Ajker Patrika

নির্বাচনের আমেজ নেই আছে সংঘর্ষের শঙ্কা

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৭: ২১
নির্বাচনের আমেজ নেই আছে সংঘর্ষের শঙ্কা

চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউপির নির্বাচন আজ বৃহস্পতিবার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপারে ভোট দেবেন ভোটাররা। নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় এবার নির্বাচনী আমেজ কম চাঁদপুরে। তবে সদস্য প্রার্থীদের ঘিরে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা লক্ষ করা যাচ্ছে। এতে প্রতিটি ইউপিতে কিছুটা সংঘর্ষেরও আশঙ্কা দেখা দিয়েছে।

ইতিমধ্যে গত মঙ্গলবার রাতে চাঁদপুর সদর উপজেলার ১ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৭ জন আহত হয়েছে। এ ছাড়া নির্বাচনের দিন সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। প্রতিটি ইউপির একাধিক ওয়ার্ডে এমন আশঙ্কা তীব্রতর। পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীও ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ১৯ জন ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন র‍্যাব, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে ৫ জন পোশাকধারী পুলিশ, ১৭ জন আনসার সদস্য স্থায়ী টহলে থাকবে। থাকবে পুলিশের বাড়তি স্ট্রাইকিং ফোর্স।

এর আগে নির্বাচনকে ঘিরে কয়েক দিন ধরে বিভিন্ন ইউপির চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের ব্যাপক প্রচার করতে দেখা গেছে। গত মঙ্গলবার মধ্যরাতে প্রচার শেষ হয়েছে। বুধবার নির্বাচনী সামগ্রী নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছেন নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

চাঁদপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা সদরের ৯টি ইউপিতে সর্বমোট ৩৭৬ জন প্রার্থী প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩১ জন, সাধারণ সদস্য পদে ২৭৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭০ জন প্রার্থী রয়েছেন।

তবে এর মধ্যে ৭ নম্বর তরপুরচণ্ডী ও ৫ নম্বর রামপুর ইউপির নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই ১০ ইউপির মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯৭ হাজার ৩৯৫ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৮৯ হাজার ৬৬০ জন। ৯টি ইউপির মোট ভোটকেন্দ্র ৯৬টি, মোট ভোট কক্ষ রয়েছে ৫৪৮টি, মোট অস্থায়ী কেন্দ্র ১০৬টি।

চাঁদপুর জেলা নির্বাচন অফিসার তোফায়েল হোসেন জানান, নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ৩ প্লাটুন র‍্যাব, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে ৫ জন পোশাকধারী পুলিশ, ১৭ জন আনসার সদস্য স্থায়ী টহলে থাকবে। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে ৫ জন পুলিশ ও ১৭ জন আনসার টহলে থাকবে।

তিনি আরও জানান, নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য ১০৫ জন প্রিসাইডিং অফিসার, ৫৭১ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১ হাজার ১৪২ জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এ সব অফিসারকে নির্বাচন পরিচালনায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চাঁদপুর সদরের হানারচর ইউনিয়নে আজ নির্বাচন হওয়ার কথা থাকলেও হাইকোর্ট বেঞ্চের স্থগিতাদেশের কারণে ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত