Ajker Patrika

ককটেল বোমাসহ চিহ্নিত চার কিশোর গ্রেপ্তার

যশোর প্রতিনিধি
ককটেল বোমাসহ চিহ্নিত চার কিশোর গ্রেপ্তার

যশোরের চিহ্নিত চার কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ককটেল বোমা, বোমা তৈরির সরঞ্জামসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গত শনিবার দিবাগত রাতে শহরের আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গতকাল কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, ‘যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে পুলিশি অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে শহরের আনসার ক্যাম্প বিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলোচিত চার কিশোর সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত