Ajker Patrika

জট এড়াতে অলিগলিতে যান ভোগান্তিতে পথচারীরা

মৌলভীবাজার প্রতিনিধি
Thumbnail image

মৌলভীবাজার পৌরশহরের বিভিন্ন পাড়া-মহল্লার অলিগলিতে হঠাৎ বেড়েছে সিএনজিচালিত অটোরিকশার চলাচল। সরু গলিতে যত্রতত্র পার্কিংয়ের কারণে চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের। এ ভোগান্তি থেকে মুক্তির দাবি সচেতন মহলের।

এদিকে গাড়ির চালকেরা জানান, প্রধান সড়কে যানজট থাকায় সময় বাঁচাতে বিকল্প পথে তাঁরা এসব গলিতে চলাচল করেন। পৌর শহরের শান্তিবাগ, মুসলিম কোয়ার্টার, মধ্যপাড়া, কাশিনাথ রোড, গির্জাপাড়াসহ বিভিন্ন পাড়া-মহল্লার অলিগলিতে সকাল থেকে রাত পর্যন্ত অটোরিকশা চলাচল করে।

এলাকাবাসী ও যাত্রীদের অভিযোগ অনেকে অটোরিকশা, টমটম ও মোটরসাইকেলের বৈধ কাগজপত্র নেই। তাই মূল সড়কের পুলিশ চেকপোস্ট এড়িয়ে যাওয়ার জন্য বিভিন্ন পাড়া-মহল্লার অলিগলি তাঁরা ব্যবহার করেন।

অটোরিকশার চালক জামাল মিয়া বলেন, ‘যাত্রীদের তাড়াহুড়োর ফলে অনেক সময় গলির ভেতরের সড়ক আমাদের ব্যবহার করতে হয়।’ আরেক অটোরিকশার চালক আব্দুল্লাহ বলেন, ‘চাঁদনীঘাট থেকে কুসুমবাগ যেতে বর্তমানে মূল সড়কে সময় লাগে ২০ থেকে ২৫ মিনিট। পাড়ার ভেতর দিয়ে গেলে অন্তত ১০ মিনিট সময় বাঁচে। এতে যাত্রীরাও খুশি।’

টমটমচালক হাসান আলী বলেন, ‘সময় একটু বেশি লাগলেও বিভিন্ন পাড়ার রাস্তা দিয়েই যাই। প্রধান সড়কে সব সময়ই জ্যাম থাকে।’সৈয়ারপুরের বাসিন্দা রহমান আলী জানান, টমটম শহরের যত্রতত্র পার্কিং করে বড় যানজটের সৃষ্টি করে।

গির্জাপাড়ার বাসিন্দা মহসিন বলেন, ‘আমাদের এলাকার ছোট সড়কটি দেখলে মনেই হবে না যে এটি একটি পাড়ার কোনো সড়ক। সকাল থেকে রাত পর্যন্ত যানবাহন দ্রুত গতিতে চলছেই।’

সমাজকর্মী আবু হাসান জিল্লুল বলেন, অবৈধ পার্কিংয়ের কারণে ছোট এই শহরে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। ঈদের বাজার চলছে। শহরের সেন্ট্রাল রোড আর পশ্চিম বাজারকে ঘিরে চলে এই বাজার। প্রশাসন নজর দিলে শহরের যানজট নিরসন সম্ভব।

অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, জেলা পুলিশের পক্ষ থেকে অবৈধ গাড়ি স্ট্যান্ড উচ্ছেদ, ফুটপাত দখল মুক্ত করা এবং কাগজ, নম্বরপ্লেট ও ড্রাইভিং লাইসেন্সবিহীন যাঁরা বিভিন্ন যানবাহন চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঈদে অভিযান বাড়ানো হবে এবং যানজট নিরসনের কাজ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত