Ajker Patrika

অর্ধেক বাস ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৩
অর্ধেক বাস ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ

সারা দেশে যানবাহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর ও নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। পরে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কাছে তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি দেয়।

গতকাল মঙ্গলবার সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে জেলা শহর মাইজদীর টাউনহল মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনকারীরা জানায়, কর্মসূচি পালন উপলক্ষে সকাল থেকে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টাউন হলের মোড়ে জড়ো হতে থাকে। পরে তাদের দাবি সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধন-সমাবেশ করা হয়।

প্রায় আধা ঘণ্টার মানববন্ধন-সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের আবদুল মালেক উকিল সড়ক ঘোরে। শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায়।

মানববন্ধন-সমাবেশে দেওয়া বক্তব্যে শিক্ষার্থীরা শুধু ঢাকা নয়, সারা দেশে যানবাহনে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর ও নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি জানায়। এ সময় তারা বলে, অর্ধেক ভাড়া কোনো ভিক্ষা নয়। এটি শিক্ষার্থীদের অধিকার। গরিব শিক্ষার্থী শুধু ঢাকায় থাকে না, সারা দেশের জেলা-উপজেলায় গরিব শিক্ষার্থী রয়েছে। তাই সারা দেশে সব যানবাহনে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া কার্যকরের দাবি জানায় তারা।

শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলে, আজ ঘর থেকে সড়কে বের হলে নিরাপদে বাড়ি ফিরতে পারার নিশ্চয়তা নেই। সড়কে বিশৃঙ্খলার কারণে প্রতিদিনই অনেক তাজা প্রাণ ঝরে যাচ্ছে। কিন্তু সড়ক দুর্ঘটনা রোধে সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই। সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি জানায় তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত