Ajker Patrika

অর্ধেক ভাড়া শুধু রাজধানীতেই, শিক্ষার্থীদের নাকচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১০: ০৪
অর্ধেক ভাড়া শুধু রাজধানীতেই,  শিক্ষার্থীদের নাকচ

গণপরিবহনে হাফ ভাড়া নিয়ে মালিকদের সিদ্ধান্ত মানতে অস্বীকার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাঁরা এই দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রথম সরকার পরে গতকাল মঙ্গলবার বেসরকারি বাসমালিকেরা হাফ ভাড়া বিষয়টি মেনে নেয়। তবে বেসরকারি বাসমালিকেরা হাফ ভাড়ার সিদ্ধান্ত শুধু রাজধানীতে কার্যকর করায় তা মানতে অস্বীকার করেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি সারা দেশে সব ধরনের গণপরিবহনে হাফ ভাড়া থাকতে হবে।

গতকাল ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ হাফ ভাড়ার বিষয়টি ঘোষণা করেন। তবে বেসরকারি বাসে হাফ ভাড়া নিতে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। বলা হয়, হাফ ভাড়া দেওয়ার সময় নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত আইডি কার্ড দেখাতে হবে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে। সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমি ছুটি এবং অন্যান্য ছুটির সময় ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে না। এ সিদ্ধান্ত শুধু ঢাকা মহানগর এলাকায় কার্যকর থাকবে। কোনোভাবেই এর বাইরে কার্যকর হবে না।

ঢাকার বাইরের শিক্ষার্থীদের হাফ ভাড়া কেন নেওয়া হবে না—জানতে চাইলে এনায়েত উল্যাহ বলেন, সংগঠন সিদ্ধান্ত নিয়েছে—হাফ ভাড়া ঢাকা শহরের জন্য প্রযোজ্য হবে। কারণ, ঢাকা শহরের ছাত্র-ছাত্রীরা আন্দোলন করেছিলেন, তাঁদের দাবির জন্য এ সিদ্ধান্ত। ঢাকার বাইরে অন্য কোথাও হাফ ভাড়া কার্যকর হবে না।

এদিকে পূর্বঘোষণা অনুযায়ী আজ থেকে দেশের সর্বত্র নিজেদের বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গত শুক্রবার এই ভাড়া কমানোর ঘোষণা দিয়েছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

কিন্তু এই সব ঘোষণায় সন্তুষ্ট নয় শিক্ষার্থীরা। শুধু ঢাকা মহানগরীতে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নাকচ করে ৯ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে তারা। ঘোষণা অনুযায়ী তারা আজ সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করবে। তাদের দাবির মধ্যে আছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিক্ষার্থীসহ সব সড়ক হত্যার বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দান; ঢাকাসহ সারা দেশে সব গণপরিবহনে (সড়ক, নৌ, রেলপথ ও মেট্রোরেল) শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি; গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের চলাচলের জন্য যথাস্থানে ফুটপাত, ফুটওভার ব্রিজ বা বিকল্প নিরাপত্তা ব্যবস্থা দ্রুত নিশ্চিত করা; সড়ক দুর্ঘটনায় আহত যাত্রী এবং পরিবহন শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে ইত্যাদি।

গত সোমবার রাতে রাজধানীর রামপুরা এলাকায় বাসচাপা পড়ে মাইনুদ্দিন নামে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত