ক্রীড়া ডেস্ক
ফ্ল্যাশিং মিডোসে পুরুষ এককের ফাইনালে রোববার রাতে প্রথম সেটের পর দ্বিতীয় সেটে তখনো ৬-৪ গেমে পিছিয়ে নোভাক জোকোভিচ। তখনো হয়তো আশা হারাননি জোকোভিচভক্তরা। এভাবে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর অসংখ্য উদাহরণ আছে জোকোভিচের। এমনকি এবারের ইউএস ওপেনেও একাধিকবার পিছিয়ে থেকে ঘুরে দাঁড়িয়ে জিতেছেন সার্বিয়ান শীর্ষ বাছাই।
পরশু জোকোভিচ নিজেও হয়তো ভাবছিলেন ঘুরে দাঁড়ানোর কথা। তবে রাশিয়ান তারকা দানিল মেদভেদেভ অন্য কিছুই ভেবে এসেছিলেন। এবার জোকোভিচকে ফেরার কোনো সুযোগই দেননি। সরাসরি ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে উড়িয়ে ম্যাচ নিজের করে নেন মেদভেদেভ।
দ্বিতীয় বাছাই মেদভেদেভের এটিই প্রথম গ্র্যান্ড স্লাম জয়। মেদভেদেভের এই জয়ে একাধিক মাইলফলক গড়ার স্বপ্ন ভেঙে গেছে জোকোভিচের। এবারের ফাইনাল জিতলে রজার ফেদেরার-রাফায়েল নাদালকে টপকে গ্র্যান্ড স্লাম জয়ে সবার ওপরে উঠতেন জোকোভিচ। ইতিহাসের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ‘ক্যালেন্ডার ইয়ার গ্র্যান্ড স্লাম’ জয়ের কীর্তিও গড়তেন। এই হারে দুটো মাইলফলকই অধরা থেকে গেল জোকোভিচের।
জোকোভিচের মাইলফলক পূরণ না হলেও মেদভেদেভ অবশ্য বিবাহবার্ষিকীর উপহার হিসেবে শিরোপাটা স্ত্রীর হাতে তুলে দিতে পেরেছেন। দুর্দান্ত শিরোপা জিতে মেদভেদেভ বলেছেন, ‘টুর্নামেন্ট খেলার সময় তাকে উপহার দেওয়া নিয়ে ভাবিনি। যখন ফাইনালে উঠি, তখন ভেবেছিলাম; যদি হারি, তার জন্য একটি ভালো উপহার কিনতে হবে। আমার আসলে উপহার খোঁজার মতো সময় ছিল না। আমাকে ম্যাচটা জিততে হতো।’
হারিয়েও কঠিন প্রতিপক্ষ জোকোভিচকে নিয়ে মেদভেদেভের শ্রদ্ধা কমছে না, ‘আমি নোভাক ও তার সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা সবাই জানি, এখন তোমার কেমন লাগছে। আগে কখনো বলিনি, তুমি ইতিহাসের সেরা খেলোয়াড়।’
কাছাকাছি গিয়েও শিরোপা জিততে না পারার হতাশায় পুড়ছেন জোকোভিচ। আটকাতে পারেননি কান্নাও।
ফ্ল্যাশিং মিডোসে পুরুষ এককের ফাইনালে রোববার রাতে প্রথম সেটের পর দ্বিতীয় সেটে তখনো ৬-৪ গেমে পিছিয়ে নোভাক জোকোভিচ। তখনো হয়তো আশা হারাননি জোকোভিচভক্তরা। এভাবে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর অসংখ্য উদাহরণ আছে জোকোভিচের। এমনকি এবারের ইউএস ওপেনেও একাধিকবার পিছিয়ে থেকে ঘুরে দাঁড়িয়ে জিতেছেন সার্বিয়ান শীর্ষ বাছাই।
পরশু জোকোভিচ নিজেও হয়তো ভাবছিলেন ঘুরে দাঁড়ানোর কথা। তবে রাশিয়ান তারকা দানিল মেদভেদেভ অন্য কিছুই ভেবে এসেছিলেন। এবার জোকোভিচকে ফেরার কোনো সুযোগই দেননি। সরাসরি ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে উড়িয়ে ম্যাচ নিজের করে নেন মেদভেদেভ।
দ্বিতীয় বাছাই মেদভেদেভের এটিই প্রথম গ্র্যান্ড স্লাম জয়। মেদভেদেভের এই জয়ে একাধিক মাইলফলক গড়ার স্বপ্ন ভেঙে গেছে জোকোভিচের। এবারের ফাইনাল জিতলে রজার ফেদেরার-রাফায়েল নাদালকে টপকে গ্র্যান্ড স্লাম জয়ে সবার ওপরে উঠতেন জোকোভিচ। ইতিহাসের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ‘ক্যালেন্ডার ইয়ার গ্র্যান্ড স্লাম’ জয়ের কীর্তিও গড়তেন। এই হারে দুটো মাইলফলকই অধরা থেকে গেল জোকোভিচের।
জোকোভিচের মাইলফলক পূরণ না হলেও মেদভেদেভ অবশ্য বিবাহবার্ষিকীর উপহার হিসেবে শিরোপাটা স্ত্রীর হাতে তুলে দিতে পেরেছেন। দুর্দান্ত শিরোপা জিতে মেদভেদেভ বলেছেন, ‘টুর্নামেন্ট খেলার সময় তাকে উপহার দেওয়া নিয়ে ভাবিনি। যখন ফাইনালে উঠি, তখন ভেবেছিলাম; যদি হারি, তার জন্য একটি ভালো উপহার কিনতে হবে। আমার আসলে উপহার খোঁজার মতো সময় ছিল না। আমাকে ম্যাচটা জিততে হতো।’
হারিয়েও কঠিন প্রতিপক্ষ জোকোভিচকে নিয়ে মেদভেদেভের শ্রদ্ধা কমছে না, ‘আমি নোভাক ও তার সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা সবাই জানি, এখন তোমার কেমন লাগছে। আগে কখনো বলিনি, তুমি ইতিহাসের সেরা খেলোয়াড়।’
কাছাকাছি গিয়েও শিরোপা জিততে না পারার হতাশায় পুড়ছেন জোকোভিচ। আটকাতে পারেননি কান্নাও।
সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
২০ ঘণ্টা আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৮ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪