Ajker Patrika

ছয় বছর ধরে বেতন পাচ্ছেন না কলেজশিক্ষক জিয়াউর

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২২, ১৯: ০৩
Thumbnail image

নওগাঁর সাপাহারে এমপিওভুক্তি নিয়ে জটিলতার কারণে ছয় বছর ধরে বেতন-ভাতা পাচ্ছেন না কলেজের প্রভাষক জিয়াউর রহমান। এ কারণে পরিবারের সদস্যদের নিয়ে আর্থিক সংকটে পড়েছেন তিনি। অথচ তিনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে বিধি অনুযায়ী নিয়োগ পেয়েছেন।

জিয়াউর রহমান নওগাঁর সাপাহার উপজেলার চৌধুরী চান মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি শাখায় রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হিসেবে কর্মরত।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৫ সালে কলেজের গভর্নিং বডির সভায় রেজুলেশনের মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক পদটি শূন্য ঘোষণা করা হয়। এরপর কলেজ কর্তৃপক্ষ ওই পদে শিক্ষক চেয়ে চাহিদাপত্র পাঠায়। চাহিদা অনুযায়ী, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করা জিয়াউর রহমানকে নিয়োগ দেওয়ার জন্য এনটিআরটিএ সুপারিশ করে।

সুপারিশ অনুযায়ী, ২০১৬ সালের ২৪ অক্টোবর জিয়াউরকে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালের ৯ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কাছে কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে এমপিওর (মাসিক বেতনের সরকারি অংশ) জন্য আবেদন করেন জিয়াউর।

এরপর জিয়াউর খোঁজ নিয়ে জানতে পারেন, কলেজের স্নাতক (সম্মান) শাখার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সৃষ্টপদে নিয়োগ পাওয়া শিক্ষক আবদুল হালিম এইচএসসি শাখায় এমপিওভুক্তির পদ সমন্বয় প্রাপ্তির আদেশ চেয়ে হাইকোর্টে রিট করেন। পরে জনবলকাঠামো অনুযায়ী এমপিওভুক্তির বিষয়টি নিষ্পত্তি করার জন্য মাউশিকে নির্দেশ দেন আদালত। সেই নির্দেশনা অনুযায়ী, হালিমের এমপিওভুক্তির পদ সমন্বয় করে এইচএসসি শাখার প্রভাষক হিসেবে নিয়োগ দেয় মাউশি।

জানতে চাইলে জিয়াউর বলেন, ‘মাউশির প্রধান কার্যালয় থেকে আমার এমপিওভুক্তির জটিলতা এবং আব্দুল হালিমের নিয়োগের বৈধতা বিষয়ে তদন্তের জন্য মাউশি রাজশাহী অঞ্চলের উপপরিচালককে (কলেজ) চিঠি দেওয়া হয়েছে। কিন্তু বিষয়টি তদন্ত করে কোনো প্রতিবেদন পাঠানো হয়নি।’

কলেজের অধ্যক্ষ আবু এরফান আলী বলেন, কলেজ থেকে জিয়াউর রহমানের এমপিওভুক্তির জন্য আবেদন পাঠানো হয়েছিল। আদালতের আদেশের জন্য তাঁর এমপিও হচ্ছে না।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কার্যালয়ের উপপরিচালক মো. মাহবুবুর রহমান শাহ্ বলেন, ‘ঘটনাটি দীর্ঘদিন আগের। বিষয়টি আমার জানা নেই। এ-সংক্রান্ত কোনো চিঠিও পাইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত