Ajker Patrika

ঘরে বৈশাখের আমেজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১০: ১৩
ঘরে বৈশাখের আমেজ

আর মাত্র এক দিন। তারপরেই নতুন বছরের প্রথম দিন—পয়লা বৈশাখ। নিজেদের এ দিনটিকে স্বাগত জানাতে চাই জাঁকালো আয়োজন। চাই সাজসজ্জা। আবার শুধু নিজে সাজলেও হবে না। নতুন করে সাজাতে হবে বাড়িঘর, মেঝে কিংবা দেয়াল। সে সজ্জায় থাকা চাই দেশীয় আমেজ।

এখন বিভিন্ন ধরনের টেরাকোটা কিনতে পাওয়া যায়। দরজা বা করিডর পছন্দমতো টেরাকোটা দিয়ে সাজাতে পারেন। বারান্দায় ফুলগাছ বা সাকুলেন্টের ঝুলন্ত টবগুলোও বদলে ফেলতে পারেন নতুন শিকা আর সুবিধামতো আকৃতির শখের হাঁড়ি দিয়ে।

দেশীয় উপকরণ দিয়ে ঘর সাজাতে চাইলে বাসায় বাঁশ ও বেতের ডাবল কিংবা সিঙ্গেল সোফা রাখতে পারেন। বসার ঘরের দেয়ালে ঝোলাতে পারেন কুলা, মাটির সরা, মাটির তৈরি বিভিন্ন জিনিস, চিত্রিত হাতপাখা ইত্যাদি। এ ছাড়া ঘরের মেঝেতে থাকতে পারে শতরঞ্জি। বালিশ বা কুশন কভার হতে পারে জামদানির। বৈশাখকে কেন্দ্র করে বদলে যেতে পারেন দরজা ও জানালার পর্দা। সিনেমার ব্যানার বা রিকশা পেইন্ট স্টাইলে চিত্রিত পর্দা ব্যবহার করতে পারেন।

এ বছর একটি বিশেষ কাজ করতে পারেন। সেটি হলো, সিনেমার ব্যানার বা রিকশাপেইন্ট শিল্পীদের দিয়ে নিজের বা পারিবারিক প্রতিকৃতি বানিয়ে নিতে পারেন। এ জন্য অনেক প্রতিষ্ঠান এখন কাজ করছে।

পয়লা বৈশাখে খাবার টেবিলে তাঁত বা পাটের তৈরি টেবিল রানার বিছাতে পারেন। পয়লা বৈশাখে চিরাচরিত বাসনকোসনগুলোকে ছুটি দিয়ে মাটির থালাবাসন ব্যবহার করতে পারেন।

কোথায় পাবেন
ঢাকায় মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র আড়ং, দোয়েল চত্বর, ঢাকা কলেজের সামনে, মোহাম্মদপুরের কৃষি মার্কেট, কলাবাগান বাসস্ট্যান্ডের পাশে ফুটপাতে, উত্তরা ও বনানীতে পাবেন। শখের মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র অনলাইন থেকে কিনতে পারবেন শৌখিন সমাচার, মিচির ক্রিয়েশন, মৃৎ, প্রকৃতি, রাহেলা জুট ক্র্যাফট, আনা ফ্যাশন বুটিক ইত্যাদি পেজ থেকেও। এ ছাড়া বিভিন্ন মেলায় পাওয়া যাবে মাটির জিনিসপত্র। 

দরদাম
মাটির তৈরি জিনিসপত্রের দাম নির্ভর করে এর ফিনিশিংয়ের ওপর। যে প্রতিষ্ঠানের জিনিসপত্রের ফিনিশিং যত ভালো, তাদের জিনিসের দামও তত বেশি। সাধারণত প্রতি পিস ১০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন  দামে পাওয়া যায়। তবে সেট হিসেবে কিনলে বেশি দাম পড়বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত