Ajker Patrika

রাতের আঁধারে বালু লুট

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১২: ১৯
Thumbnail image

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদী থেকে অবৈধভাবে রাতের আঁধারে বালু উত্তোলন করছে একটি সংঘবদ্ধ চক্র। উপজেলা প্রশাসনের অভিযানে সাময়িকভাবে বন্ধ থাকলেও থামছে না বালু উত্তোলন। এতে হুমকির মুখে পড়ছে বাড়ি-ঘর ও ফসলি জমি।

তবে স্থানীয় প্রশাসন বিষয়টি জানে না বলে দাবি করেছে। বালু উত্তোলনের ঘটনা ঘটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জামালগঞ্জ উপজেলা প্রশাসন।

জানা গেছে, সংঘবদ্ধ চক্রটি উপজেলার ফেঁনারবাক ইউনিয়ন এলাকার আলীপুর ও সাচনা বাজার ইউনিয়নের রামনগর গ্রাম এলাকায় রাতের আঁধারে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। স্থানীয় বাসিন্দারা বালু উত্তোলনের প্রতিবাদ করলেও কার্যক্রম বন্ধ হচ্ছে না।

স্থানীয় বাসিন্দারা জানান, রামনগর এলাকায় সুরমা নদীর অব্যাহত ভাঙনের ফলে নদীতীরবর্তী গ্রামগুলোর বসতভিটাসহ, ফসলি জমি ইতিমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে। বর্তমানেও ভাঙন অব্যাহত রয়েছে। এদিকে চক্রটি দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন প্রকল্পের অজুহাত দেখিয়ে মাটি ও বালু উত্তোলন করছে। বসতভিটা ও বিভিন্ন আবাসিক প্রকল্পের মালিকদের কাছে তাঁরা এই বালু ও মাটি বিক্রি করে আসছেন।

আলিপুর গ্রামের বাসিন্দা মো. ইকবাল বলেন, ‘সুরমা নদীর ভাঙনে এমনিতেই আমরা আতঙ্কে আছি। এরই মধ্যে আবার ড্রেজার দিয়ে নিয়মিত তোলা হচ্ছে বালু ও মাটি। এভাবে বালু তোলায় আমাদের বসতভিটা ও ফসলি জমি হুমকির মুখে পড়ছে।’

রামনগর গ্রামের বাসিন্দা মো. বাদশা মিয়া বলেন, ‘ড্রেজার দিয়ে অবৈধভাবে সুরমা নদী থেকে মাটি উত্তোলন করার ফলে আমাদের গ্রাম হুমকির মুখে পড়েছে। এমনিতেই আমাদের এলাকা ভাঙনকবলিত।’

উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. অলিদুজ্জামান বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। আমি এই মাত্র জানলাম। যদি কেউ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত