Ajker Patrika

সহকর্মীদের সঙ্গে স্কুল শিক্ষকের অসদাচরণ

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৪: ৩৪
সহকর্মীদের সঙ্গে স্কুল শিক্ষকের অসদাচরণ

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাড়াউন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মু. আবু ছালেকের বিরুদ্ধে সহকর্মীদের সঙ্গে অশোভন আচরণসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকেরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওবায়দুল্লাহ গতকাল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার গাড়াউন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ মোট ছয়জন শিক্ষক রয়েছে। মোট শিক্ষার্থীর সংখ্যা ১৬০। পাঁচ বছর ধরে এই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা করছেন আবু ছালেক।

অভিযোগে বলা হয়েছে, আবু ছালেক এই বিদ্যালয়ে যোগদান করার পর থেকেই প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকেরা তাঁর অসদাচরণ ও অশালীন মন্তব্যের শিকার হচ্ছেন। তাঁর মতের সঙ্গে দ্বিমত হলেই যে কাউকে অপমান ও অপদস্থ হতে হচ্ছে। এসব থেকে বিরত থাকতে বললে উল্টো আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। এ ছাড়া শ্রেণিকক্ষে পাঠদান না করিয়ে শিক্ষার্থীদের দিয়ে মাথা ম্যাসেজ করানো ও পাকা চুল তোলান আবু ছালেক। তাঁর এসব আচরণে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

অভিযোগে আরও বলা হয়েছে, এ মাসের শুরুর দিকে শিক্ষক আবু ছালেকের নানা অশোভন আচরণ ও শিক্ষকদের প্রতি অশালীন মন্তব্যের কথা মৌখিকভাবে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হলে তিনি বিদ্যালয় পরিদর্শন করে তাঁকে সতর্ক করেন।

এ বিষয়ে গাড়াউন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইভীন নাজনিন বলেন, ‘পাঁচ বছর ধরে তাঁর অশ্রাব্য মন্তব্য ও অশোভন আচরণে শিক্ষকেরা অতিষ্ঠ। অনেকবার তাঁর বিরুদ্ধে রেজুলেশন হয়েছে। তাঁর বিরুদ্ধে সবার অসংখ্য অভিযোগ। কিন্তু বারবার চেষ্টা করে তাঁকে সবকিছু থেকে রক্ষা করেছি। চেয়েছি সবাই মিলে মিশে থাকুক। কিন্তু এবার এতকিছুই করেছে যে, বাধ্য হয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ করতে হয়েছে।

শিক্ষক আবু ছালেক অভিযোগ অস্বীকার করে বলেন, পাকা চুল তোলানোর ছবি ২৬ মার্চের। এদিন কোনো ক্লাস ছিল না বলে এক ছাত্র মাথার পাকা চুল এনে দেয়। আর কোনো শিক্ষকের সঙ্গে কখনো খারাপ আচরণ করিনি।

এক সপ্তাহ আগে আমাকে হেনস্তা করেছে একজন শিক্ষক। আমি অভিযোগ দিয়েছি। আমাকে ম্যানেজ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে পাল্টা অভিযোগ দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত