Ajker Patrika

ইটিএইচ জুরিখ এক্সিলেন্স স্কলারশিপ ২০২৩

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ০৯: ৫৯
ইটিএইচ জুরিখ এক্সিলেন্স স্কলারশিপ ২০২৩

ইউরোপের কেন্দ্রস্থলে অন্যতম সেরা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হলো ইটিএইচ জুরিখ ইউনিভার্সিটি। প্রতিবছর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সহজ করতে নানা স্কলারশিপ প্রোগ্রামের আয়োজন করে এ বিশ্ববিদ্যালয়। এর মধ্যে অন্যতম হলো ইটিএইচ জুরিখ এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রাম। 

ইটিএইচ জুরিখ এক্সিলেন্স প্রোগ্রামটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এই প্রোগ্রামের আওতায় আপনি বিশ্ববিদ্যালয়ের যেকোনো সাবজেক্টে মাস্টার্স করার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের  মুক্তমনা চিন্তাকে সমর্থন এবং উদ্যোক্তা মনোভাবকে উৎসাহিত করে। স্কলারশিপটি গ্রহণের মাধ্যমে আপনি বিশ্বখ্যাত এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে পৃথিবীর যেকোনো দেশেই সহজে ক্যারিয়ার গড়তে পারবেন।

আবেদনের যোগ্যতা

  • যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীকে ভালো ফলধারী হতে হবে।
  • আবেদনকারীকে মাস্টার্সের থিসিসের বিষয়ের ওপর প্রপোজাল জমা দিতে হবে।
  • যদি কোনো শিক্ষার্থী আগে এই অ্যাওয়ার্ড নিয়ে থাকেন কিংবা মাস্টার্স ডিগ্রিধারী হন, তাহলে আবেদনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।
  • ইংরেজি কিংবা জার্মান ভাষা জানতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট
  • অ্যাপ্লিকেশন ফরম
  • সিভি, পাসপোর্টের কপি
  • রিসার্চ প্রপোজাল
  • মোটিভেশন লেটার
  • রেফারেন্স লেটার
  • ভাষা দক্ষতার সার্টিফিকেট
  • ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট 

সুযোগ-সুবিধা

  • টিউশন ফি ও থাকার খরচ
  • প্রতি সেমিস্টারে ১২ হাজার সুইচ ফ্রাঙ্ক, প্রায় সাড়ে ১২ লাখ টাকা দিতে হবে।
  • টিউশন ফি ওয়েভার 

আবেদনের প্রক্রিয়া
আবেদনকারীকে অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন-প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রয়োজনীয় সব ডকুমেন্ট ও বিজ্ঞানভিত্তিক প্রি-প্রপোজাল রিসার্চ পেপার ডেডলাইনের আগে আপলোড করতে হবে। সিলেকশন প্রসেসের জন্য ফেব্রুয়ারিতে ইন্টারভিউয়ে অংশ নিতে জমাকৃত সিভিতে অবশ্যই মোবাইল নম্বর দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর, ২০২২

অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন।

অনুবাদ: সাদিয়া আফরিন হীরা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত