Ajker Patrika

সাটুরিয়া হানাদারমুক্ত দিবস আজ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১২: ১৯
সাটুরিয়া হানাদারমুক্ত দিবস আজ

মানিকগঞ্জের সাটুরিয়া ১৯৭১ সালের ২১ নভেম্বর পাকিস্তানি হানাদারমুক্ত হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সাটুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এ উপলক্ষে আজ রোববার সাটুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া সন্ধ্যায় রয়েছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপজেলার বীর মুক্তিযোদ্ধারা জানান, এই দিনে সাটুরিয়া হানাদার মুক্ত হয়। উড়ানো হয় লাল সবুজের পতাকা। আনন্দ উল্লাসে মেতে ওঠেন বীর মুক্তিযোদ্ধা ও এলাকার মানুষ। ১৯৭১ সালের ২০ নভেম্বর রাত ১২টা ১ মিনিটে টাঙ্গাইলের বাতেন বাহিনী সাটুরিয়ায় অবস্থান করে চারদিক ঘিরে ফেলে। রাতভর চলে গোলাগুলি।

এ সময় পাকিস্তানি বাহিনীর গুলিতে মো. জিয়ারত হোসেন নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হন। আহত হন অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা। পরদিন ২১ নভেম্বর বেলা ২টার সময় পাকিস্তানি বাহিনী ও রাজাকারেরা পিছু হটেন।

সাটুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ. খ. ম নূরুল হক বলেন, ‘মুক্তিযোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে ২১ নভেম্বর ১৯৭১ সালে সাটুরিয়াকে পাকিস্তানি হানাদার মুক্ত করেন। এই দিনটি সাটুরিয়াবাসীর জন্য একটি স্মরণীয় দিন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত