Ajker Patrika

বাংলালিংকের বিরুদ্ধে জেমস ও হামিনের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ০৯: ৩০
বাংলালিংকের  বিরুদ্ধে জেমস ও  হামিনের মামলা

কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে নগর বাউল জেমসের করা মামলায় বাংলালিংকের কর্মকর্তাদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ সমন জারির নির্দেশ দেন। ৩০ নভেম্বর বাংলালিংকের কর্মকর্তাদের আদালতে হাজির হতে হবে।

যাঁদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে তাঁরা হলেন এরিক অ্যাস (সিইও), নুরুল আলম (চিফ কমপ্লায়েন্স অফিসার), সঞ্জয় ভাগাশিয়া (সেপ ডিজিটাল অফিসার), তৈমুর রহমান (করপোরেট রেগুলেটরি অফিসার) ও অনীক ধর (হেড অব ভ্যালু অ্যাডেড সার্ভিস), বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড।

এ দিন জনপ্রিয় ব্যান্ড দল মাইলসের কম্পোজার ও গায়ক হামিন আহমেদ ও মানাম আহমেদ একই অভিযোগে বাংলালিংকের ওই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে বাংলালিংক কর্মকর্তাদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন এবং শুনানির জন্য একই তারিখ ধার্য করেন।

মামলা করতে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আদালতে হাজির হন দেশের অন্যতম শীর্ষ সংগীত তারকা জেমস। আইনজীবীর মাধ্যমে তিনি মামলা দাখিল করেন। পরে আদালত জেমসের জবানবন্দি গ্রহণ করেন এবং অভিযোগ আমলে নিয়ে সমন জারির নির্দেশ দেন।

আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল আজকের পত্রিকাকে জানান, জেমসের করা অভিযোগ আমলে নিয়েছেন আদালত। ৩০ নভেম্বর বাংলালিংকের কর্মকর্তাদের আদালতে হাজির হতে হবে।

মামলার অভিযোগে বলা হয়েছে, জেমসের অসংখ্য জনপ্রিয় গান আছে। তাঁর অনুমতি না নিয়েই জেমসের গান বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের শামিল। এ কারণে বাংলালিংকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানান জেমস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত