Ajker Patrika

সেতু ভাঙা, দুর্ঘটনার ঝুঁকি

লালমোহন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১০: ৫৭
সেতু ভাঙা, দুর্ঘটনার ঝুঁকি

লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের বাংলাবাজার ও রমাগঞ্জ ইউনিয়নের মধ্যে লালন খালের ওপরের সেতুটির পাটাতন ভেঙে গেছে। এ কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। তবুও জীবনের ঝুঁকি নিয়ে চলছে রিকশা, অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেল।

জানা যায়, সেতুটির মাঝখানে প্রায় ৩ বছর আগে ভেঙে যায়। স্থানীয়রা সেতুটির ওপর কাঠ দিয়ে কোনোরকমে চলাচল করছেন। ভাঙা সেতুটির কাঠের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে রিকশা, ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে সেতুটির ওপর দিয়ে চলাচল করছে।

পূর্ব চর উমেদের স্থানীয় বাসিন্দা মুছা বলেন, ‘আমি প্রতিবন্ধী। একবার রিকশা নিয়ে যাওয়ার সময় রিকশা পড়ে যায়। এতে আমার মোবাইল ফোন খালের মধ্যে পড়ে গেছে। আমি আঘাতপ্রাপ্ত হয়েছি।’

রমাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হারুন অর রশিদ বলেন, ‘প্রতিনিয়ত এই সেতু দিয়ে কয়েক শ মানুষ আসা-যাওয়া করে। রমাগঞ্জ ৯ নম্বর ওয়ার্ডের মানুষজন প্রতিনিয়ত বাংলাবাজারে সব কাজে বাজারে আসতে হয় সেতুটির ওপর দিয়ে। ঝুঁকি নিয়ে আসা-যাওয়ার পথে সেতুটি ভাঙার কারণে অনেকে মানুষ বিভিন্ন দুর্ঘটনার পতিত হয়েছেন। আমি নিজেও ভাঙা জায়গায় পরে মারাত্মক আহত হয়েছি।’ তিনি বলেন, ‘আমরা শুনেছি, সেতুটির দরপত্র (টেন্ডার) হয়েছে অনেক আগেই। কিন্তু ঠিকাদার কেন এখনো কাজ শুরু করেননি জানি না। কবে শুরু করবেন তাও জানি না।’

চরভূতা ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের পাট ওয়ারী বাড়ির রিয়াদ উদ্দিন রাসেল বলেন, ‘এই সেতুটি ২ ইউনিয়নের একমাত্র সংযোগ মাধ্যম। প্রতিদিন শত শত মানুষ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এই সেতু দিয়ে মারাত্মক ঝুঁকি নিয়ে আসা-যাওয়া করে। বড় কোনো দুর্ঘটনা না ঘটার আগেই সেতুটি ভেঙে নতুন করে নির্মাণ করা উচিত।’

বাংলাবাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী আরজু, আহাদ, শাকিল, সুরাইয়া জানায়, সেতুর মাঝে ভাঙা। এই সেতু দিয়ে যাতায়াত করতে তাদের অনেক ভয় লাগে।

লালমোহন উপজেলা প্রকৌশলী বিল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আয়রন সেতু নির্মাণ প্রকল্প ও অনূর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে খুব শিগগিরই কাজ শুরু করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ছোট্ট শিশুটির বড় বিপদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত