Ajker Patrika

পাকুন্দিয়ায় আমন ধান সংগ্রহ শুরু

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৩: ০৫
পাকুন্দিয়ায়  আমন ধান সংগ্রহ শুরু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চলতি মৌসুমে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গত বুধবার সকালে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু উপজেলার নারান্দী গ্রামের কৃষক আবদুল কদ্দুছ ভূঁইয়ার কাছ থেকে ১ টন ধান কেনার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাসান আলী মিয়া, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মো. এনায়েত করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

খাদ্য গুদাম কর্মকর্তা মো. এনায়েত করিম বলেন, ‘চলতি মৌসুমে অনলাইনে আবেদন করা কৃষকদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ২১৫ জন নির্ধারণ করা হয়। কৃষকের কাছ থেকে মণপ্রতি ১০৮০ টাকা দরে মোট ৬৪৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু বলেন, সরকারি বিধি অনুযায়ী প্রকৃত কৃষকেরা যেন খাদ্য গুদামে ধান সরবরাহ করেন সে দিকটি খেয়াল রাখতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত