মির্জা গালিব
ফুল অন্ন, হাফ অন্ন—রেস্তোরাঁয় ঢুকে খাদ্যতালিকায় যদি এমন শব্দ দেখন, ঘাবড়াবেন না। বুঝবেন, নিরামিষ খেতে আপনি ঠিক জায়গাতেই এসেছেন। এবার একটি টেবিল দখলে নিয়ে বসে পড়ুন। তারপর সামনের ট্রেতে সাজানো সারি সারি বাটি থেকে বেছে নিন ছানার রসা, সয়াবিন রসা, আলু-ফুলকপির রসা, লাউ মুগ, আলুর দম কিংবা সুক্ত। দামের কথা চিন্তা না করে খেতে শুরু করুন। দাম দেওয়ার সময় চমকে যাবেন!
তাঁতীবাজারের নিরামিষ খাবার
পুরান ঢাকার তাঁতীবাজার একসময় বিখ্যাত ছিল তাঁতের কাপড় এবং তার বাণিজ্যের জন্য। আর এখন বিখ্যাত শাঁখা, সোনার ব্যবসা এবং নিরামিষ খাবারের জন্য। ঢাকা শহরে যারা নিরামিষ খান, বাড়ির বাইরে তাঁদের জন্য একমাত্র জায়গা তাঁতীবাজার। স্বামীবাগের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ বা ইসকন মন্দিরের ক্যানটিন কিংবা টিকাটুলীর রামকৃষ্ণ মিশনেও নিরামিষ খাবার খাওয়া যায়। তবে সেগুলো মন্দির কার্যক্রমের অংশ। ক্রেতা হিসেবে ইচ্ছেমতো কিনে খাওয়ার স্বাধীনতা সেগুলোতে পাবেন না। কিন্তু তাঁতীবাজারে সে স্বাধীনতা পাওয়া যাবে।
তাঁতীবাজার শিবমন্দিরকে পেছনে রেখে সামনের দিকে এগোতে থাকলে একটি অর্ধবৃত্ত পথ তৈরি হবে। এই পথের ডানে-বাঁয়ে তাকালে চোখে পড়বে জগন্নাথ ভোজনালয়, অনুরাধা, আদি গোবিন্দ, বিষ্ণুপ্রিয়া, গৌড় নিতাই, শ্রীচৈতন্য নামের সাইনবোর্ড। এগুলো আসলে রেস্তোরাঁর নাম। নিরামিষ খাবারের জন্য এগুলোর যেকোনো একটিতে ঢুকে যেতে পারেন।
খাবারদাবার
নিরামিষ খাবার মানে রসুন-পেঁয়াজ, মাছ-মাংস-ডিম ছাড়া খাবার। এসব খাবারের মূল উপাদান মূলত শাকসবজি ও ডাল। সঙ্গে থাকতে পারে পাঁপড়, সবজি বা পালের বড়া, ডালের বড়ি, ছানা, পনির কিংবা সয়াবিনের সংগত। হালকা মসলায় রান্না এসব খাবার স্বাস্থ্যের জন্য যেমন উপকারী তেমনি স্বাদেও দুর্দান্ত।
এক দুপুরে তাঁতীবাজার ও শাঁখারীবাজার চষে বেড়িয়ে আমরা ঢুকে পড়েছিলাম ১১০ তাঁতীবাজারের দোতলায়, জগন্নাথ ভোজনালয়ে। ছোট রেস্তোরাঁ। সে তুলনায় মানুষ বেশি। লাইনে দাঁড়িয়ে টেবিল দখল করে বসতেই চোখ ছানাবড়া! টেবিলের ওপর আগে থেকে সাজানো ট্রেতে সারি দিয়ে রাখা তরকারির বাটি। এক, দুই, তিন করে গুনে দেখি ১৬টি বাটি। প্রতিটি বাটিতে আলাদা আলাদা তরকারি। কিন্তু বেসিনের সামনে ঝোলানো খাদ্যতালিকায় লেখা আছে ৫৪টি খাবারের নাম ও দাম। এই রেস্তোরাঁর বর্তমান মালিক অজয় কৃষ্ণ দাশ ওরফে অশোক কবিরাজ জানালেন, মৌসুমে যেসব শাক ও সবজি পাওয়া যায় সেগুলো দিয়ে প্রতিদিন প্রায় ২০ পদের নিরামিষ রান্না হয় জগন্নাথ ভোজনালয়ে।
এসব তরকারির মধ্যে আছে সবজি পনির, ছানার রসা, ফুলকপির রসা, আলু-বেগুনের রসা, কাঁচ কলার রসা, বাঁধাকপি তরকারি, সরিষা ভিন্ডি, পটোল শসা, আলু পটোল, লাউ মুগ, কলার মোচা, লাউ সবজি, প্রায় সব ধরনের শাক, আলু করলা ভাজি, আলু ভাজি, মুগ-বুট বা ছোলার ডাল, সব ধরনের ভর্তা, চাটনি, পায়েস, শুকনো ভাজা, সাবুর পোলাও, সাবুর খিচুড়ি, কাঁচ কলা আলুর দম, আলু ফ্রাই, সাবুর পায়েস, আলু-উচ্ছে ভাজা।
সবজির এ তরকারিগুলোই ঘুরেফিরে রান্না হয় প্রতিটি রেস্তোরাঁয়। তবে তরকারির সংখ্যায় কম বেশি হয়। অনুরাধা, আদি গোবিন্দ, বিষ্ণুপ্রিয়া, গৌড় নিতাই, শ্রীচৈতন্য নামের রেস্তোরাঁগুলোতে গড়ে ১২টির মতো নিরামিষ পদ রান্না হয় প্রতিদিন। এই রেস্তোরাঁগুলোর মূল বৈশিষ্ট্য হলো, এর মালিকেরা সবাই নিরামিষাশী। ফলে নিরামিষ খাবার সম্পর্কে তাঁদের ধারণা খুব স্বচ্ছ। এগুলোতে প্রতিদিন বাজার করে রান্নাবান্না হয় বলে খাবার তাজা পাওয়া যায়। এ জন্য স্বাদের ক্ষেত্রে প্রায় প্রতিটি রেস্তোরাঁর খ্যাতি আছে।
টেবিল দখল করে বসার পর প্রথমে আপনার সামনে আসবে সাদা ভাত, সঙ্গে এক ফালি লেবু ও একটি কাঁচা মরিচ। এরপর সামনে রাখা ট্রে থেকে পছন্দের তরকারির বাটি তুলে নিয়ে খেতে হবে। অথবা বললে রেস্তোরাঁর লোকেরাই আপনার সামনে নামিয়ে রাখবে বাটি। খাওয়ার শেষে মুখশুদ্ধির জন্য খেতে পারেন পায়েস।মোটামুটি সকাল থেকেই দোকান খোলা থাকে। তবে সবগুলো রেস্তোরাঁয় সকালের নাশতা পাওয়া যায় না।
দরদাম
তাঁতীবাজারের নিরামিষ রেস্তোরাঁগুলোতে খাবারের দাম সবারই মোটামুটি একই রকম থাকে। এখানে পুরো প্লেট ভাতের দাম ২০ টাকা আর অর্ধেক ১০ টাকা। রসা বা ঘন্টর মতো তরকারিগুলোর দাম প্রতি বাটি ৪০-৪৫ টাকার মধ্যে। সব ধরনের শাকের বাটি ৩০ টাকা, ভাজি ও ডালের বাটি ২০ টাকা, সব ধরনের ভর্তা ১৫ টাকা প্রতিটি, চাটনি ৩০ টাকা, পায়েস ৪০ টাকা। আলুর দম, বাদাম ভুনা, শসার তরকারি, আলু ফ্রাই, সাবুর পায়েস প্রতি বাটি ৪৫ টাকা।
ফুল অন্ন, হাফ অন্ন—রেস্তোরাঁয় ঢুকে খাদ্যতালিকায় যদি এমন শব্দ দেখন, ঘাবড়াবেন না। বুঝবেন, নিরামিষ খেতে আপনি ঠিক জায়গাতেই এসেছেন। এবার একটি টেবিল দখলে নিয়ে বসে পড়ুন। তারপর সামনের ট্রেতে সাজানো সারি সারি বাটি থেকে বেছে নিন ছানার রসা, সয়াবিন রসা, আলু-ফুলকপির রসা, লাউ মুগ, আলুর দম কিংবা সুক্ত। দামের কথা চিন্তা না করে খেতে শুরু করুন। দাম দেওয়ার সময় চমকে যাবেন!
তাঁতীবাজারের নিরামিষ খাবার
পুরান ঢাকার তাঁতীবাজার একসময় বিখ্যাত ছিল তাঁতের কাপড় এবং তার বাণিজ্যের জন্য। আর এখন বিখ্যাত শাঁখা, সোনার ব্যবসা এবং নিরামিষ খাবারের জন্য। ঢাকা শহরে যারা নিরামিষ খান, বাড়ির বাইরে তাঁদের জন্য একমাত্র জায়গা তাঁতীবাজার। স্বামীবাগের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ বা ইসকন মন্দিরের ক্যানটিন কিংবা টিকাটুলীর রামকৃষ্ণ মিশনেও নিরামিষ খাবার খাওয়া যায়। তবে সেগুলো মন্দির কার্যক্রমের অংশ। ক্রেতা হিসেবে ইচ্ছেমতো কিনে খাওয়ার স্বাধীনতা সেগুলোতে পাবেন না। কিন্তু তাঁতীবাজারে সে স্বাধীনতা পাওয়া যাবে।
তাঁতীবাজার শিবমন্দিরকে পেছনে রেখে সামনের দিকে এগোতে থাকলে একটি অর্ধবৃত্ত পথ তৈরি হবে। এই পথের ডানে-বাঁয়ে তাকালে চোখে পড়বে জগন্নাথ ভোজনালয়, অনুরাধা, আদি গোবিন্দ, বিষ্ণুপ্রিয়া, গৌড় নিতাই, শ্রীচৈতন্য নামের সাইনবোর্ড। এগুলো আসলে রেস্তোরাঁর নাম। নিরামিষ খাবারের জন্য এগুলোর যেকোনো একটিতে ঢুকে যেতে পারেন।
খাবারদাবার
নিরামিষ খাবার মানে রসুন-পেঁয়াজ, মাছ-মাংস-ডিম ছাড়া খাবার। এসব খাবারের মূল উপাদান মূলত শাকসবজি ও ডাল। সঙ্গে থাকতে পারে পাঁপড়, সবজি বা পালের বড়া, ডালের বড়ি, ছানা, পনির কিংবা সয়াবিনের সংগত। হালকা মসলায় রান্না এসব খাবার স্বাস্থ্যের জন্য যেমন উপকারী তেমনি স্বাদেও দুর্দান্ত।
এক দুপুরে তাঁতীবাজার ও শাঁখারীবাজার চষে বেড়িয়ে আমরা ঢুকে পড়েছিলাম ১১০ তাঁতীবাজারের দোতলায়, জগন্নাথ ভোজনালয়ে। ছোট রেস্তোরাঁ। সে তুলনায় মানুষ বেশি। লাইনে দাঁড়িয়ে টেবিল দখল করে বসতেই চোখ ছানাবড়া! টেবিলের ওপর আগে থেকে সাজানো ট্রেতে সারি দিয়ে রাখা তরকারির বাটি। এক, দুই, তিন করে গুনে দেখি ১৬টি বাটি। প্রতিটি বাটিতে আলাদা আলাদা তরকারি। কিন্তু বেসিনের সামনে ঝোলানো খাদ্যতালিকায় লেখা আছে ৫৪টি খাবারের নাম ও দাম। এই রেস্তোরাঁর বর্তমান মালিক অজয় কৃষ্ণ দাশ ওরফে অশোক কবিরাজ জানালেন, মৌসুমে যেসব শাক ও সবজি পাওয়া যায় সেগুলো দিয়ে প্রতিদিন প্রায় ২০ পদের নিরামিষ রান্না হয় জগন্নাথ ভোজনালয়ে।
এসব তরকারির মধ্যে আছে সবজি পনির, ছানার রসা, ফুলকপির রসা, আলু-বেগুনের রসা, কাঁচ কলার রসা, বাঁধাকপি তরকারি, সরিষা ভিন্ডি, পটোল শসা, আলু পটোল, লাউ মুগ, কলার মোচা, লাউ সবজি, প্রায় সব ধরনের শাক, আলু করলা ভাজি, আলু ভাজি, মুগ-বুট বা ছোলার ডাল, সব ধরনের ভর্তা, চাটনি, পায়েস, শুকনো ভাজা, সাবুর পোলাও, সাবুর খিচুড়ি, কাঁচ কলা আলুর দম, আলু ফ্রাই, সাবুর পায়েস, আলু-উচ্ছে ভাজা।
সবজির এ তরকারিগুলোই ঘুরেফিরে রান্না হয় প্রতিটি রেস্তোরাঁয়। তবে তরকারির সংখ্যায় কম বেশি হয়। অনুরাধা, আদি গোবিন্দ, বিষ্ণুপ্রিয়া, গৌড় নিতাই, শ্রীচৈতন্য নামের রেস্তোরাঁগুলোতে গড়ে ১২টির মতো নিরামিষ পদ রান্না হয় প্রতিদিন। এই রেস্তোরাঁগুলোর মূল বৈশিষ্ট্য হলো, এর মালিকেরা সবাই নিরামিষাশী। ফলে নিরামিষ খাবার সম্পর্কে তাঁদের ধারণা খুব স্বচ্ছ। এগুলোতে প্রতিদিন বাজার করে রান্নাবান্না হয় বলে খাবার তাজা পাওয়া যায়। এ জন্য স্বাদের ক্ষেত্রে প্রায় প্রতিটি রেস্তোরাঁর খ্যাতি আছে।
টেবিল দখল করে বসার পর প্রথমে আপনার সামনে আসবে সাদা ভাত, সঙ্গে এক ফালি লেবু ও একটি কাঁচা মরিচ। এরপর সামনে রাখা ট্রে থেকে পছন্দের তরকারির বাটি তুলে নিয়ে খেতে হবে। অথবা বললে রেস্তোরাঁর লোকেরাই আপনার সামনে নামিয়ে রাখবে বাটি। খাওয়ার শেষে মুখশুদ্ধির জন্য খেতে পারেন পায়েস।মোটামুটি সকাল থেকেই দোকান খোলা থাকে। তবে সবগুলো রেস্তোরাঁয় সকালের নাশতা পাওয়া যায় না।
দরদাম
তাঁতীবাজারের নিরামিষ রেস্তোরাঁগুলোতে খাবারের দাম সবারই মোটামুটি একই রকম থাকে। এখানে পুরো প্লেট ভাতের দাম ২০ টাকা আর অর্ধেক ১০ টাকা। রসা বা ঘন্টর মতো তরকারিগুলোর দাম প্রতি বাটি ৪০-৪৫ টাকার মধ্যে। সব ধরনের শাকের বাটি ৩০ টাকা, ভাজি ও ডালের বাটি ২০ টাকা, সব ধরনের ভর্তা ১৫ টাকা প্রতিটি, চাটনি ৩০ টাকা, পায়েস ৪০ টাকা। আলুর দম, বাদাম ভুনা, শসার তরকারি, আলু ফ্রাই, সাবুর পায়েস প্রতি বাটি ৪৫ টাকা।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৪ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৪ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫