এক মৌসুম আগেও তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত হাস্যরসের ঘটনা দেখা যেত। অথচ এক মৌসুম ব্যবধানে সেই ভিনিসিয়ুস জুনিয়র পরিণত হলেন সময়ের অন্যতম সেরা তারকায়। রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ে দারুণ অবদান রেখে এখন নায়কে পরিণত হয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। শুধু মাঠের খেলাতেই নয়, মাঠের বাইরেও এখন আকর্ষণের কেন্দ্রে চলে এসেছেন ভিনিসিয়ুস। তরতরিয়ে বাড়ছে তাঁর ব্র্যান্ড মূল্যও।
গত পরশু ২২তম জন্মদিন পালন করেছেন ভিনিসিয়ুস। ২০১৮ সালের জুলাইয়ে রিয়ালে যোগ দেন তিনি। এর পর থেকেই ফুটবল দুনিয়ার আগ্রহ বাড়তে শুরু করে তাঁকে নিয়ে। তবে গত মৌসুমে তাঁর নজরকাড়া পারফরম্যান্সের পর ভিনিসিয়ুসকে নিয়ে আগ্রহ এখন আরও বেড়েছে। এই মুহূর্তে কোম্পানি, ভক্ত এবং বিশ্বের শীর্ষ সেলিব্রেটিদের চাহিদার কেন্দ্রে চলে এসেছেন তিনি।
গত মৌসুমের পর রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকাদের একজনে পরিণত হয়েছেন ভিনিসিয়ুস। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে দলকে শিরোপা জেতানো গোলের পর সমর্থকদেরও প্রাণের তারকা হয়ে উঠেছেন তিনি। এর মধ্যে ২০২৭ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তিও নবায়ন করতে যাচ্ছেন ভিনি। এমনকি রিয়ালের সর্বনিম্ন বেতনধারী তারকা থেকে সর্বোচ্চ বেতনধারী তারকাদের একজনে পরিণত হয়েছেন। তাঁর বাইআউট ক্লজ ৩৫০ মিলিয়ন ইউরো থেকে ১ বিলিয়ন ইউরোতে উন্নীত করা হয়েছে।
ভিনির তারকা খ্যাতির উদাহরণ পাওয়া যাবে আরেকটি ঘটনায়। পিএসজি তাঁকে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন না করার জন্য মৌসুমে ৪০ মিলিয়ন ইউরো করে দেওয়ার প্রস্তাবও দিয়েছিল। তবে রিয়াল ছেড়ে যাওয়ার ভাবনা মনেই আনেননি তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে নিয়ে ভক্তদের আগ্রহ ক্রমেই বাড়ছে। রিয়াল মাদ্রিদে আসার সময় ইনস্টাগ্রামে তাঁর অনুসারী ছিল ১ দশমিক ৫ মিলিয়ন। যা এখন বেড়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ৩ মিলিয়নে।
২১০৮ সালে তেমন কোনো বাণিজ্যিক চুক্তিতেই ছিলেন না ভিনিসিয়ুস। অথচ চার বছরের ব্যবধানে নামাজাদা ব্র্যান্ডগুলো ব্রাজিলিয়ান তারকার সঙ্গে কাজ করা শুরু করেছে। তবে এটুকুতেই শেষ নয়, আগামী মাসে আরও পাঁচটি ব্র্যান্ড ভিনিসিয়ুসের সঙ্গে কাজ শুরু করবে। সঙ্গে ১১টি কোম্পানি তাঁকে পণ্যদূত হিসেবে নিয়োগ দিয়েছে।
এক মৌসুম আগেও তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত হাস্যরসের ঘটনা দেখা যেত। অথচ এক মৌসুম ব্যবধানে সেই ভিনিসিয়ুস জুনিয়র পরিণত হলেন সময়ের অন্যতম সেরা তারকায়। রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ে দারুণ অবদান রেখে এখন নায়কে পরিণত হয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। শুধু মাঠের খেলাতেই নয়, মাঠের বাইরেও এখন আকর্ষণের কেন্দ্রে চলে এসেছেন ভিনিসিয়ুস। তরতরিয়ে বাড়ছে তাঁর ব্র্যান্ড মূল্যও।
গত পরশু ২২তম জন্মদিন পালন করেছেন ভিনিসিয়ুস। ২০১৮ সালের জুলাইয়ে রিয়ালে যোগ দেন তিনি। এর পর থেকেই ফুটবল দুনিয়ার আগ্রহ বাড়তে শুরু করে তাঁকে নিয়ে। তবে গত মৌসুমে তাঁর নজরকাড়া পারফরম্যান্সের পর ভিনিসিয়ুসকে নিয়ে আগ্রহ এখন আরও বেড়েছে। এই মুহূর্তে কোম্পানি, ভক্ত এবং বিশ্বের শীর্ষ সেলিব্রেটিদের চাহিদার কেন্দ্রে চলে এসেছেন তিনি।
গত মৌসুমের পর রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকাদের একজনে পরিণত হয়েছেন ভিনিসিয়ুস। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে দলকে শিরোপা জেতানো গোলের পর সমর্থকদেরও প্রাণের তারকা হয়ে উঠেছেন তিনি। এর মধ্যে ২০২৭ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তিও নবায়ন করতে যাচ্ছেন ভিনি। এমনকি রিয়ালের সর্বনিম্ন বেতনধারী তারকা থেকে সর্বোচ্চ বেতনধারী তারকাদের একজনে পরিণত হয়েছেন। তাঁর বাইআউট ক্লজ ৩৫০ মিলিয়ন ইউরো থেকে ১ বিলিয়ন ইউরোতে উন্নীত করা হয়েছে।
ভিনির তারকা খ্যাতির উদাহরণ পাওয়া যাবে আরেকটি ঘটনায়। পিএসজি তাঁকে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন না করার জন্য মৌসুমে ৪০ মিলিয়ন ইউরো করে দেওয়ার প্রস্তাবও দিয়েছিল। তবে রিয়াল ছেড়ে যাওয়ার ভাবনা মনেই আনেননি তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে নিয়ে ভক্তদের আগ্রহ ক্রমেই বাড়ছে। রিয়াল মাদ্রিদে আসার সময় ইনস্টাগ্রামে তাঁর অনুসারী ছিল ১ দশমিক ৫ মিলিয়ন। যা এখন বেড়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ৩ মিলিয়নে।
২১০৮ সালে তেমন কোনো বাণিজ্যিক চুক্তিতেই ছিলেন না ভিনিসিয়ুস। অথচ চার বছরের ব্যবধানে নামাজাদা ব্র্যান্ডগুলো ব্রাজিলিয়ান তারকার সঙ্গে কাজ করা শুরু করেছে। তবে এটুকুতেই শেষ নয়, আগামী মাসে আরও পাঁচটি ব্র্যান্ড ভিনিসিয়ুসের সঙ্গে কাজ শুরু করবে। সঙ্গে ১১টি কোম্পানি তাঁকে পণ্যদূত হিসেবে নিয়োগ দিয়েছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫