Ajker Patrika

সাত গম্বুজের মসজিদ

মোহাম্মদ কামাল হোসেন, ঘাটাইল
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৫: ৩৬
সাত গম্বুজের মসজিদ

ঘাটাইলের ধলাপাড়া জামে মসজিদটি শত বছরের পুরনো। ১৯১৭ সালে স্থানীয় জমিদারেরা এটি নির্মাণ করেন। কারুকার্যখচিত ও নান্দনিক কাঠামোর জন্য এটি জেলার বাসিন্দাদের কাছে জনপ্রিয় হয়ে উঠে।

ঘাটাইল উপজেলা সদর থেকে ১৪ কিলোমিটার দূরে বংশাই নদীর পাড়ে মসজিদটি অবস্থিত। এর নামফলক থেকে জানা গেছে, ১৩২৩ বঙ্গাব্দ বনাম ইংরেজি ১৯১৭ সালে এটি নির্মাণ করা হয়। তৎকালীন ধলাপাড়ার জমিদার ছমির উদ্দিন চৌধুরী এটি নির্মাণ করেন।

মসজিদটিতে রয়েছে সাতটি গম্বুজ। মূল অংশের ওপরে রয়েছে তিনটি গম্বুজ। মাঝের গম্বুজটি একটু বড়। বারান্দায় রয়েছে আরও চারটি ছোট আকারের গম্বুজ। এর পাশে একটি সুউচ্চ মিনার ও ঈদগাহ মাঠ রয়েছে।

স্থানীয় প্রত্নতত্ত্ব গবেষক আবু সালেহ মো. জাকারিয়ার ‘ঘাটাইলের কিংবদন্তী’ বইয়ের তথ্যমতে, মসজিদটির গম্বুজ মোগল আমলের মসজিদের স্থাপত্যরীতির সঙ্গে মিল রয়েছে। মসজিদটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৫৪ ও ৪০ ফুট। প্রতিটি দেয়ালের পুরুত্ব আনুমানিক সাড়ে তিন ফুট। মসজিদের মূল অংশে ও বারান্দায় রয়েছে পাঁচটি করে দরজা। এর ওপর রয়েছে লোহার খাঁচকাটা কারুকাজ। পশ্চিমের দেয়ালের কারুকাজগুলো অন্য পাশের দেয়াল থেকে ভিন্ন। এটি সহজে মুসল্লিদের দৃষ্টি কাড়ে।

মসজিদ নির্মাণে ব্যবহার করা হয়েছে চুন, সুরকি ও সাদা সিমেন্ট। মিনারের পাশে মুসল্লিদের অজু ও গোসলের ব্যবস্থার জন্য একটি পুকুরও খনন করা হয়েছে। মসজিদটিতে একসঙ্গে আনুমানিক ২০০ জন নামাজ আদায় করতে পারেন।

মসজিদটি সম্প্রতি সংস্কার করা হয়েছে। জমিদার ছমির উদ্দিন চৌধুরীর বংশধর ধলাপাড়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ববিন হায়দার চৌধুরীর উদ্যোগে এই সংস্কার কাজ করা হয়।

ববিন হায়দার চৌধুরী বলেন, ‘মসজিদের মূল কারুকাজ ঠিক রেখে সংস্কার করা হয়েছে। ফলে প্রাচীন এই স্থাপনাটি আরও অনেক দিন টিকে থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত