অনলাইন ডেস্ক
ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতি সমর্থন জানিয়ে এটিকে পশ্চিমা মিত্রদের জন্য ‘একটি সেবা’ বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্ৎস।
কানাডায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনের ফাঁকে জার্মান সম্প্রচারমাধ্যম জেডডিএফকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যার্ৎস বলেন, ‘এই নোংরা কাজটাই ইসরায়েল আমাদের সবার হয়ে করছে।’
ম্যার্ৎস আরও বলেন, ‘আমরাও এই শাসনের শিকার। এই মোল্লাতন্ত্র বিশ্বজুড়ে মৃত্যু ও ধ্বংস ডেকে এনেছে। আমি শুধু এটুকুই বলতে পারি, ইসরায়েলি সেনাবাহিনী ও নেতৃত্ব যে সাহস দেখিয়েছে, তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা।’
জি৭ সম্মেলনে জার্মানির ওয়েল্ট টিভিকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ম্যার্ৎস দাবি করেন, ইরানের ওপর ইসরায়েলের হামলাগুলো দেশটির নেতৃত্বের পতনের দিকে ঠেলে দিতে পারে।
ম্যার্ৎসের ভাষায়, গত কয়েক দিনের হামলায় মোল্লাতন্ত্রের শক্তি ইতিমধ্যে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের আগের অবস্থানে ফেরার খুব একটা সম্ভাবনা নেই। তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।
এদিকে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। তাদের বেশির ভাগই সাধারণ নাগরিক। ইসরায়েলের দাবি, তাদের ভূখণ্ডে ইরানের হামলায় ২৪ জন বেসামরিক লোক নিহত হয়েছে।
উল্লেখ্য, জার্মানি দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রধান সমর্থকদের একজন। এমনকি দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উত্থাপনের সময়ও জার্মানি প্রকাশ্যে ইসরায়েলের পক্ষ নিয়েছে।
ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতি সমর্থন জানিয়ে এটিকে পশ্চিমা মিত্রদের জন্য ‘একটি সেবা’ বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্ৎস।
কানাডায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনের ফাঁকে জার্মান সম্প্রচারমাধ্যম জেডডিএফকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যার্ৎস বলেন, ‘এই নোংরা কাজটাই ইসরায়েল আমাদের সবার হয়ে করছে।’
ম্যার্ৎস আরও বলেন, ‘আমরাও এই শাসনের শিকার। এই মোল্লাতন্ত্র বিশ্বজুড়ে মৃত্যু ও ধ্বংস ডেকে এনেছে। আমি শুধু এটুকুই বলতে পারি, ইসরায়েলি সেনাবাহিনী ও নেতৃত্ব যে সাহস দেখিয়েছে, তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা।’
জি৭ সম্মেলনে জার্মানির ওয়েল্ট টিভিকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ম্যার্ৎস দাবি করেন, ইরানের ওপর ইসরায়েলের হামলাগুলো দেশটির নেতৃত্বের পতনের দিকে ঠেলে দিতে পারে।
ম্যার্ৎসের ভাষায়, গত কয়েক দিনের হামলায় মোল্লাতন্ত্রের শক্তি ইতিমধ্যে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের আগের অবস্থানে ফেরার খুব একটা সম্ভাবনা নেই। তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।
এদিকে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। তাদের বেশির ভাগই সাধারণ নাগরিক। ইসরায়েলের দাবি, তাদের ভূখণ্ডে ইরানের হামলায় ২৪ জন বেসামরিক লোক নিহত হয়েছে।
উল্লেখ্য, জার্মানি দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রধান সমর্থকদের একজন। এমনকি দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উত্থাপনের সময়ও জার্মানি প্রকাশ্যে ইসরায়েলের পক্ষ নিয়েছে।
ইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে সাম্প্রতিক সময়ে ঘন ঘন অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণকে ‘অস্বাভাবিক ও বিপজ্জনক’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য। এসবের মধ্যে অন্তত কিছু ঘটনার জন্য তিনি ইসরায়েলের সম্ভাব্য তৎপরতাকে দায়ী করেছেন।
৫ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সিডনিতে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আজ রোববার (৩ আগস্ট) লাখো মানুষ অংশ নিয়েছেন ফিলিস্তিনপন্থী একটি বিক্ষোভে। ‘মার্চ ফর হিউম্যানিটি’ নামে এই বিক্ষোভ মিছিল বিখ্যাত সিডনি হারবার ব্রিজের ওপর অবস্থান নেয়। অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের অনুমোদনের ভিত্তিতে শেষ মুহূর্তে এই মিছিলের বৈধতা দেয়
৬ ঘণ্টা আগেভারতে একটি সরকারি চিঠিতে বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। দিল্লির লোদী কলোনি থানার পুলিশ আধিকারিক অমিত দত্ত সম্প্রতি বঙ্গভবনের অফিসার-ইন-চার্জকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতেই বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
৭ ঘণ্টা আগেজেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের কর্মকাণ্ডকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে সতর্ক করেছে—এ ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলজুড়ে সংঘাতের আগুনে ঘি ঢেলে দেবে।
৭ ঘণ্টা আগে