আজকের পত্রিকা ডেস্ক
ইরানে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে সৃষ্ট আন্দোলনে জড়িত ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে আবারও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে দেশটিতে। বিক্ষোভকারীরা গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ নিয়ে তেহরানসহ একাধিক শহরের রাস্তায় মিছিল করেছে। গতকাল শুক্রবার বিক্ষোভের ছবি ও ভিডিও অনলাইনে দেখা গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
দেশটিতে বিক্ষোভকারীদের দমন-পীড়ন, মৃত্যুদণ্ডের সাজা প্রদানের কারণে সম্প্রতি বিক্ষোভ ধীর হয়ে গেছে। তবে কিছু শহরে রাতে প্রতিবাদ কর্মসূচি পালিত হতে দেখা গেছে। ইরানের মানবাধিকারকর্মীরা জানান, ভিডিওতে ইরানের রাজধানী তেহরানের পাশাপাশি আরাক, ইসফাহান, খুজেস্তান প্রদেশের ইজেহ ও কারাজ শহরে বিক্ষোভ দেখানো হয়েছে। তাৎক্ষণিকভাবে ভিডিও চিত্র যাচাই করা যায়নি। এর মধ্যে অনেক ভিডিওতে অস্পষ্ট ও রাতের দৃশ্য দেখানো হয়েছিল। এ সময় অনেককেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে স্লোগান দিতে শোনা গেছে। তবে এ ব্যাপারে ইরানে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি।
ইরানে শুরু হয়েছিল আন্দোলনটি। এর সঙ্গে জড়িত থাকার দায়ে অনেকের মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির সরকার। ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। গত বৃহস্পতিবার দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের ৪০ দিন অতিবাহিত হয়েছে। তাঁদের স্মৃতিচারণায় বৃহস্পতিবার বিক্ষোভ হয়েছে দেশটির বিভিন্ন শহরে। ইরান ও মধ্যপ্রাচ্যে মৃত্যুর ৪০ দিনে স্মৃতিচারণা করা হয়।
গত বছরের সেপ্টেম্বরে ইরানের নৈতিকতা-বিষয়ক পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যু হয়। এর তিন দিন আগে যথাযথ পোশাকবিধি না মানার অপরাধে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। মাহসার এমন মৃত্যু মেনে নিতে পারেনি সেখানকার নাগরিকেরা। প্রতিবাদে অসংখ্য মানুষ রাস্তায় নামে।
ইরানে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে সৃষ্ট আন্দোলনে জড়িত ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে আবারও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে দেশটিতে। বিক্ষোভকারীরা গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ নিয়ে তেহরানসহ একাধিক শহরের রাস্তায় মিছিল করেছে। গতকাল শুক্রবার বিক্ষোভের ছবি ও ভিডিও অনলাইনে দেখা গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
দেশটিতে বিক্ষোভকারীদের দমন-পীড়ন, মৃত্যুদণ্ডের সাজা প্রদানের কারণে সম্প্রতি বিক্ষোভ ধীর হয়ে গেছে। তবে কিছু শহরে রাতে প্রতিবাদ কর্মসূচি পালিত হতে দেখা গেছে। ইরানের মানবাধিকারকর্মীরা জানান, ভিডিওতে ইরানের রাজধানী তেহরানের পাশাপাশি আরাক, ইসফাহান, খুজেস্তান প্রদেশের ইজেহ ও কারাজ শহরে বিক্ষোভ দেখানো হয়েছে। তাৎক্ষণিকভাবে ভিডিও চিত্র যাচাই করা যায়নি। এর মধ্যে অনেক ভিডিওতে অস্পষ্ট ও রাতের দৃশ্য দেখানো হয়েছিল। এ সময় অনেককেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে স্লোগান দিতে শোনা গেছে। তবে এ ব্যাপারে ইরানে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি।
ইরানে শুরু হয়েছিল আন্দোলনটি। এর সঙ্গে জড়িত থাকার দায়ে অনেকের মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির সরকার। ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। গত বৃহস্পতিবার দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের ৪০ দিন অতিবাহিত হয়েছে। তাঁদের স্মৃতিচারণায় বৃহস্পতিবার বিক্ষোভ হয়েছে দেশটির বিভিন্ন শহরে। ইরান ও মধ্যপ্রাচ্যে মৃত্যুর ৪০ দিনে স্মৃতিচারণা করা হয়।
গত বছরের সেপ্টেম্বরে ইরানের নৈতিকতা-বিষয়ক পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যু হয়। এর তিন দিন আগে যথাযথ পোশাকবিধি না মানার অপরাধে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। মাহসার এমন মৃত্যু মেনে নিতে পারেনি সেখানকার নাগরিকেরা। প্রতিবাদে অসংখ্য মানুষ রাস্তায় নামে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১১ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১১ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১২ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫