মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব আইসিডিডিআরবিতে ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি বেড়ে গেছে। যাদের বেশির ভাগই বয়স্ক ও শিশু। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে বেলা আড়াইটা পর্যন্ত ভর্তি হয়েছেন ১৭৪ জন। গত এক সপ্তাহে ভর্তি হয়েছেন সহস্রাধিক রোগী। তবে হাসপাতালে ভর্তির পর কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি।
চলতি মৌসুমে আবহাওয়াজনিত কারণে কলেরা, ডায়রিয়াসহ নানা ধরনের পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছেন মানুষ। শুধু চাঁদপুর নয়, আশপাশের জেলা থেকেও রোগীরা ছুটে আসছেন বিশেষায়িত এই হাসপাতালটিতে।
একদিকে ঋতু পরিবর্তন, অন্যদিকে আবহাওয়াজনিত কারণ। এতে নানা ধরনের পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ। তাই এই সময় শুধু ডায়রিয়ার রোগীই নয়, কলেরায় আক্রান্ত রোগীর চাপও বাড়ছে চাঁদপুরের মতলবের বিশেষায়িত এই হাসপাতালে। এমন পরিস্থিতিতে প্রতিদিন এই হাসপাতালে চাঁদপুরের আশপাশের জেলাগুলো থেকেও রোগীরা চিকিৎসাসেবা নিতে ছুটে আসছেন। এখানে বিনা মূল্যে চিকিৎসাসেবা পেয়ে খুশি রোগী ও তাঁদের স্বজনরা।
হাসপাতালের ওয়ার্ডগুলো ঘুরে রোগীর ভিড় দেখা গেছে। এতে ব্যস্ত সময় পার করছেন চিকিৎসকসহ নার্সরা। আর কাঙ্ক্ষিত সেবা এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে পেয়ে খুশি রোগী এবং তাঁদের স্বজনেরা। এদের মধ্যে লক্ষ্মীপুরের মাজেদা বেগম (৩৭) গত ২৯ মার্চ সকাল পৌনে ৯টায় এই হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে পুরোপুরি সুস্থ তিনি। কুমিল্লা জেলার বড়ুরা উপজেলা থেকে ৫ মাসের শিশু ডায়রিয়ায় আক্রান্ত হলে শিশু মরিয়মকে নিয়ে তার মা এখানে ছুটে আসেন। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শিশুটি সুস্থ হয়ে উঠে। এমন আরও অসংখ্য মানুষ পেটের পীড়ায় আক্রান্ত হওয়ার পর তাদের ভরসা মতলবে বিশেষায়িত এই হাসপাতাল।
এদিকে, হাসপাতালে নিয়ে আসার পর রোগীদের চিকিৎসাসেবা প্রদান এবং ভর্তির ধরন নিয়ে কথা বলেন, সংশ্লিষ্ট চিকিৎসকেরা। বছরের অন্যসময় প্রতিদিন ৬০-৭০ রোগী ভর্তি হলেও এখন সেই সংখ্যা এক শ’ ছাড়িয়ে গেছে। সিনিয়র মেডিকেল অফিসার ডা. চন্দ্রশেখর দাস জানান, মুমূর্ষু প্রায় এই রোগীর রগে আট লিটার স্যালাইন এবং মুখে আরও চার লিটার স্যালাইন দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে জীবনমৃত্যুর সন্ধিক্ষণ থেকে তাকে ফিরিয়ে আনা সম্ভব। বিশেষজ্ঞ এই চিকিৎসক আরও জানান, প্রতিদিন ভর্তি হওয়া মোট রোগীর মধ্যে ১০ শতাংশ হচ্ছে এমন মুমূর্ষু কলেরায় আক্রান্ত। এমন অবস্থায় গত সেপ্টেম্বর মাসের তুলনায় চলতি মাসে রোগীর সংখ্যা আনুপাতিক হারে বেড়ে চলেছে। এই সময় পেটের নানা ধরনের পীড়া থেকে রক্ষা পেতে সতর্ক থাকার পরামর্শ দেন হাসপাতালের প্রধান বিশেষজ্ঞ চিকিৎসক আল ফজল খান। তিনি জানান, বর্ষার আগে এবং পরে পানিবাহিত রোগে বেশির ভাগ মানুষ আক্রান্ত হন। তবে গুরুতর অসুস্থ হওয়ায় আগেই হাসপাতালে ভর্তির জন্য পরামর্শ দেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকে গত ৬ দশক ধরে আইসিডিডিআরবি-হাসপাতাল, মতলব কেন্দ্রে ৮ লাখ রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেছে। এর মধ্যে রাজধানী ঢাকার মহাখালী এবং মতলবের এই হাসপাতালে প্রতিবছর দুই লাখ রোগী বিনা মূল্যে চিকিৎসাসেবা পেয়ে থাকেন। তবে বিদেশি রাষ্ট্র ও দাতা সংস্থাগুলো এই পর্যন্ত আর্থিক সহায়তা দিয়ে আইসিডিডিআরবি হাসপাতাল চালু রাখতে সহায়তা করলেও এখন তাদের অনুদান প্রায় বন্ধ হওয়ার পথে। এমন পরিস্থিতিতে দেশের অনেকেই এটি রক্ষায় এগিয়ে এসেছেন।
চাঁদপুরের মতলব আইসিডিডিআরবিতে ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি বেড়ে গেছে। যাদের বেশির ভাগই বয়স্ক ও শিশু। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে বেলা আড়াইটা পর্যন্ত ভর্তি হয়েছেন ১৭৪ জন। গত এক সপ্তাহে ভর্তি হয়েছেন সহস্রাধিক রোগী। তবে হাসপাতালে ভর্তির পর কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি।
চলতি মৌসুমে আবহাওয়াজনিত কারণে কলেরা, ডায়রিয়াসহ নানা ধরনের পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছেন মানুষ। শুধু চাঁদপুর নয়, আশপাশের জেলা থেকেও রোগীরা ছুটে আসছেন বিশেষায়িত এই হাসপাতালটিতে।
একদিকে ঋতু পরিবর্তন, অন্যদিকে আবহাওয়াজনিত কারণ। এতে নানা ধরনের পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ। তাই এই সময় শুধু ডায়রিয়ার রোগীই নয়, কলেরায় আক্রান্ত রোগীর চাপও বাড়ছে চাঁদপুরের মতলবের বিশেষায়িত এই হাসপাতালে। এমন পরিস্থিতিতে প্রতিদিন এই হাসপাতালে চাঁদপুরের আশপাশের জেলাগুলো থেকেও রোগীরা চিকিৎসাসেবা নিতে ছুটে আসছেন। এখানে বিনা মূল্যে চিকিৎসাসেবা পেয়ে খুশি রোগী ও তাঁদের স্বজনরা।
হাসপাতালের ওয়ার্ডগুলো ঘুরে রোগীর ভিড় দেখা গেছে। এতে ব্যস্ত সময় পার করছেন চিকিৎসকসহ নার্সরা। আর কাঙ্ক্ষিত সেবা এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে পেয়ে খুশি রোগী এবং তাঁদের স্বজনেরা। এদের মধ্যে লক্ষ্মীপুরের মাজেদা বেগম (৩৭) গত ২৯ মার্চ সকাল পৌনে ৯টায় এই হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে পুরোপুরি সুস্থ তিনি। কুমিল্লা জেলার বড়ুরা উপজেলা থেকে ৫ মাসের শিশু ডায়রিয়ায় আক্রান্ত হলে শিশু মরিয়মকে নিয়ে তার মা এখানে ছুটে আসেন। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শিশুটি সুস্থ হয়ে উঠে। এমন আরও অসংখ্য মানুষ পেটের পীড়ায় আক্রান্ত হওয়ার পর তাদের ভরসা মতলবে বিশেষায়িত এই হাসপাতাল।
এদিকে, হাসপাতালে নিয়ে আসার পর রোগীদের চিকিৎসাসেবা প্রদান এবং ভর্তির ধরন নিয়ে কথা বলেন, সংশ্লিষ্ট চিকিৎসকেরা। বছরের অন্যসময় প্রতিদিন ৬০-৭০ রোগী ভর্তি হলেও এখন সেই সংখ্যা এক শ’ ছাড়িয়ে গেছে। সিনিয়র মেডিকেল অফিসার ডা. চন্দ্রশেখর দাস জানান, মুমূর্ষু প্রায় এই রোগীর রগে আট লিটার স্যালাইন এবং মুখে আরও চার লিটার স্যালাইন দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে জীবনমৃত্যুর সন্ধিক্ষণ থেকে তাকে ফিরিয়ে আনা সম্ভব। বিশেষজ্ঞ এই চিকিৎসক আরও জানান, প্রতিদিন ভর্তি হওয়া মোট রোগীর মধ্যে ১০ শতাংশ হচ্ছে এমন মুমূর্ষু কলেরায় আক্রান্ত। এমন অবস্থায় গত সেপ্টেম্বর মাসের তুলনায় চলতি মাসে রোগীর সংখ্যা আনুপাতিক হারে বেড়ে চলেছে। এই সময় পেটের নানা ধরনের পীড়া থেকে রক্ষা পেতে সতর্ক থাকার পরামর্শ দেন হাসপাতালের প্রধান বিশেষজ্ঞ চিকিৎসক আল ফজল খান। তিনি জানান, বর্ষার আগে এবং পরে পানিবাহিত রোগে বেশির ভাগ মানুষ আক্রান্ত হন। তবে গুরুতর অসুস্থ হওয়ায় আগেই হাসপাতালে ভর্তির জন্য পরামর্শ দেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকে গত ৬ দশক ধরে আইসিডিডিআরবি-হাসপাতাল, মতলব কেন্দ্রে ৮ লাখ রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেছে। এর মধ্যে রাজধানী ঢাকার মহাখালী এবং মতলবের এই হাসপাতালে প্রতিবছর দুই লাখ রোগী বিনা মূল্যে চিকিৎসাসেবা পেয়ে থাকেন। তবে বিদেশি রাষ্ট্র ও দাতা সংস্থাগুলো এই পর্যন্ত আর্থিক সহায়তা দিয়ে আইসিডিডিআরবি হাসপাতাল চালু রাখতে সহায়তা করলেও এখন তাদের অনুদান প্রায় বন্ধ হওয়ার পথে। এমন পরিস্থিতিতে দেশের অনেকেই এটি রক্ষায় এগিয়ে এসেছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪