Ajker Patrika

মার্কেট হয়েছে ২১ বছর দোকান বরাদ্দ হয়নি

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১২: ৫৬
মার্কেট হয়েছে ২১ বছর দোকান বরাদ্দ হয়নি

কিশোরগঞ্জের তাড়াইলে মহিলা মার্কেট নির্মাণের পর ২১ বছর পেরিয়েছে। তবে মার্কেটের দোকান এত বছরেও স্থানীয় নারী উদ্যোক্তাদের মধ্যে বরাদ্দ দিতে পারেনি উপজেলা প্রশাসন। অব্যবহৃত পড়ে থাকায় ব্যবসায়ীদের ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে অত্যাধুনিক সুবিধা সংবলিত ওই মার্কেট।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার সদর বাজারের কেন্দ্রস্থলে সরকারি আড়াই শতক খাস জমিতে ২০০১-২০০২ অর্থবছরে নির্মাণ করা হয় এই মার্কেট। গ্রামীণ নারী উদ্যোক্তাদের জন্য এই মার্কেটটি নির্মিত হয়। দোকান বরাদ্দ না করায় স্থানীয় নারী উদ্যোক্তারা নিজেদের তৈরি পণ্য প্রদর্শনী ও বিক্রয় থেকে বঞ্চিত হচ্ছেন।

উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ওই অর্থবছরে ৮ লাখ ২৮ হাজার ৮৩৩ টাকা ব্যয়ে এই মার্কেট নির্মিত হয়। আড়াই শতক খাস জমিতে ওপর টিনশেড দিয়ে একতলা এই মার্কেট করা হয়। ওই মার্কেটে মোট ১২টি দোকান, একটি টিউবওয়েল ও একটি শৌচাগার আছে। নির্মাণের পর ওই অর্থবছরেই উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়।

প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, এত দিনেও স্থানীয় নারী উদ্যোক্তাদের মধ্যে কেন দোকান বরাদ্দ দেওয়া হয়নি, তা বোধগম্য নয়। তা ছাড়া আমার জানামতে, ওই মহিলা মার্কেটে দোকান বরাদ্দ দেওয়ার জন্য সদর ইউপি চেয়ারম্যান প্যানেল তৈরি করে উপজেলা প্রশাসনে জমা দেওয়ার কথা ছিল।

উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে হানা গেছে, ২০০৭ সালে তৎকালীন উপজেলা প্রকৌশলী নূরুল ইসলাম ভূঁইয়া নিজ উদ্যোগে বারবার তাগাদা দিলেও প্যানেল তৈরি করতে পারেনি তখনকার সদর ইউপি চেয়ারম্যান প্রয়াত মাহাবুবুর রহমান সেলিম।

সরেজমিন ঘুরে দেখা যায়, মার্কেটের প্রতিটি দোকানের সাটার ভাঙা। পলেস্তারা খসে পড়ছে। আশপাশের ব্যবসায়ীরা নিজেদের পণ্য ভাঙা সাটার দিয়ে দোকানের মধ্যে রেখে ব্যবসা করছেন। ফলে ক্রমেই বেদখল হয়ে যাচ্ছে দোকানগুলো।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা শারমীন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তাড়াইলে নতুন। মাত্র দুই মাস হলো যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখছি। যত দ্রুত সম্ভব ওই মহিলা মার্কেট পুনর্নির্মাণ করে স্থানীয় নারী উদ্যোক্তাদের মধ্যে বরাদ্দের ব্যবস্থা করব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত