Ajker Patrika

কৃষকদের মধ্যে ধানের বীজ বিতরণ

লোহাগাড়া ও সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৩: ১০
কৃষকদের মধ্যে ধানের বীজ বিতরণ

চট্টগ্রামের লোহাগাড়া ও সীতাকুণ্ডে ৪ হাজার ৩৭০ জন কৃষকের মধ্যে ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার ও গত রোববার এ ধানের বীজ বিতরণ করা হয়।

জানা গেছে, গতকাল লোহাগাড়ায় ৩ হাজার ৩০০ জন কৃষকের মধ্যে বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে। এ ছাড়া ৬২০ জন কৃষকের মধ্যে বোরো উফশী ধানের বীজ বিতরণ করা হয়েছে।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ ধানের বীজ বিতরণ করা হয়েছে। বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতু ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম প্রমুখ।

এদিকে সীতাকুণ্ডে ৪৫০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে বীজ বিতরণ করা হয়েছে। গত রোববার বিকেলে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা মিলনায়তনে এ বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ দিদারুল আলম।

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর।

এ সময় আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাব সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. গেলাম মোস্তফা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত