Ajker Patrika

সড়কের গর্তে জলাবদ্ধতা এলাকাবাসীর দুর্ভোগ

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
সড়কের গর্তে জলাবদ্ধতা এলাকাবাসীর দুর্ভোগ

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বাজারের চলাচলের রাস্তা খানাখন্দে ভরে গেছে। হাসাইল ও পাঁচগাঁও ইউনিয়নের যোগাযোগের রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিভিন্ন জায়গা থেকে ইট উঠে গেছে। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে ভোগান্তিতে রয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দাসহ হাজারো পথচারীর।
সরেজমিনে দেখা যায়, উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের গাড়ুরগাঁও ও কুকরাদি থেকে হাসাইল বাজারে যাতায়াতের প্রধান সড়কের ব্যাংক এশিয়া থেকে বাবু দেওয়ানের 
বাড়ি হয়ে চার রাস্তার মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তা বেহাল। রাস্তাটির বিভিন্ন স্থানে ইট উঠে গেছে অনেক আগেই। এখন সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত।

জানা যায়, সংস্কারের অভাবে সড়কে প্রায় আধা কিলোমিটার খানাখন্দে ভরে গেছে। বৃষ্টি হলে পানি জমে দুর্ভোগ চরমে পৌঁছায়। ছোট-বড় গর্ত এড়িয়ে যানবাহন চলে এঁকেবেঁকে। আবার অনেক জায়গায় গাড়ি চলার সময় গর্তে পড়ে যাত্রী বহনকারী রিকশাসহ যানবাহনগুলো উল্টে ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়েই পথচারীদের যাতায়াত করতে হয় রাস্তাটি দিয়ে। ফলে রাস্তাটিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই দশা প্রায় দেড় বছর ধরে।

স্থানীয় বাসিন্দারা জানান, ইজিবাইক, রিকশা-ভ্যানসহ বিভিন্ন যানবাহন এই রাস্তা দিয়ে যাওয়া-আসা করে। বর্তমানে রাস্তাটি চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে।
এ বিষয়ে টঙ্গিবাড়ী উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, সরেজমিনে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মসজিদে আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় লাঞ্ছিত বিএনপি নেতা

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালাম ভাইয়ের সংসারও সামলাতেন, পরিবারে হাহাকার

ঘুষ হিসেবে পাকা কলা নেওয়ার কথা স্বীকার, দুদকের গণশুনানিতে তাৎক্ষণিক বদলির আদেশ

তিন ঘণ্টা পর আংশিক চালু মেট্রোরেল

জীবনের শেষ ইচ্ছার কথা ফেসবুকে প্রকাশ, বাস্তবেও ঘটল তাই

এলাকার খবর
Loading...