Ajker Patrika

স্তূপের লাশ উদ্ধারে গিয়ে নিজেই লাশ হন সুমন

পঞ্চগড় প্রতিনিধি
স্তূপের লাশ উদ্ধারে গিয়ে নিজেই লাশ হন সুমন

আওয়ামী লীগ সরকারের পতনের দিন গত ৫ আগস্ট ঢাকার অদূরে আশুলিয়া থানার প্রধান ফটকের সামনে নির্বিচার গুলিবর্ষণ, গুলিবিদ্ধ লাশের স্তূপে পুলিশের আগুনের খবর শুনে লাশ উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন শত শত মানুষ। সেই দলে ছিলেন সুমন ইসলামও (২১)। এরই মধ্যে পুলিশের করা গুলি এসে লাগে সুমনের মাথায়। এতে নিহত হন তিনি। 

সেই দিন সুমনের সঙ্গে ছিলেন বন্ধু সোলেমান ইসলাম। তিনি বলেন, ‘পুলিশ আমাদের দিকে বৃষ্টির মতো গুলি শুরু করে। আমি দৌড়ে পালাতে পারলেও সুমন পালাতে পারেনি। গুলি লেগে সে সেখানেই পড়ে যায়। পরে এসে আমি খোঁজ করলে তাকে পাইনি, মোবাইলে ভিডিও দেখে জানতে পারি, তাকে সেনাবাহিনীর গাড়িতে তুলে দেওয়া হয়েছে গুলি লাগার পর। তার লাশ ৭ আগস্ট ঢাকা মেডিকেলে পাওয়া যায়। লাশ পাওয়ার পর দেখা যায়, মাথায় গুলির এবং শরীরে রাবার বুলেটের অসংখ্য ক্ষতচিহ্ন। ৮ আগস্ট গ্রামের বাড়িতে এনে দাফন করা হয় সুমন ইসলামের লাশ।’

নিহত সুমন ইসলাম পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের আমিন নগর এলাকার হামিদ আলীর ছেলে। চার ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। 

পরিবার সূত্রে জানা গেছে, সুমন ইসলাম পঞ্চগড়ের সাকোয়া ফাজিল মাদ্রাসায় প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। সুমনের বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ হওয়ায় অভাবের সংসারে হাল ধরতে পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্য ঢাকায় ইপিজেড ঢাকা রপ্তানি প্রতিষ্ঠানে কাজ নিয়েছিলেন তিন বছর আগে। সংসারের সব দায়িত্ব ছিল সুমনের। একমাত্র কর্মক্ষম সদস্যকে হারিয়ে নির্বাক পরিবারের সদস্যরা।

গতকাল সোমবার বিকেলে সুমনদের বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলের জন্য কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে বৃদ্ধ বাবা হামিদ আলী ও মা কাজলী বেগমের। নিজেদের ভিটেবাড়ির ৪ শতাংশ জমি ছাড়া আর কিছু না থাকায় সংসার চালানো নিয়ে কপালে চিন্তার ভাঁজ। 
হামিদ আলী বলেন, ‘আমার ছেলে অভাবের সংসারের হাল ধরতে ঢাকায় গেছে চাকরি করতে। আন্দোলনে গুলি লেগে আমার ছেলে মারা যায়। ওই দিন থেকে আমার সব শেষ হয়ে গেছে। আমার তো চলার মতো আর রাস্তা নাই। কীভাবে চলব এই বৃদ্ধ বয়সে। সংসার চালানোর আর কেউ রইল না।’

সুমনের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মানুষ মানুষের সঙ্গে এমন আচরণ করতে পারে, তা দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। দেশ যেন শান্তিতে থাকে। আমার সন্তান হারাইছে, অন্য মায়ের আর কোনো সন্তান যেন না হারায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত