আজকের পত্রিকা ডেস্ক
করোনার কারণে বড় উৎসব না হলেও বছরের প্রথম দিন বই হাতে পেয়ে উল্লসিত শিক্ষার্থীরা। নতুন বই পেয়ে গতকাল শনিবার বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস। প্রতিনিধিদের পাঠানো খবর: সিলেট: সিলেট নগরীর দুটি প্রাথমিক ও দুটি উচ্চবিদ্যালয়ে সীমিত পরিসরে বই উৎসবের আয়োজন করা হয়।
নগরীর জিন্দাবাজারে সরকারি কিন্ডার গার্ডেন স্কুল, দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।সকালে সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামসহ শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এ বছর সিলেট বিভাগের চার জেলায় প্রায় ২ কোটি ৩০ লাখ ৮৭ হাজার ৮৯৬টি বই বিতরণ করা হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক জাহাঙ্গীর কবির জানান, বিভাগে এ বছর মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শাখার প্রায় ১২ লাখ ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে ১ কোটি ৫৭ লাখ ৯২ হাজার বই বিতরণ করা হবে। যার মধ্যে মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের মধ্যে ১ কোটি ১৪ লাখ ৮৭ হাজার, মাদ্রাসার জন্য ৪১ লাখ ৬০ হাজার এবং কারিগরি শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৪৪ হাজার বই বিতরণ করা হবে। ইতিমধ্যে মাধ্যমিকের প্রায় ৯০ ভাগ বই চলে এসেছে। অবশিষ্ট বইও কিছুদিনের মধ্যে চলে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ মুসলেম উদ্দিন জানান, প্রাক প্রাথমিক, প্রাথমিক ও ইবতেদায়ি শাখার প্রায় ১৩ লাখ শিক্ষার্থীর মধ্যে প্রায় ৭২ লাখ ৯৫ হাজার ৮৯৬টি বই বিতরণ করা হবে। যার মধ্যে প্রাক প্রাথমিকে ৪ লাখ ৯৬ হাজার ২৩০টি এবং প্রাথমিক ও ইবতেদায়ির শিক্ষার্থীদের মধ্যে মোট ৬৭ লাখ ৯৯ হাজার ৬৬৬টি বই বিতরণ করা হবে। প্রাথমিক ও ইবতেদায়ির জন্য মোট চাহিদার প্রায় ৮২ ভাগ বই বিতরণের জন্য প্রস্তুত রয়েছে।
বিশ্বনাথ: নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা। গতকাল রামসুন্দর সরকারি অগ্রগামি মডেল উচ্চবিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহান। এ সময় নুসরাত জাহান বলেন, বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই উপহার দেওয়া বর্তমান সরকারের সবচেয়ে বড় সফলতা। করোনার জন্য বই উৎসব করতে না পারলেও আজ থেকে পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হবে বলে জানান তিনি। বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমীর কান্তি দে, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহাকারী প্রধান শিক্ষক আব্দুল বারি, শিক্ষক নাজমুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু।
গোয়াইনঘাট: জাফলংয়ে যুব সমাজের উদ্যোগে প্রতিষ্ঠিত গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী সায়াদ আলি সেবা সংস্থার চেয়ারম্যান মো. লুৎফুর উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জাফলং বল্লাঘাট পাথর ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের এর সাধারণ সম্পাদক
করোনার কারণে বড় উৎসব না হলেও বছরের প্রথম দিন বই হাতে পেয়ে উল্লসিত শিক্ষার্থীরা। নতুন বই পেয়ে গতকাল শনিবার বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস। প্রতিনিধিদের পাঠানো খবর: সিলেট: সিলেট নগরীর দুটি প্রাথমিক ও দুটি উচ্চবিদ্যালয়ে সীমিত পরিসরে বই উৎসবের আয়োজন করা হয়।
নগরীর জিন্দাবাজারে সরকারি কিন্ডার গার্ডেন স্কুল, দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।সকালে সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামসহ শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এ বছর সিলেট বিভাগের চার জেলায় প্রায় ২ কোটি ৩০ লাখ ৮৭ হাজার ৮৯৬টি বই বিতরণ করা হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক জাহাঙ্গীর কবির জানান, বিভাগে এ বছর মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শাখার প্রায় ১২ লাখ ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে ১ কোটি ৫৭ লাখ ৯২ হাজার বই বিতরণ করা হবে। যার মধ্যে মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের মধ্যে ১ কোটি ১৪ লাখ ৮৭ হাজার, মাদ্রাসার জন্য ৪১ লাখ ৬০ হাজার এবং কারিগরি শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৪৪ হাজার বই বিতরণ করা হবে। ইতিমধ্যে মাধ্যমিকের প্রায় ৯০ ভাগ বই চলে এসেছে। অবশিষ্ট বইও কিছুদিনের মধ্যে চলে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ মুসলেম উদ্দিন জানান, প্রাক প্রাথমিক, প্রাথমিক ও ইবতেদায়ি শাখার প্রায় ১৩ লাখ শিক্ষার্থীর মধ্যে প্রায় ৭২ লাখ ৯৫ হাজার ৮৯৬টি বই বিতরণ করা হবে। যার মধ্যে প্রাক প্রাথমিকে ৪ লাখ ৯৬ হাজার ২৩০টি এবং প্রাথমিক ও ইবতেদায়ির শিক্ষার্থীদের মধ্যে মোট ৬৭ লাখ ৯৯ হাজার ৬৬৬টি বই বিতরণ করা হবে। প্রাথমিক ও ইবতেদায়ির জন্য মোট চাহিদার প্রায় ৮২ ভাগ বই বিতরণের জন্য প্রস্তুত রয়েছে।
বিশ্বনাথ: নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা। গতকাল রামসুন্দর সরকারি অগ্রগামি মডেল উচ্চবিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহান। এ সময় নুসরাত জাহান বলেন, বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই উপহার দেওয়া বর্তমান সরকারের সবচেয়ে বড় সফলতা। করোনার জন্য বই উৎসব করতে না পারলেও আজ থেকে পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হবে বলে জানান তিনি। বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমীর কান্তি দে, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহাকারী প্রধান শিক্ষক আব্দুল বারি, শিক্ষক নাজমুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু।
গোয়াইনঘাট: জাফলংয়ে যুব সমাজের উদ্যোগে প্রতিষ্ঠিত গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী সায়াদ আলি সেবা সংস্থার চেয়ারম্যান মো. লুৎফুর উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জাফলং বল্লাঘাট পাথর ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের এর সাধারণ সম্পাদক
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫