Ajker Patrika

শিরোপা-স্বপ্ন পূরণ করতে চান বাবর

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১২: ০৮
শিরোপা-স্বপ্ন পূরণ করতে চান বাবর

কঠিন সময় যাচ্ছে পাকিস্তানের। বন্যায় দেশটির এক-তৃতীয়াংশ মানুষ এখন পানির নিচে। প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যাও। দেশের যখন এমন ভয়াবহ অবস্থা, তখন পাকিস্তান দাঁড়িয়ে নতুন এক চ্যালেঞ্জের সামনে। আরব আমিরাতে ইতিমধ্যে এশিয়া কাপের ফাইনালে উঠে দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছেন তাঁরা। এবার শিরোপা জিতে চরম দুর্ভোগের মধ্যে থাকা জনগণকে আনন্দে ভাসাতে চায় পাকিস্তান দল।

অধিনায়ক বাবরও আহ্বান জানিয়েছেন, দল হিসেবে সতীর্থদের পারফর্ম করার জন্য। যে স্বপ্ন নিয়ে আমিরাতে আসা, তার থেকে এক পা দূরে তাঁরা। অধিনায়ক হিসেবে দলকে ফাইনালে নেতৃত্ব দেওয়া নিয়ে উচ্ছ্বসিত হলেও শিরোপা হাতছাড়া করতে চান না বাবর, ‘অধিনায়ক হিসেবে ফাইনালে দলকে নেতৃত্ব দেওয়া খুবই উচ্ছ্বাসের। আমরা এখন শিরোপা জয়ের লক্ষ্য থেকে শুধু এক পা দূরে। প্রত্যেক অধিনায়ক এবং দল শিরোপা জয়ের স্বপ্ন দেখে। দল হিসেবে আমাদের লক্ষ্য ভালো খেলা এবং টুর্নামেন্ট জেতা।’

সেই টুর্নামেন্ট জিততে আজ দুবাইয়ে কঠিন এক বাধা পেরোতে হবে পাকিস্তানকে। প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা এখন কঠিনই বটে। ইতিমধ্যে তার প্রমাণও দিয়েছে লঙ্কানরা। তবে বাবর আত্মবিশ্বাসী তাঁর সতীর্থরা জ্বলে উঠবেন ফাইনালেও, ‘যদি টুর্নামেন্টের পেছনে তাকান, কিছু দুর্দান্ত ম্যাচ ছিল আমাদের। কঠিন প্রতিদ্বন্দ্বিতা ছিল। কিছু অসাধারণ পারফরম্যান্স আর খেলোয়াড় দেখেছি আমরা। যারা ম্যাচসেরার পুরস্কার জিতেছে।’

দল হিসেবে আমাদের লক্ষ্য ভালো খেলা এবং টুর্নামেন্ট জেতা।

বাবরের কাছে সবচেয়ে ইতিবাচক মনে হচ্ছে, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে দলের ভিন্ন ভিন্ন খেলোয়াড় দাঁড়িয়ে গেছেন। পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘যখন একটা দল গড়বেন, এটা দারুণ যে একেকজন দাঁড়িয়ে যাচ্ছে। এবং ম্যাচ জেতাচ্ছে। একজন অধিনায়ক হিসেবে এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে দলের সাফল্য এনে দিতে এটি অনেক সহায়তা করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত