Ajker Patrika

নোয়াখালীতে রোহিঙ্গাসহ দুই যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৩: ১০
নোয়াখালীতে রোহিঙ্গাসহ দুই যুবক আটক

নোয়াখালী জেলা শহর মাইজদী বাজার এলাকা থেকে এক রোহিঙ্গাসহ দুই যুবককে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

গত বুধবার রাতে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা ব্যক্তিরা হলেন কক্সবাজার জেলার উখিয়া থানার ৯ নম্বর বালুখালী ক্যাম্পের ৩ নম্বর ব্লকের আবুল ফয়েজের ছেলে রোহিঙ্গা যুবক ফয়সাল (২৬) ও উখিয়া এলাকার জাফর আহমদের ছেলে মো. মামুন (২৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় নোয়াখালীর মাইজদী বাজার এলাকার বিভিন্ন দোকানে ঢুকে সন্দেহজনক আচরণ করেছিলেন ওই দুই যুবক। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁদের দুজনকে আটক করা হয়। পর বিষয়টি থানায় জানানো হয়। খবর পেয়ে থানা থেকে পুলিশ গিয়ে তাদের দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, আটক ব্যক্তিদের মধ্যে ফয়সাল রোহিঙ্গা। ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে তাঁরা শহরের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করছিলেন।

জাকির হোসেন আরও জানান, রোহিঙ্গা যুবক ফয়সালকে কর্তৃপক্ষের মাধ্যমে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তর করা হবে। অপর যুবক মো. মামুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত