Ajker Patrika

পুলিশের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

মুলাদী প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০৯: ৪১
পুলিশের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

মুলাদীতে সাবেক এক নারী ইউপি সদস্য শ্লীলতাহানির শিকার হয়েছেন। মুলাদী থানার উপপরিদর্শক আবু ইউসুফসহ পুলিশ সদস্যরা গত মঙ্গলবার সকালে আসামি ধরার সময় তাঁর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় গতকাল ভুক্তভোগী ওই নারী বরিশাল রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শকের (ডিআইজি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন। উপপরিদর্শক আবু ইউসুফ অভিযোগ অস্বীকার করেছেন।

ওই নারী ইউপি সদস্য বলেন, ‘গত মঙ্গলবার সকালে বাড়ির সামনে প্রতিবেশী মনির বেপারীর ভ্রাম্যমাণ ধান ভাঙানোর মেশিনে চাল তৈরি করছিলাম। ওই সময় ৪-৫ জন লোক সেখানে আছে। দুজন মনির বেপারীকে জাপটে ধরে। মনির আমার হাত ধরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন। এতে ওই ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালি দেন এবং ধাক্কা ও কিলঘুসি মারন। একপর্যায়ে ওড়না টেনে ফেলে দেয়। তখন তাঁরা বলেন মনির একটি মামলার আসামি বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

ওই নারী আরও জানান, অজ্ঞাত ব্যক্তিদের পরনে পুলিশের নির্ধারিত পোশাক ছিল না। তাই পরিচয় জানতে চেয়েছিলেন। মনিরকে থানায় নিয়ে আসার সময় একজন নিজেকে মুলাদী থানার উপরিদর্শক আবু ইউসুফ বলে পরিচয় দেন। এ ঘটনায় ডিআইজির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় বাসিন্দা নাসির উদ্দীন নান্টু সরদার বলেন, সাবেক ইউপি সদস্যকে লাঞ্ছিত করা হয়েছে। পুলিশ সদস্যরা ইউনিফর্ম পড়ে এলে কিংবা প্রথমেই পরিচয় দিলে এ ঘটনা হতো না।

মুলাদী থানার উপপরিদর্শক আবু ইউসুফ বলেন, মামলার আসামি মনির হোসেনকে গ্রেপ্তার করতে গেলে সাবেক ইউপি সদস্য বাধা দেন। ওই সময় তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়েছে। তাকে গালি দেওয়া কিংবা শ্লীলতাহানির ঘটনা ঘটেনি।

মুলাদী থানার ওসি এস এম মাকসুদুর রহমান বলেন, ‘নাজিরপুর ইউনিয়নের পূর্ব ঘোষেরচর গ্রামে আসামি ধরার সময় সাবেক ইউপি সদস্য উপপরিদর্শক আবু ইউসুফকে বাধা দেন। ডিআইজির কাছে ওই নারী অভিযোগ দিয়েছেন কিনা জানা নাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত