নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গণপরিবহনে হাফ ভাড়া নিয়ে মালিকদের সিদ্ধান্ত মানতে অস্বীকার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাঁরা এই দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রথম সরকার পরে গতকাল মঙ্গলবার বেসরকারি বাসমালিকেরা হাফ ভাড়া বিষয়টি মেনে নেয়। তবে বেসরকারি বাসমালিকেরা হাফ ভাড়ার সিদ্ধান্ত শুধু রাজধানীতে কার্যকর করায় তা মানতে অস্বীকার করেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি সারা দেশে সব ধরনের গণপরিবহনে হাফ ভাড়া থাকতে হবে।
গতকাল ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ হাফ ভাড়ার বিষয়টি ঘোষণা করেন। তবে বেসরকারি বাসে হাফ ভাড়া নিতে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। বলা হয়, হাফ ভাড়া দেওয়ার সময় নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত আইডি কার্ড দেখাতে হবে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে। সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমি ছুটি এবং অন্যান্য ছুটির সময় ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে না। এ সিদ্ধান্ত শুধু ঢাকা মহানগর এলাকায় কার্যকর থাকবে। কোনোভাবেই এর বাইরে কার্যকর হবে না।
ঢাকার বাইরের শিক্ষার্থীদের হাফ ভাড়া কেন নেওয়া হবে না—জানতে চাইলে এনায়েত উল্যাহ বলেন, সংগঠন সিদ্ধান্ত নিয়েছে—হাফ ভাড়া ঢাকা শহরের জন্য প্রযোজ্য হবে। কারণ, ঢাকা শহরের ছাত্র-ছাত্রীরা আন্দোলন করেছিলেন, তাঁদের দাবির জন্য এ সিদ্ধান্ত। ঢাকার বাইরে অন্য কোথাও হাফ ভাড়া কার্যকর হবে না।
এদিকে পূর্বঘোষণা অনুযায়ী আজ থেকে দেশের সর্বত্র নিজেদের বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গত শুক্রবার এই ভাড়া কমানোর ঘোষণা দিয়েছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
কিন্তু এই সব ঘোষণায় সন্তুষ্ট নয় শিক্ষার্থীরা। শুধু ঢাকা মহানগরীতে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নাকচ করে ৯ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে তারা। ঘোষণা অনুযায়ী তারা আজ সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করবে। তাদের দাবির মধ্যে আছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিক্ষার্থীসহ সব সড়ক হত্যার বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দান; ঢাকাসহ সারা দেশে সব গণপরিবহনে (সড়ক, নৌ, রেলপথ ও মেট্রোরেল) শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি; গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের চলাচলের জন্য যথাস্থানে ফুটপাত, ফুটওভার ব্রিজ বা বিকল্প নিরাপত্তা ব্যবস্থা দ্রুত নিশ্চিত করা; সড়ক দুর্ঘটনায় আহত যাত্রী এবং পরিবহন শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে ইত্যাদি।
গত সোমবার রাতে রাজধানীর রামপুরা এলাকায় বাসচাপা পড়ে মাইনুদ্দিন নামে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
গণপরিবহনে হাফ ভাড়া নিয়ে মালিকদের সিদ্ধান্ত মানতে অস্বীকার করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাঁরা এই দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রথম সরকার পরে গতকাল মঙ্গলবার বেসরকারি বাসমালিকেরা হাফ ভাড়া বিষয়টি মেনে নেয়। তবে বেসরকারি বাসমালিকেরা হাফ ভাড়ার সিদ্ধান্ত শুধু রাজধানীতে কার্যকর করায় তা মানতে অস্বীকার করেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি সারা দেশে সব ধরনের গণপরিবহনে হাফ ভাড়া থাকতে হবে।
গতকাল ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ হাফ ভাড়ার বিষয়টি ঘোষণা করেন। তবে বেসরকারি বাসে হাফ ভাড়া নিতে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়। বলা হয়, হাফ ভাড়া দেওয়ার সময় নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত আইডি কার্ড দেখাতে হবে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে। সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমি ছুটি এবং অন্যান্য ছুটির সময় ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে না। এ সিদ্ধান্ত শুধু ঢাকা মহানগর এলাকায় কার্যকর থাকবে। কোনোভাবেই এর বাইরে কার্যকর হবে না।
ঢাকার বাইরের শিক্ষার্থীদের হাফ ভাড়া কেন নেওয়া হবে না—জানতে চাইলে এনায়েত উল্যাহ বলেন, সংগঠন সিদ্ধান্ত নিয়েছে—হাফ ভাড়া ঢাকা শহরের জন্য প্রযোজ্য হবে। কারণ, ঢাকা শহরের ছাত্র-ছাত্রীরা আন্দোলন করেছিলেন, তাঁদের দাবির জন্য এ সিদ্ধান্ত। ঢাকার বাইরে অন্য কোথাও হাফ ভাড়া কার্যকর হবে না।
এদিকে পূর্বঘোষণা অনুযায়ী আজ থেকে দেশের সর্বত্র নিজেদের বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গত শুক্রবার এই ভাড়া কমানোর ঘোষণা দিয়েছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
কিন্তু এই সব ঘোষণায় সন্তুষ্ট নয় শিক্ষার্থীরা। শুধু ঢাকা মহানগরীতে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নাকচ করে ৯ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে তারা। ঘোষণা অনুযায়ী তারা আজ সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করবে। তাদের দাবির মধ্যে আছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিক্ষার্থীসহ সব সড়ক হত্যার বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দান; ঢাকাসহ সারা দেশে সব গণপরিবহনে (সড়ক, নৌ, রেলপথ ও মেট্রোরেল) শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি; গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের চলাচলের জন্য যথাস্থানে ফুটপাত, ফুটওভার ব্রিজ বা বিকল্প নিরাপত্তা ব্যবস্থা দ্রুত নিশ্চিত করা; সড়ক দুর্ঘটনায় আহত যাত্রী এবং পরিবহন শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে ইত্যাদি।
গত সোমবার রাতে রাজধানীর রামপুরা এলাকায় বাসচাপা পড়ে মাইনুদ্দিন নামে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪