Ajker Patrika

রাজধানীর হোটেলে তরুণীকে ধর্ষণ, ২ শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১২: ৪১
Thumbnail image

রাজধানীর সায়েদাবাদে ধর্ষণের অভিযোগে মারধরের শিকার হয়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলেন সাইফ আরাফাত শরীফ (১৯) ও সাইদুল ইসলাম ইয়াসিন (১৯)। তাঁরা বেশ কিছুদিন ধরে স্বেচ্ছাসেবক হিসেবে রাস্তায় কাজ করছিলেন। গতকাল বুধবার সকালে মুমূর্ষু অবস্থায় দুই শিক্ষার্থীকে স্কাউট সদস্য ও স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

এ ছাড়া বেলা ১টার দিকে অজ্ঞাতনামা এক যুবককে কে বা কারা হাসপাতালের জরুরি বিভাগে দিয়ে চলে যায়। তবে তাঁর সারা শরীরে কালিমাখা ছিল। ধারণা করা হচ্ছে, যাত্রাবাড়ীর ঘটনায় তিনি নিহত হয়েছেন। 

নিহত আরাফাতকে হাসপাতালে নিয়ে আসা স্কাউট সদস্য সম্রাট শেখ বলেন, ‘ব্যাপক মারধরের শিকার তিন ছাত্রকে সকাল সাড়ে ৮টার দিকে কয়েকজন মিলে যাত্রাবাড়ী থানায় দিয়ে যায়। থানায় তারা ছটফট করছিলেন। পরে জানা যায়, রাতে সায়েদাবাদ এলাকায় একটি আবাসিক হোটেলে এক নারীকে ধর্ষণের ঘটনায় লোকজন তাঁদের গণধোলাই দেয়। আমাদের কাছে সকালে খবর এলে আমরা সেনাবাহিনীকে বিষয়টা জানাই। পরে সেনাবাহিনী তাঁদের তিনজনকে যাত্রাবাড়ী থানায় নিয়ে আসে। থানায় পুলিশের কোনো কার্যক্রম না থাকায় আমরা কাজ করছিলাম। পরে তাঁদের অবস্থার অবনতি দেখে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দুজনকে মৃত ঘোষণা করেন। আহত একজন গুরুতর না হওয়ায় তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

নিহত ইয়াসিনের মা শিল্পী আক্তার বলেন, ‘ইয়াসিন ১৫ দিন ধরে স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করছিল। গত মঙ্গলবার সকালে যাত্রাবাড়ীর ধলপুর বউবাজারের বাসা থেকে বের হয় সে। এরপর কয়েকবার তার সঙ্গে ফোনে কথা হয়। আজও (বুধবার) ভোর ৪টার দিকে ফোনে কথা বলে সে। এরপর সকালে কয়েকজন বাসায় গিয়ে জানায়, আমার ছেলের অবস্থা ভালো না।’ ইয়াসিন কুতুবখালী এলাকার একটি মাদ্রাসায় লেখাপড়া করত। নিহত সাইফ আরাফাত ইয়াছিনের বন্ধু। বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কদমিরচর গ্রামে। সে-ও পড়াশোনা করত।

নিহত সাইফ আরাফাতের চাচাতো ভাই সাইফুল ইসলাম জানান, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলে নবম শ্রেণিতে পড়ত সাইফ। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সকালে সায়েদাবাদ এলাকা থেকে দুজনকে সারা শরীরে কালিমাখা মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এরপর দুপুরে সারা শরীরে কালিমাখা অবস্থায় আরও এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তবে কে বা কারা কোন স্থান থেকে নিয়ে আসছে, তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, যাত্রাবাড়ী থেকে তাকে নিয়ে আসা হয়েছে। মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত