Ajker Patrika

বিদেশি শিক্ষার্থী টানতে ভবন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বিদেশি শিক্ষার্থী টানতে ভবন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীদের জন্য শতাধিক আসন সংরক্ষিত রয়েছে; কিন্তু দেড় যুগ ধরে এসব আসনে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি তো দূরের কথা, আবেদনও করেননি। দীর্ঘ এ সময়ে বিদেশি শিক্ষার্থী না পাওয়ার পেছনে প্রধান কারণ হিসেবে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত আবাসনের অভাবকে চিহ্নিত করেছেন সংশ্লিষ্টরা।

বিদেশি শিক্ষার্থী ও গবেষকশূন্যতা থেকে উত্তরণে ‘ইন্টারন্যাশনাল গেস্টহাউস অ্যান্ড রিসার্চার্স ডরমিটরি’ নামের একটি অত্যাধুনিক আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনের নকশা ও স্থান চূড়ান্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের গোল পুকুরপাড়ের উল্টো দিকে ৫ হাজার বর্গফুট জায়গায় ভবন নির্মাণের জন্য নির্ধারণ করা হয়েছে। অত্যাধুনিক এ ভবনের ভিত্তি হবে ছয়তলা। সেখানে বিবাহিতদের জন্য থাকবে পারিবারিক বাসা আর অবিবাহিতদের জন্য পুরুষ ও মহিলাদের আলাদা কক্ষ থাকবে। এ ছাড়া ক্যানটিন, লন্ড্রি, গাড়ি পার্কিংসহ আন্তর্জাতিক মানের অনেক সুযোগ-সুবিধাও থাকবে ওই ভবনে।

পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ-উল-আলম বলেন, ‘ইন্টারন্যাশনাল গেস্টহাউস অ্যান্ড রিসার্চার্স ডরমিটরি নামের বিশেষায়িত এ আবাসিক ভবন নির্মাণের জন্য আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে ৫ কোটি টাকা বরাদ্দ চেয়েছি। ইউজিসি গত অর্থবছরে ২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বাকি টাকা চলতি অর্থবছরে বরাদ্দ দেবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কিছুদিনের মধ্যে ভবন নির্মাণের কাজ শুরু হতে পারে।’

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সৈয়দ জাহাঙ্গীর ফজল বলেন, ‘বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য ভবন নির্মাণের বিষয়ে একটি কমিটি করা হয়েছে। কমিটি ভবনের স্থান গোলপুকুরের বিপরীত পাশে নির্ধারণ করেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘আমরা ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থী, গবেষক ও অতিথিদের জন্য আন্তর্জাতিক মানের একটি আবাসিক ভবন নির্মাণ করতে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত