Ajker Patrika

দেশে ডেঙ্গু রোগী ২৫ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১২: ৩৯
দেশে ডেঙ্গু রোগী ২৫ হাজার ছাড়াল

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেও ডেঙ্গুর প্রকোপ কমছে না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দেড় শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ নিয়ে চলতি বছরে মোট ডেঙ্গু রোগী সংখ্যার দাঁড়িয়েছে ২৫ হাজার ৬৫।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার সকাল আটটা থেকে গতকাল বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ১৬৩ জন। এদের মধ্যে ঢাকায় ১৩১ জন এবং বাইরে ৩২ জন। তবে এ সময়ে কেউ মারা যায়নি। আগের দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছিল ১০৬ জন। এদের মধ্যে রাজধানীতে ৮২ জন এবং বাইরের ২৪ জন।

এদিন একজনের মৃত্যু হয়েছিল। তা ছাড়া চলতি বছরে মোট আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছে ২৪ হাজার ৩২০ জন। এ সময়ে মারা গেছে ৯৬ জন। দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সরকার ছয়টি ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত করেছিল। কিন্তু এসব হাসপাতালের অধিকাংশেই রোগী ভর্তির সুযোগ ছিল না। তবে ডেঙ্গু আক্রান্ত রোগীদের বেশির ভাগই বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। দেশে বর্তমানে কিউলেক্স মশার উপদ্রব বেড়েছে। শীত বাড়লে এই মশার উপদ্রব আরও বাড়বে বলে শঙ্কা কীটতত্ত্ববিদদের। যে কারণে মশক নিধন অভিযান আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত