Ajker Patrika

বেড়েছে মুরগি ও ডিমের দাম, বিপাকে ক্রেতা

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২২, ১৪: ০১
Thumbnail image

আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে ব্রয়লারসহ সব ধরনের মুরগির দাম। বাজারে দেশি ও ব্রয়লার মুরগি সরবরাহ কম থাকার অজুহাতে ব্যবসায়ীরা মুরগির দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ ক্রেতাদের । গত কয়েক দিনে ব্রয়লার মুরগিসহ সব ধরনের মুরগির দাম কেজিতে ২০-৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে ব্রয়লার মুরগির ডিমের দামও বেশ বেড়েছে। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৪৫ টাকা করে।

উপজেলার কয়েকটি বাজারে গিয়ে দেখা গেছে, ব্যবসায়ীরা ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি করছেন ১৬০ থেকে ১৭৫ টাকায়। যা এক সপ্তাহ আগে ছিল ১৫০ থেকে ১৫৫ টাকা। কক, লেয়ার বা সোনালি মুরগির দামও দফায় দফায় বেড়েছে। ২১০ থেকে ২৩০ টাকা কেজি বিক্রি হওয়া সোনালি ও লেয়ার মুরগির দাম কয়েক দফা বেড়ে এখন ২৯০ থেকে ৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মুরগি খামারি শাওন শরীফ বলেন, ‘আমরা পোলট্রি খামার করে বছরের পর বছর লোকসান গুনছি। অথচ দাম যখন বাড়ছে, তখন এর সুফল ঘরে তুলতে পারছি না।’

গৈলা বাজারের ব্যবসায়ী খালেক বেপারী জানান, মুরগির বাচ্চা ও খাদ্যের দাম অস্বাভাবিক বাড়ায় খামারে সব ধরনের মুরগির উৎপাদন কম হচ্ছে। করোনাকালীন এমনিতেই অনেক খামার বন্ধ হয়ে গেছে। এরপরও যেসব খামারি পুনরায় কাজ শুরু করতে চাইছেন তাদের জন্য মুরগির খাদ্যের দাম বাধা হয়ে দাঁড়িয়েছে।

মুরগি কিনতে আসা রুনু বেগম জানান, ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করছে ও সরবরাহ কম এই অজুহাতে দাম বাড়িয়ে বিক্রি করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত