Ajker Patrika

বাজেটের মধ্যে সেরা ফোন

আনিকা জীনাত
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৬: ০৮
বাজেটের মধ্যে সেরা ফোন

সব সময় যে আপনাকে অনেক দাম দিয়ে মোবাইল ফোন কিনতে হবে, তার কোনো মানে নেই। উদ্দেশ্য যদি হয় কথা বলা আর অন্যান্য কাজে হালকা ব্যবহার, তাহলে আপনার বাজেটের মধ্যেও কিনতে পারবেন মনের মতো মোবাইল ফোন। জানাচ্ছেন আনিকা জীনাত

শাওমি রেডমি নোট ৯এ
এক বছর আগে বাজারে আসা ফোনটির দাম সাড়ে ১০ হাজার টাকা। অ্যান্ড্রয়েড ১০ ওএসচালিত ফোনটির র‌্যাম ২ জিবি ও স্টোরেজ ৩২ জিবি।

ফোনটিতে আছে ৬.৩ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, যার রেজল্যুশন ৭২০×১৬০০ পিক্সেল। মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসরসংবলিত ফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। সামনে আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। এর ব্যাটারি বেশ শক্তিশালী। ৫ হাজার এমএএইচের ব্যাটারিটি সাপোর্ট করবে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং।

ভিভো ওয়াই১এস
দেশে তৈরি ফোনটির অফিশিয়াল দাম ৯ হাজার ৯৯০ টাকা। ছবি তোলার জন্য রয়েছে ১৩ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ১০। ব্যাটারির শক্তি ৪ হাজার ৩০ এমএএইচ। ৬.২২ ইঞ্চির ফোনটি পাওয়া যাবে দুটি ভিন্ন রঙে।

ওয়ালটন প্রিমো এন৪
দেশীয় ব্র্যান্ড ওয়ালটন বেশ কয়েকটি বাজেট ফোন এনেছে। এর মধ্যে অন্যতম হলো প্রিমোএন৪। অ্যান্ড্রয়েড ৯ পাইচালিত ফোনটির র‌্যাম ৩ জিবি ও স্টোরেজ ৩২ জিবি। পেছনে আছে ১৬, ৮ ও ২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। সামনে আছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির শক্তি ৪ হাজার এমএএইচ। ফোনটিতে ফুল এইচডি রেজল্যুশনে ভিডিও করা যাবে।

রিয়েলমি সি১১
সাড়ে ৬ ইঞ্চি ফোনটির ব্যাটারি অনেক শক্তিশালী। ৫ হাজার এমএএইচ ব্যাটারিটি সাপোর্ট করে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং। ২০২০ সালে ফোনটির আগের সংস্করণ বাজারে আসে। ২০২১ সালে ফোনটির ক্যামেরা ও প্রসেসর আপগ্রেড করা হয়েছে। ডুয়েল ফোনটির দাম ৮ হাজার ৯৯০ টাকা।

স্যামসাং গ্যালাক্সি এমজিরো২
সাড়ে ৬ ইঞ্চির এইচডি প্লাস স্ক্রিনের ফোনটিতে আছে ওয়াটার ড্রপ নচ। পেছনে থাকা ডুয়েল ক্যামেরা দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফিও করা যাবে। ব্যাটারির শক্তি ৫ হাজার এমএএইচ। ফেস আনলক ফিচার থাকায় কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই। অ্যান্ড্রয়েড ১০ চালিত ফোনটির র‌্যাম ৩ জিবি ও স্টোরেজ ৩২ জিবি। কিনতে চাইলে খরচ পড়বে ১০ হাজার টাকা।

অপো এ১২
৯ হাজার ৯৯০ টাকা দামের ফোনটিতে আছে ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ। ৪ জিবি ও ৬৪ জিবি স্টোরেজের সংস্করণ কিনতে চাইলে আরও ৪ হাজার টাকা খরচ করতে হবে। ডুয়েল ক্যামেরার ফোনটিতে ১৩ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা আছে। ৬.২২ ইঞ্চির ফোনটিতে আছে আইপিএস এলসিডি স্ক্রিন। অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রয়েড ৯ পাই। নিরাপত্তার জন্য এতে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার। ব্যাটারির শক্তি ৪ হাজার ২৩০ এমএএইচ।

একটি বিষয় স্বীকার করে নিতে হবে, সাশ্রয়ী দামের ফোন কিনলে কিছু জায়গায় আপনাকে ছাড় দিতে হবে। বাজেট মোবাইল ফোনগুলোতে স্ক্রিনের রেজল্যুশন, গতি, ক্যামেরার মান, র‌্যাম, বডি ম্যাটেরিয়াল ও ব্যাটারির স্থায়িত্ব কম হবে। এগুলোই বাজেট ফোনের সঙ্গে দামি ফোনের পার্থক্য গড়ে দেয়। বিষয়টা মেনে নিতে সমস্যা না থাকলে, তবেই এন্ট্রি লেভেলের ফোন কিনতে পারেন।

কেন কিনবেন বাজেট ফোন

অনেক প্রয়োজনেই বাজেট ফোন কিনতে পারেন অনেকে।

  • অনেকেই আছেন যাঁরা স্মার্টফোন ব্যবহারে অভ্যস্ত নন, তাঁদের জন্য এন্ট্রি লেভেলের ফোনই বেশি উপযোগী।
  • অনেকে আবার দুটি ফোন ব্যবহার করেন। সে ক্ষেত্রে দামি ফোনের পাশাপাশি একটি বাজেট ফোন কিনতে পারেন।
  • যাঁরা ইন্টারনেট বেশি ব্যবহার করেন না, তাঁদের জন্য বাজেট ফোনই যথেষ্ট।
  • চুরি হলে বা হারিয়ে গেল ক্ষতির পরিমাণ কম হবে।
  • সর্বশেষ ফিচার ফোনে যুক্ত থাকলে ফোনের দাম অনেক বেড়ে যায়। সদ্য উন্মুক্ত ফিচারগুলো আপনার প্রয়োজন কিনা তা ভেবে দেখতে হবে। কারণ আমাদের ফোনে এমন অনেক ফিচার থাকে যেগুলো কখনোই ব্যবহার করা হয় না। তাই যে ফিচার কাজে লাগবে না সেটার জন্য অতিরিক্ত অর্থ করার মানে নেই।

কেনার সময় সতর্কতা

  • কিছু প্রয়োজনীয় ফিচার না-ও থাকতে পারে। যেসব ফিচার আপনার প্রয়োজন হবে, সেগুলো আছে কি না, সেটা আগে জেনে নিন।
  • প্রি-ইনস্টল্ড অ্যাপের সংখ্যা বেশি কি না, দেখে নেবেন। অপ্রয়োজনীয় অ্যাপ প্রি-ইনস্টল্ড থাকলে ফোনের পারফরম্যান্সের ওপর প্রভাব পড়বে। ফোনের গতি কমে যাবে।
  • নির্বিঘ্নে ইন্টারনেট ব্রাউজ করতে চাইলে অন্তত ৪ গিগাবাইট র‌্যাম ও ৬৪ গিগাবাইট স্টোরেজসংবলিত ফোন কিনুন।
  • অপারেটিং সিস্টেমে পুরোনো সংস্করণ থাকলে ফোনের গতি ধীর হবে। তাই সর্বশেষ সংস্করণগুলোর একটি দেওয়া আছে কি না, তা জেনে নিতে হবে।
  • ছবি তোলার জন্য ১২ থেকে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা আছে কি না, দেখে নিন।
  • কেনার আগে সম্ভব হলে ইউটিউবে রিভিউ দেখে নিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত