কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
দরপত্র ছাড়াই কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত আবাসিক ভবন ভাঙার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ভাঙা ভবনের ইট দিয়ে নতুন ভবনের প্রবেশপথ তৈরি করারও অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার যদুবয়রা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কেন্দ্রে নবনির্মিত দ্বিতল ভবনে প্রবেশের জন্য নতুন রাস্তা নির্মাণ চলছে। দুজন শ্রমিক নতুন ভবনের সামনে ও রাস্তা সংলগ্ন পরিত্যক্ত ভবন ভাঙার কাজ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, ‘প্রকৌশলী, ডাক্তার ও ঠিকাদারের নির্দেশে পরিত্যক্ত ভবন ভাঙা হচ্ছে। ভাঙা ভবনের ইট নতুন রাস্তা নির্মাণে ব্যবহার করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘পরিত্যক্ত আবাসিক ভবনের একটি রুম ও দুটি বাথরুম ভাঙা হয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে আধুনিক স্বাস্থ্য কেন্দ্রের ভবন নির্মাণ করা হয়েছে। ভবনে প্রবেশ পথের জন্য দরপত্র ছাড়ায় পরিত্যক্ত আবাসিক ভবনটি ভাঙা হচ্ছে। কিন্তু ভাঙা ভবনের ইট, লোহা ও অংশবিশেষ কোথায় যাচ্ছে তা জানা যায়নি।
এ বিষয়ে ঠিকাদার আতিয়ার রহমান বলেন, ‘সবকিছু অফিসের নিয়মে হয় না। রাস্তা নির্মাণের জন্য আনঅফিশিয়াল অনুমতি নিয়ে ভবন ভাঙা হচ্ছে। ভাঙা অংশ এখানেই আছে। এ নিয়ে মাতামাতির কি আছে। ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলতে হবে।’
কুষ্টিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইব্রাহীম মো. তৈমুরের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি। তবে উপসহকারী প্রকৌশলী মো. সুমন আলী বলেন, যদুবয়রা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিত্যক্ত আবাসিক ভবন আমাদের অন্তর্ভুক্ত না। এ বিষয়ে আমাদের করণীয় কিছু নেই।
বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি যদুবয়রা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সহকারী মেডিকেল অফিসার মিজানুর রহমান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আকুল উদ্দিন বলেন, ‘আমি অনেক দিন ছুটিতে ছিলাম। ভবন ভাঙার বিষয়ে কিছু জানি না। একাধিকবার পরিত্যক্ত ভবনগুলো অপসারণের জন্য ইঞ্জিনিয়ারিং বিভাগে আবেদন করেছি। দরপত্র হয়েছে কি না জানা নেই।’
দরপত্র ছাড়াই কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত আবাসিক ভবন ভাঙার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ভাঙা ভবনের ইট দিয়ে নতুন ভবনের প্রবেশপথ তৈরি করারও অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার যদুবয়রা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কেন্দ্রে নবনির্মিত দ্বিতল ভবনে প্রবেশের জন্য নতুন রাস্তা নির্মাণ চলছে। দুজন শ্রমিক নতুন ভবনের সামনে ও রাস্তা সংলগ্ন পরিত্যক্ত ভবন ভাঙার কাজ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, ‘প্রকৌশলী, ডাক্তার ও ঠিকাদারের নির্দেশে পরিত্যক্ত ভবন ভাঙা হচ্ছে। ভাঙা ভবনের ইট নতুন রাস্তা নির্মাণে ব্যবহার করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘পরিত্যক্ত আবাসিক ভবনের একটি রুম ও দুটি বাথরুম ভাঙা হয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে আধুনিক স্বাস্থ্য কেন্দ্রের ভবন নির্মাণ করা হয়েছে। ভবনে প্রবেশ পথের জন্য দরপত্র ছাড়ায় পরিত্যক্ত আবাসিক ভবনটি ভাঙা হচ্ছে। কিন্তু ভাঙা ভবনের ইট, লোহা ও অংশবিশেষ কোথায় যাচ্ছে তা জানা যায়নি।
এ বিষয়ে ঠিকাদার আতিয়ার রহমান বলেন, ‘সবকিছু অফিসের নিয়মে হয় না। রাস্তা নির্মাণের জন্য আনঅফিশিয়াল অনুমতি নিয়ে ভবন ভাঙা হচ্ছে। ভাঙা অংশ এখানেই আছে। এ নিয়ে মাতামাতির কি আছে। ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলতে হবে।’
কুষ্টিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইব্রাহীম মো. তৈমুরের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি। তবে উপসহকারী প্রকৌশলী মো. সুমন আলী বলেন, যদুবয়রা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিত্যক্ত আবাসিক ভবন আমাদের অন্তর্ভুক্ত না। এ বিষয়ে আমাদের করণীয় কিছু নেই।
বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি যদুবয়রা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সহকারী মেডিকেল অফিসার মিজানুর রহমান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আকুল উদ্দিন বলেন, ‘আমি অনেক দিন ছুটিতে ছিলাম। ভবন ভাঙার বিষয়ে কিছু জানি না। একাধিকবার পরিত্যক্ত ভবনগুলো অপসারণের জন্য ইঞ্জিনিয়ারিং বিভাগে আবেদন করেছি। দরপত্র হয়েছে কি না জানা নেই।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫