Ajker Patrika

বিপন্ন বন্য প্রাণী রক্ষার অঙ্গীকার তরুণদের

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৪: ৩১
বিপন্ন বন্য প্রাণী রক্ষার অঙ্গীকার তরুণদের

আজ বিশ্ব বন্য প্রাণী দিবস। এ দিনে বিপন্ন বন্য প্রাণী রক্ষার অঙ্গীকার করেন বন্য প্রাণী নিয়ে কাজ করা পটুয়াখালীর সামাজিক সংগঠন ‘অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী’র সদস্যরা।

জানা গেছে, ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর ‘অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী’ সংগঠনটি যাত্রা শুরু করে। প্রথমে দুজন সদস্য নিয়ে যাত্রা শুরু হয়। তাঁরা হলেন শামিম আহমেদ ও জাহিদুল ইসলাম। বর্তমানে তাঁদের সদস্য সংখ্যা ৩৫। সংগঠনটির সভাপতি নওশিন আফরোজ বলেন, ‘আমরা এখন বন্য প্রাণীর জন্য শেল্টার হোম করতে চাই। যেখানে অসুস্থ প্রাণীদের রেখে চিকিৎসা করে সুস্থ করে আবার তাদের পরিবেশে ফিরিয়ে দিতে পারি। পটুয়াখালীতে সবার প্রচেষ্টায় বন্য প্রাণীসহ অন্যান্য প্রাণীর জন্য নিরাপদ অভয়াশ্রম গড়ে তুলব।’

প্রতিদিন উজাড় হচ্ছে বনভূমি। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিলীন হচ্ছে বনাঞ্চল। ফলে বনের প্রাণীরা আশ্রয় হারিয়ে লোকালয়ে এসে মারা পড়ছে কিংবা আটক হচ্ছে। এর ফলে বিপন্ন ও বিলুপ্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী। প্রতিবছরের মতো এ বছরও ‘বিপন্ন বন্য প্রাণী রক্ষা করি, পরিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি’ প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালন করছেন তাঁরা।

সংগঠনটি বিভিন্ন বন্য প্রাণী আটকের খবর পেয়ে গত তিন বছরে বন বিভাগের সহায়তায় ২৯৩টি বিভিন্ন প্রজাতির প্রাণী উদ্ধার করে চিকিৎসা দিয়ে আবার জঙ্গলে অবমুক্ত করেন। এগুলোর মধ্যে ৯৯টি বিষধর সাপ ও ৪টি নির্বিষ সাপ, ৬টি মেছো বিড়াল, বেজি ৩টি, সামুদ্রিক ভোঁদর ১টি, কচ্ছপ ১১টি, বানর ২টি, বনবিড়াল ১২টি, শিয়াল ১টি, ৮৭টি দেশি তিলা ঘুঘু, ২টি নীলকণ্ঠ বা রাজঘুঘু, ৮টি টিয়া পাখি, ১টি ময়না পাখি, ২টি কাঠবিড়ালি, ৩টি প্যাঁচা, ১৪টি ডাহুক, ৭টি কালিম, ৪টি বালিহাঁস, ২টি মাছরাঙা, ১টি গুইসাপ, ৭টি চড়ুই ও ১৫টি শালিক। এ ছাড়া বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী, দেশি ও পরিযায়ী পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়।

এদিকে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট ও উপকূলীয় বন বিভাগ পটুয়াখালীর মাধ্যমে সংগঠনটিতে বর্তমানে ২৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক রয়েছেন। স্বেচ্ছাসেবীরা বন্য প্রাণী, দেশি ও পরিযায়ী পাখি রক্ষায় পটুয়াখালীর বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সেমিনার ও পথসভা করে মানুষকে সচেতন করে যাচ্ছেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা শামিম আহমেদ বলেন, ‘আমরা পটুয়াখালীসহ সারা দেশের মানুষের কাছে অনুরোধ করব, মালিকানাহীন কুকুর, বিড়াল, বন্য প্রাণীসহ অন্য সব প্রাণীকে আমাদের নিজেদের স্বার্থে বাঁচিয়ে রাখতে হবে। সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। তাই প্রকৃতির সব প্রাণী ও তাদের আবাসস্থল রক্ষা করতে হবে। পৃথিবী শুধু মানুষের জন্য নয়, সব প্রাণীর জন্য।’

উপকূলীয় বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ‘স্বেচ্ছাসেবী সংগঠনটি কিছু ছাত্রছাত্রী নিয়ে গঠিত। তাঁরা বন্য প্রাণী রক্ষা ও বন্য প্রাণী উদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদের সহায়তায় আমরা গত ৬ মাসে ১৮টি অভিযান পরিচালনা করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত