Ajker Patrika

ইরানে আবারও কয়েক শহরে বিক্ষোভ

আজকের পত্রিকা ডেস্ক
ইরানে আবারও কয়েক শহরে বিক্ষোভ

ইরানে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে সৃষ্ট আন্দোলনে জড়িত ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে আবারও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে দেশটিতে। বিক্ষোভকারীরা গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ নিয়ে তেহরানসহ একাধিক শহরের রাস্তায় মিছিল করেছে। গতকাল শুক্রবার বিক্ষোভের ছবি ও ভিডিও অনলাইনে দেখা গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

দেশটিতে বিক্ষোভকারীদের দমন-পীড়ন, মৃত্যুদণ্ডের সাজা প্রদানের কারণে সম্প্রতি বিক্ষোভ ধীর হয়ে গেছে। তবে কিছু শহরে রাতে প্রতিবাদ কর্মসূচি পালিত হতে দেখা গেছে। ইরানের মানবাধিকারকর্মীরা জানান, ভিডিওতে ইরানের রাজধানী তেহরানের পাশাপাশি আরাক, ইসফাহান, খুজেস্তান প্রদেশের ইজেহ ও কারাজ শহরে বিক্ষোভ দেখানো হয়েছে। তাৎক্ষণিকভাবে ভিডিও চিত্র যাচাই করা যায়নি। এর মধ্যে অনেক ভিডিওতে অস্পষ্ট ও রাতের দৃশ্য দেখানো হয়েছিল। এ সময় অনেককেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে স্লোগান দিতে শোনা গেছে। তবে এ ব্যাপারে ইরানে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি।

ইরানে শুরু হয়েছিল আন্দোলনটি। এর সঙ্গে জড়িত থাকার দায়ে অনেকের মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির সরকার। ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। গত বৃহস্পতিবার দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের ৪০ দিন অতিবাহিত হয়েছে। তাঁদের স্মৃতিচারণায় বৃহস্পতিবার বিক্ষোভ হয়েছে দেশটির বিভিন্ন শহরে। ইরান ও মধ্যপ্রাচ্যে মৃত্যুর ৪০ দিনে স্মৃতিচারণা করা হয়।

গত বছরের সেপ্টেম্বরে ইরানের নৈতিকতা-বিষয়ক পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যু হয়। এর তিন দিন আগে যথাযথ পোশাকবিধি না মানার অপরাধে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। মাহসার এমন মৃত্যু মেনে নিতে পারেনি সেখানকার নাগরিকেরা। প্রতিবাদে অসংখ্য মানুষ রাস্তায় নামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

চিরকুটে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠকে সেনা সদরের প্রতিনিধিদল

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত