Ajker Patrika

জয়ার ৩ সুখবর

আপডেট : ২০ মে ২০২২, ০৮: ৫৩
জয়ার ৩ সুখবর

ভাগ্যটাকে সুপ্রসন্ন বলতেই হবে। একে একে জয়ার ঘাটে ভিড়েছে একাধিক সাফল্যের তরি। সেই খবরে মনটাই ভালো হয়ে গেল তাঁর। ১০ বছর পর শুরু হওয়া সম্মাননা অনুষ্ঠানের সেরা পদকটিও এখন তাঁর হাতে। পাঁচ বছরের দীর্ঘসূত্রতায় সন্দেহ দানা বেঁধেছিল মনে, ভিন্ন গল্পের ‘বিউটি সার্কাস’ সিনেমাটি আদৌ আলোর মুখ দেখবে তো? ২০১৭ সালের প্রথমভাগে শুটিং শুরু হয়েছিল সিনেমাটির। তারপর গত ৫ বছরে অনেক চড়াই-উতরাই পার করল টিম ‘বিউটি সার্কাস’। সেসব উতরে এবার বাণিজ্যিক প্রদর্শনের জন্য ছাড়পত্র পেল সিনেমাটি। কাটা পড়েনি একটি দৃশ্যও। পরিচালকের ইচ্ছে কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি দেবেন।

অন্যদিকে কবি জীবনানন্দ দাশকে নিয়ে নির্মিত টালিউড সিনেমা ‘ঝরা পালক’ মুক্তি পাচ্ছে জুনে। কলকাতার বাইরে বাংলাদেশেও মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানালেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। এই সিনেমায় জয়া আছেন কবিপত্নীর চরিত্রে। 

বিউটি চরিত্রে জয়াআসছে বিউটি সার্কাস
জয়া আহসানের স্বপ্নের প্রজেক্ট মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’। কয়েক বছর ধরে নানা চড়াই-উতরাই পেরিয়ে এখন মুক্তির দ্বারপ্রান্তে সিনেমাটি। ২০১৭ সালে শুটিং শুরু হওয়া সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। এবার মুক্তির তারিখ জানাবেন নির্মাতা। সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্প ‘বিউটি সার্কাস’। সার্কাসের মালিক ও প্রধান নারী জাদুশিল্পী বিউটি। তাঁর জাদু প্রদর্শনীর ক্যারিশমা আর রূপে পাগল এলাকার তিন প্রভাবশালী ব্যক্তি। বিউটিকে নিজের করে পাওয়ার প্রতিযোগিতায় নামে তারা। একসময় হুমকির মুখে পড়ে সার্কাসের দলটি। কৌশলী বিউটি হাল ছাড়ার পাত্রী নয়। বিউটির ভূমিকায় অভিনয় করছেন জয়া।

সেরা অভিনেত্রীর পুরস্কার হাতেসেরা অভিনেত্রী
‘বিনি সুতোয়’ সিনেমার জন্য মার্চে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান পেয়েছেন ফিল্মফেয়ার সেরা অভিনয়শিল্পীর সম্মাননা। এবার একই চলচ্চিত্রের জন্য তাঁকে দেওয়া হলো আনন্দলোক সেরা অভিনেত্রীর সম্মাননা। অতনু ঘোষের সিনেমাটিতে শ্রাবণী চরিত্রে অভিনয় করেছেন জয়া। কোয়েল মল্লিক, রুক্মিণী মৈত্র, গার্গী রায় চৌধুরী, মধুমিতা সরকারের মতো কলকাতার জনপ্রিয় অভিনেত্রীদের পেছনে ফেলে তিনি এ পুরস্কার জিতেছেন। পশ্চিমবঙ্গের আইটিসি রয়্যাল বেঙ্গল মিলনায়তনে ১৮ মে দেওয়া হয় এ পুরস্কার। জয়া বলেন, ‘সিনেমাটি আসলে স্বপ্ন দেখতে শেখায়, ইচ্ছেমতো বাঁচার সমীকরণ জানিয়ে যায়। শ্রাবণীর পরতে পরতে স্বপ্নের সেই বুনন।’

‘বিনি সুতোয়’ সিনেমার জন্য মার্চে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান পেয়েছেন ফিল্মফেয়ার সেরা অভিনয়শিল্পীর সম্মাননা। এবার একই চলচ্চিত্রের জন্য তাঁকে দেওয়া হলো আনন্দলোক সেরা অভিনেত্রীর সম্মাননা। অতনু ঘোষের সিনেমাটিতে শ্রাবণী চরিত্রে অভিনয় করেছেন জয়া। কোয়েল মল্লিক, রুক্মিণী মৈত্র, গার্গী রায় চৌধুরী, মধুমিতা সরকারের মতো কলকাতার জনপ্রিয় অভিনেত্রীদের পেছনে ফেলে তিনি এ পুরস্কার জিতেছেন। পশ্চিমবঙ্গের আইটিসি রয়্যাল বেঙ্গল মিলনায়তনে ১৮ মে দেওয়া হয় এ পুরস্কার। জয়া বলেন, ‘সিনেমাটি আসলে স্বপ্ন দেখতে শেখায়, ইচ্ছেমতো বাঁচার সমীকরণ জানিয়ে যায়। শ্রাবণীর পরতে পরতে স্বপ্নের সেই বুনন।’

লাবণ্য দাশ চরিত্রে জয়াজুনে ‘ঝরা পালক’
কবি জীবনানন্দ দাশকে নিয়ে কলকাতায় তৈরি হয়েছে সিনেমা ‘ঝরা পালক’। কবির চরিত্রে ব্রাত্য বসু আর কবিপত্নী লাবণ্য হয়েছেন জয়া আহসান। জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থ ‘ঝরা পালক’। তা থেকে অনুপ্রাণিত হয়েই সিনেমার এ নামকরণ। সিনেমাকে ক্যানভাসের মতো ব্যবহার করে কবির জীবন, তাঁর ভাবনা, দুঃখ-যন্ত্রণা, আবেগ এবং তাঁকে ঘিরে থাকা মানুষজনের কাহিনি ফুটিয়ে তুলেছেন পরিচালক। সিনেমাটি জুনে মুক্তি পাবে। জয়া বলেন, ‘সিনেমায় আমি লাবণ্য। লাবণ্যই বনলতা, লাবণ্যই কবির সুরঞ্জনা। জীবনানন্দ ও লাবণ্য দাশের পারস্পরিক স্বভাব ছিল পুরোপুরি বিপরীত। চরিত্রটা পর্দায় দেখার জন্য আমিও মুখিয়ে আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত