Ajker Patrika

পবায় আ.লীগ ৫, স্বতন্ত্র ২

পবা প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৬: ৩৫
পবায় আ.লীগ ৫, স্বতন্ত্র ২

রাজশাহীর পবা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত পাঁচজন এবং দুজন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। আওয়ামী লীগের পাঁচ চেয়ারম্যানের মধ্যে একজন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

পবায় মোট ইউনিয়ন আটটি। এর মধ্যে সীমানা-সংক্রান্ত জটিলতায় ৬ নম্বর হরিয়ান ইউনিয়নের ভোট হয়নি। ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে রোববার পবার অন্য সাত ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক ফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, পবার ১ নম্বর দর্শনপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪ হাজার ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহাদাত হোসেন সাব্বির। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী কামরুল হাসান রাজ পেয়েছেন ২ হাজার ৯৮৬ ভোট।

২ নম্বর হুজরিপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা ৮ হাজার ৮৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম পেয়েছেন ৭ হাজার ৭৮৯ ভোট। ৩ নম্বর দামকুড়া ইউনিয়নে নৌকার রফিকুল ইসলাম ৪ হাজার ১৬৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুস সালাম পেয়েছেন ৩ হাজার ৪৯৫ ভোট।

৪ নম্বর হরিপুর ইউনিয়নে নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিনি বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। ৫ নম্বর হড়গ্রাম ইউনিয়নে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ৬ হাজার ৯৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তাঁর নিকটতম আরেক স্বতন্ত্র প্রার্থী আবু আসলাম ৫ হাজার ২৩৪ ভোট পেয়েছেন। এখানে নৌকার প্রার্থী ফারুক হোসেন ৩ হাজার ৯৩৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

৭ নম্বর বড়গাছি ইউনিয়নে নৌকার শাহাদাত হোসেন সাগর ১১ হাজার ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা সোহেল রানা পেয়েছেন ৯ হাজার ৬১৩ ভোট। তিনি বড়গাছি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

৮ নম্বর পারিলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাঈদ আলী মোর্শেদ ১২ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আরেক ‘বিদ্রোহী’ প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সাইফুল বারী ভুলু পেয়েছেন ৭ হাজার ৫১৩ ভোট।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামানিক জানান, নির্বাচনে গড়ে ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। ভোটের ফল নিয়ে কোনো প্রার্থী অভিযোগ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত