সিলেট ও গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচন কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।
গত সোমবার রাতে মডেল থানার উপপরিদর্শক মহরম আলী বাদী হয়ে এই মামলা করেন। বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় আসামি করা হয়েছে ৪৩০ জনকে।
এদিকে গ্রেপ্তারের ভয়ে ইউনিয়নের কয়েক গ্রামের পুরুষেরা পালিয়ে বেড়াচ্ছেন। পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রামগুলো। এসব গ্রামের নারী ও শিশুরা আতঙ্কে রয়েছেন।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনূর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০০/৪০০ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক কয়েকজনকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফুলবাড়ী ইউনিয়নের রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের মৃত তোয়ারিছ আলীর ছেলে মো. ফলিক আহমদ (৩০), পৌর এলাকার দীঘিরপার গ্রামের মৃত সাদেক আলীর ছেলে মিরন আহমদ (২৮), ফুলবাড়ী টিকরপাড়া গ্রামের মৃত শফিক আহমদের ছেলে কামরান আহমদ (২৫) ও একই গ্রামের মৃত মস্তর আলীর ছেলে আব্দুর রহিম (৩৮)।
গত রোববার রাতে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউপিতে চতুর্থ ধাপের নির্বাচনে ভোট গণনা শেষে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কেন্দ্রের ফলাফল নিয়ে চেয়ারম্যান প্রার্থী এমরান হোসেনের সমর্থকেরা বৈটিকর বাজারে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দিতে চাইলে সংঘর্ষ বাধে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান লক্ষ্মীপাশা ইউনিয়নের রামপা গ্রামের আবদুস সালাম। তিনি সাইকেল ও রিকশা মেকানিক ছিলেন। সংঘর্ষ থামাতে ও অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ২৬৭ রাউন্ড শটগানের গুলি ছোড়ে বলে জানান ওসি।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচন কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।
গত সোমবার রাতে মডেল থানার উপপরিদর্শক মহরম আলী বাদী হয়ে এই মামলা করেন। বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় আসামি করা হয়েছে ৪৩০ জনকে।
এদিকে গ্রেপ্তারের ভয়ে ইউনিয়নের কয়েক গ্রামের পুরুষেরা পালিয়ে বেড়াচ্ছেন। পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রামগুলো। এসব গ্রামের নারী ও শিশুরা আতঙ্কে রয়েছেন।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনূর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০০/৪০০ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক কয়েকজনকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফুলবাড়ী ইউনিয়নের রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের মৃত তোয়ারিছ আলীর ছেলে মো. ফলিক আহমদ (৩০), পৌর এলাকার দীঘিরপার গ্রামের মৃত সাদেক আলীর ছেলে মিরন আহমদ (২৮), ফুলবাড়ী টিকরপাড়া গ্রামের মৃত শফিক আহমদের ছেলে কামরান আহমদ (২৫) ও একই গ্রামের মৃত মস্তর আলীর ছেলে আব্দুর রহিম (৩৮)।
গত রোববার রাতে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউপিতে চতুর্থ ধাপের নির্বাচনে ভোট গণনা শেষে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কেন্দ্রের ফলাফল নিয়ে চেয়ারম্যান প্রার্থী এমরান হোসেনের সমর্থকেরা বৈটিকর বাজারে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দিতে চাইলে সংঘর্ষ বাধে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান লক্ষ্মীপাশা ইউনিয়নের রামপা গ্রামের আবদুস সালাম। তিনি সাইকেল ও রিকশা মেকানিক ছিলেন। সংঘর্ষ থামাতে ও অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ২৬৭ রাউন্ড শটগানের গুলি ছোড়ে বলে জানান ওসি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪