Ajker Patrika

মেদভেদেভের একে জোকোর হলো না ২১

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৩৯
Thumbnail image

ফ্ল্যাশিং মিডোসে পুরুষ এককের ফাইনালে রোববার রাতে প্রথম সেটের পর দ্বিতীয় সেটে তখনো ৬-৪ গেমে পিছিয়ে নোভাক জোকোভিচ। তখনো হয়তো আশা হারাননি জোকোভিচভক্তরা। এভাবে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর অসংখ্য উদাহরণ আছে জোকোভিচের। এমনকি এবারের ইউএস ওপেনেও একাধিকবার পিছিয়ে থেকে ঘুরে দাঁড়িয়ে জিতেছেন সার্বিয়ান শীর্ষ বাছাই।

পরশু জোকোভিচ নিজেও হয়তো ভাবছিলেন ঘুরে দাঁড়ানোর কথা। তবে রাশিয়ান তারকা দানিল মেদভেদেভ অন্য কিছুই ভেবে এসেছিলেন। এবার জোকোভিচকে ফেরার কোনো সুযোগই দেননি। সরাসরি ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে উড়িয়ে ম্যাচ নিজের করে নেন মেদভেদেভ।

দ্বিতীয় বাছাই মেদভেদেভের এটিই প্রথম গ্র্যান্ড স্লাম জয়। মেদভেদেভের এই জয়ে একাধিক মাইলফলক গড়ার স্বপ্ন ভেঙে গেছে জোকোভিচের। এবারের ফাইনাল জিতলে রজার ফেদেরার-রাফায়েল নাদালকে টপকে গ্র্যান্ড স্লাম জয়ে সবার ওপরে উঠতেন জোকোভিচ। ইতিহাসের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ‘ক্যালেন্ডার ইয়ার গ্র্যান্ড স্লাম’ জয়ের কীর্তিও গড়তেন। এই হারে দুটো মাইলফলকই অধরা থেকে গেল জোকোভিচের।

জোকোভিচের মাইলফলক পূরণ না হলেও মেদভেদেভ অবশ্য বিবাহবার্ষিকীর উপহার হিসেবে শিরোপাটা স্ত্রীর হাতে তুলে দিতে পেরেছেন। দুর্দান্ত শিরোপা জিতে মেদভেদেভ বলেছেন, ‘টুর্নামেন্ট খেলার সময় তাকে উপহার দেওয়া নিয়ে ভাবিনি। যখন ফাইনালে উঠি, তখন ভেবেছিলাম; যদি হারি, তার জন্য একটি ভালো উপহার কিনতে হবে। আমার আসলে উপহার খোঁজার মতো সময় ছিল না। আমাকে ম্যাচটা জিততে হতো।’

হারিয়েও কঠিন প্রতিপক্ষ জোকোভিচকে নিয়ে মেদভেদেভের শ্রদ্ধা কমছে না, ‘আমি নোভাক ও তার সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা সবাই জানি, এখন তোমার কেমন লাগছে। আগে কখনো বলিনি, তুমি ইতিহাসের সেরা খেলোয়াড়।’

কাছাকাছি গিয়েও শিরোপা জিততে না পারার হতাশায় পুড়ছেন জোকোভিচ। আটকাতে পারেননি কান্নাও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত