়ে শ্বাস ফেলছে মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেনের ঈগল প্রতীক ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শমশের মুবিন বীরবিক্রমের সোনালী আঁশ প্রতীক।
হবিগঞ্জ: চারটি আসনের মধ্যে তিনটিতেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার খবর মিলেছে। হবিগঞ্জ-৪ আসনে নৌকার প্রার্থী বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে মনোনয়নবঞ্চিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ঈগল প্রতীক। হবিগঞ্জ-২ আসনে সাবেক এমপি প্রয়াত অ্যাডভোকেট শরিফ উদ্দিন আহমেদের ছেলে অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রয়েলের নৌকা প্রতীক ও নিজ দলীয় বর্তমান এমপি স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের ঈগল প্রতীকে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে।
মৌলভীবাজার: চারটি আসনের মধ্যে তিনটিতেই নৌকার বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় তেমন নির্বাচনী আমেজ নেই। শুধু মৌলভীবাজার-২ আসনে মূল লড়াইয়ের আভাস মিলছে নৌকার শফিউল আলম নাদেলের সঙ্গে তৃণমূল বিএনপির এম এম শাহীনের সোনালী আঁশ। আলোচনায় আছেন সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান কুলাউড়া আওয়ামী লীগের সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী এ কে এম সফি আহমদ সলমানের ট্রাক প্রতীকও।
সুনামগঞ্জ: পাঁচটি আসনের মধ্যে তিনটিতেই নৌকা আর আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। সুনামগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী সিলেটের আওয়ামী লীগ নেতা রঞ্জিত চন্দ্র সরকার তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের কেটলি প্রতীকের সঙ্গে। আলোচনায় আছে মনোনয়নবঞ্চিত জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদের ঈগল প্রতীকও। এ ছাড়া সুনামগঞ্জ-২ আসনে পুলিশের বর্তমান আইজিপির ভাই শাল্লা উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদের (আল আমিন চৌধুরী)। নৌকার সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান এমপি বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী স্বতন্ত্র প্রার্থী ড. জয়া সেনগুপ্তার কাঁচি প্রতীক। সুনামগঞ্জ-৫ আসনে বারবার নির্বাচিত বর্তমান এমপি মুহিবুর রহমান মানিকের নৌকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী (ঈগল)।
এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ আজাদ ডন বলেন, ‘দলগত একটা সিদ্ধান্ত তো আছেই। এবার সবাইকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রতিদ্বন্দ্বিতা হবে। নির্বাচন হবে। গণতন্ত্রের সৌন্দর্য এটাই।’
সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৮টিতে নৌকা প্রতীকে প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর নবীগঞ্জ-বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনটি ছেড়ে দেওয়া হয়েছে জাতীয় পার্টিকে। তবে এই আসনে নৌকা না থাকলেও স্বস্তিতে নেই লাঙ্গল প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু।
এদিকে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় ১৮টির মধ্যে ৯টি আসনেই নির্ভার আওয়ামী লীগ। তবে হবিগঞ্জ-১ আসনসহ বাকি ১০টিতে রয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস।
চার জেলার আওয়ামী লীগের নেতারা জানান, বিভাগের ১৯টি আসনের মধ্যে ৯টিতে স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। কোনো কোনো আসনে স্বতন্ত্র প্রার্থীরা জনপ্রিয় হওয়ায় নৌকার প্রার্থীরা সুবিধা করতে পারছেন না। আবার কোথাও দুজনের চাপাচাপির মধ্যে তৃতীয় কোনো প্রার্থী শক্তিশালী হয়ে উঠেছেন।
সিলেট: জেলার ছয়টি আসনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে সিলেট-৩ আসনে। এখানে লড়াই হবে নৌকার প্রার্থী বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিবের সঙ্গে মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী বি এম এ মহাসচিব ডা. ইহতেশামুল হক দুলালের (ট্রাক)।
কানাইঘাট-জকিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৫ আসনে ত্রিমুখী লড়াই হবে। নৌকার প্রার্থী সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আহমদ আল কবির ও কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী প্রয়াত ফুলতলীর পীরের ছোট ছেলে মাওলানা হুছামুদ্দিন চৌধুরীর মধ্যে লড়াই হবে।
এ ছাড়া ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে সিলেট-৬ আসনেও। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নৌকার ঘাড়ে শ্বাস ফেলছে মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেনের ঈগল প্রতীক ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শমশের মুবিন বীরবিক্রমের সোনালী আঁশ প্রতীক।
হবিগঞ্জ: চারটি আসনের মধ্যে তিনটিতেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার খবর মিলেছে। হবিগঞ্জ-৪ আসনে নৌকার প্রার্থী বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে মনোনয়নবঞ্চিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ঈগল প্রতীক। হবিগঞ্জ-২ আসনে সাবেক এমপি প্রয়াত অ্যাডভোকেট শরিফ উদ্দিন আহমেদের ছেলে অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রয়েলের নৌকা প্রতীক ও নিজ দলীয় বর্তমান এমপি স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের ঈগল প্রতীকে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে।
মৌলভীবাজার: চারটি আসনের মধ্যে তিনটিতেই নৌকার বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় তেমন নির্বাচনী আমেজ নেই। শুধু মৌলভীবাজার-২ আসনে মূল লড়াইয়ের আভাস মিলছে নৌকার শফিউল আলম নাদেলের সঙ্গে তৃণমূল বিএনপির এম এম শাহীনের সোনালী আঁশ। আলোচনায় আছেন সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান কুলাউড়া আওয়ামী লীগের সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী এ কে এম সফি আহমদ সলমানের ট্রাক প্রতীকও।
সুনামগঞ্জ: পাঁচটি আসনের মধ্যে তিনটিতেই নৌকা আর আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। সুনামগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী সিলেটের আওয়ামী লীগ নেতা রঞ্জিত চন্দ্র সরকার তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের কেটলি প্রতীকের সঙ্গে। আলোচনায় আছে মনোনয়নবঞ্চিত জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদের ঈগল প্রতীকও। এ ছাড়া সুনামগঞ্জ-২ আসনে পুলিশের বর্তমান আইজিপির ভাই শাল্লা উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদের (আল আমিন চৌধুরী)। নৌকার সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান এমপি বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী স্বতন্ত্র প্রার্থী ড. জয়া সেনগুপ্তার কাঁচি প্রতীক। সুনামগঞ্জ-৫ আসনে বারবার নির্বাচিত বর্তমান এমপি মুহিবুর রহমান মানিকের নৌকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী (ঈগল)।
এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ আজাদ ডন বলেন, ‘দলগত একটা সিদ্ধান্ত তো আছেই। এবার সবাইকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রতিদ্বন্দ্বিতা হবে। নির্বাচন হবে। গণতন্ত্রের সৌন্দর্য এটাই।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪