Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাছ শিকার প্রতিযোগিতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৩: ১২
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাছ শিকার প্রতিযোগিতা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামের আব্দুল মজিদ (৫০) একজন শৌখিন মাছ শিকারি। শখ করে দেশের বিভিন্ন প্রান্তে মাছ শিকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। গত শুক্রবার সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় অংশ নিয়ে এক কাতল মাছ শিকার করেই প্রথম পুরস্কার হিসেবে ২ লাখ টাকা জিতে নিয়েছেন তিনি। আব্দুল মজিদের শিকার করা কাতল মাছটির ওজন ছিল ৫ কেজি ১২৫ গ্রাম।

খোঁজ নিয়ে জানা গেছে, বছরে একাধিকবার সরাইল সরকারি কলেজ দিঘিতে দিনভর বড়শি দিয়ে শৌখিন মৎস্য শিকার প্রতিযোগিতার আয়োজন করে সরাইল কলেজ দিঘি মৎস্য চাষ সমিতি নামের একটি সংগঠন। সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা মাছ শিকার করতে পারেন। এরই অংশ হিসেবে শুক্রবার ওই দিঘিতে মাছ শিকার প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এবার প্রতিযোগীদের জন্য ছিল ৪ লাখ ৮৩ হাজার টাকার সাতটি পুরস্কার। এর মধ্যে প্রথম পুরস্কার ২ লাখ টাকা। প্রতিযোগিতায় অংশ নিতে প্রত্যেক প্রতিযোগীকে ২২ হাজার টাকার টিকিট কাটতে হয়েছে। এবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাড়াও ঢাকা, গাজীপুর, হবিগঞ্জ, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলা থেকে ৩১ জন শৌখিন মাছ শিকারি অংশ নেন।

প্রতিযোগিতার আয়োজকদের সূত্রে জানা গেছে, অন্য প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশ নিতে আগেভাগেই টিকিট কাটলেও শুক্রবার ভোর ৫টায় আব্দুল মজিদ নামের এক প্রতিযোগী টিকিট কাটেন। তিনি আগেও এই দিঘিতে মাছ শিকার প্রতিযোগিতায় অংশ নিয়ে সপ্তম হয়েছিলেন।

শুক্রবার ভোরে লটারির মাধ্যমে আব্দুল মজিদ ২৮ নম্বর আসন পান। সকাল ১০টার দিকে তাঁর বড়শিতে ৫ কেজি ১২৫ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়ে। এরপর সারা দিন চেষ্টা করেও আর কোনো মাছ শিকার করতে পারেননি তিনি। বিকেল ৫টায় প্রতিযোগিতা শেষে জানা যায়, ৫ কেজি ১২৫ গ্রাম ওজনের কাতল মাছটিই সেরা, জয় করে নেন পুরস্কার হিসেবে ২ লাখ টাকা।

এ ছাড়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উশিউড়া গ্রামের শিতোষ বিশ্বাস ৪ কেজি ৯০০ গ্রাম ওজনের কাতল শিকার করে দ্বিতীয় পুরস্কার ১ লাখ টাকা জিতে নিয়েছেন।

প্রতিযোগিতার আয়োজক সংগঠন সরাইল উপজেলা শৌখিন মৎস্য শিকার সমিতির সভাপতি রতন বলেন, প্রতিবছর এই দিঘিতে কয়েকবার মাছ শিকার প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এই দিঘির মালিক সরাইল সরকারি কলেজ থেকে ইউপি সদস্য হাবিবুর রহমান দিঘিটি তিন বছরের জন্য ১০ লাখ টাকায় ইজারা নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত