নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রতিবছরের মতো এবারও খুলনার রূপসা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১ জানুয়ারি ইংরেজি নববর্ষের প্রথম দিন বেলা ১টায় ঐতিহ্যবাহী ও বর্ণাঢ্য এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নগরীর রূপসা নদীর ১ নম্বর ঘাট থেকে খানজাহান আলী রূপসা সেতু পর্যন্ত নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। খুলনায় এবারের এই আসর নিয়ে `ফানটাস্টিক ১৪তম নৌকাবাইচ’-এর আসর বসছে।
গত বৃহস্পতিবার সকালে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নৌকাবাইচের আয়োজক কমিটির কর্মকর্তারা এ কথা জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, রূপসা তীরের মানুষের নির্মল বিনোদনের অনুষঙ্গ নৌকাবাইচের রীতি-আচার বহু প্রাচীন। আবেগ-উত্তেজনার নৌকাবাইচ হয়ে ওঠে এই অঞ্চলের আপামর মানুষের আনন্দের খোরাক। রূপসা নদীর জলতরঙ্গের সঙ্গে খুলনাবাসীর রয়েছে গভীর মিতালি।
চিরন্তন এই ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরের মতো এই বছরেও খুলনার রূপসা নদে আয়োজিত হতে যাচ্ছে `ফানটাস্টিক ১৪তম খুলনা নৌকাবাইচ’। এই আয়োজনের আয়োজক নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এর সঙ্গে আছে আকিজ বেকার্স লিমিটেডের বিস্কুট ব্রান্ড `ফানটাস্টিক বিস্কিট’।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সৃষ্টিলগ্ন থেকেই আকিজ গ্রুপ বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ধরে রাখায় সবসময় আন্তরিক, আর খুলনার সঙ্গে আকিজ গ্রুপের সম্পর্কটা শুধু ব্যবসায়িক না বরং আত্মার। খুলনা যশোরের এই মাটিতে প্রতিষ্ঠানটি জন্ম নিয়েছিল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৬০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে ৩০ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আকিজ বেকার লিমিটেডের চিফ মার্কেটিং কর্মকর্তা শফিকুল ইসলাম তুষার। সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোল্লা মারুফ রশিদ, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান রহিম প্রমুখ।
প্রতিবছরের মতো এবারও খুলনার রূপসা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১ জানুয়ারি ইংরেজি নববর্ষের প্রথম দিন বেলা ১টায় ঐতিহ্যবাহী ও বর্ণাঢ্য এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নগরীর রূপসা নদীর ১ নম্বর ঘাট থেকে খানজাহান আলী রূপসা সেতু পর্যন্ত নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। খুলনায় এবারের এই আসর নিয়ে `ফানটাস্টিক ১৪তম নৌকাবাইচ’-এর আসর বসছে।
গত বৃহস্পতিবার সকালে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নৌকাবাইচের আয়োজক কমিটির কর্মকর্তারা এ কথা জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, রূপসা তীরের মানুষের নির্মল বিনোদনের অনুষঙ্গ নৌকাবাইচের রীতি-আচার বহু প্রাচীন। আবেগ-উত্তেজনার নৌকাবাইচ হয়ে ওঠে এই অঞ্চলের আপামর মানুষের আনন্দের খোরাক। রূপসা নদীর জলতরঙ্গের সঙ্গে খুলনাবাসীর রয়েছে গভীর মিতালি।
চিরন্তন এই ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরের মতো এই বছরেও খুলনার রূপসা নদে আয়োজিত হতে যাচ্ছে `ফানটাস্টিক ১৪তম খুলনা নৌকাবাইচ’। এই আয়োজনের আয়োজক নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এর সঙ্গে আছে আকিজ বেকার্স লিমিটেডের বিস্কুট ব্রান্ড `ফানটাস্টিক বিস্কিট’।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সৃষ্টিলগ্ন থেকেই আকিজ গ্রুপ বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ধরে রাখায় সবসময় আন্তরিক, আর খুলনার সঙ্গে আকিজ গ্রুপের সম্পর্কটা শুধু ব্যবসায়িক না বরং আত্মার। খুলনা যশোরের এই মাটিতে প্রতিষ্ঠানটি জন্ম নিয়েছিল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৬০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে ৩০ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আকিজ বেকার লিমিটেডের চিফ মার্কেটিং কর্মকর্তা শফিকুল ইসলাম তুষার। সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোল্লা মারুফ রশিদ, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান রহিম প্রমুখ।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫