নড়াইল প্রতিনিধি
নড়াইলে শিশু রোগের প্রকোপ দেখা দিয়েছে। চলতি মাসের ১ থেকে ২৭ তারিখ পর্যন্ত বিভিন্ন বয়সের ৫ জন শিশু মারা গেছেন।
পরিবর্তিত আবহাওয়ার ফলে নিউমোনিয়াসহ শ্বাসকষ্ট জনিত বিভিন্ন রোগে শিশুদের আক্রান্তের হার আশঙ্কা জনকভাবে বৃদ্ধি পাওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকেরা। বিভিন্ন রোগে আক্রান্তের ঊর্ধ্বগতির ফলে শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিভিন্ন রোগে ১০ থেকে ১২ বছরের বয়সী শিশুরা আক্রান্ত হচ্ছে। হাসপাতালে প্রতিদিন গড়ে প্রায় ২০০ শিশু চিকিৎসা নিতে আসছে। যাদের মধ্যে ৩৫ থেকে ৪০ জনকে ভর্তি হতে হয়। গত মঙ্গলবার শিশু ওয়ার্ডে মোট ভর্তি রোগীর সংখ্যা ১২৫ জন। এদের মধ্যে দুই-তৃতীয়াংশই নিউমোনিয়ায় আক্রান্ত।
হাসপাতালের মাত্র ১৯ শয্যার শিশু ওয়ার্ডে এ বিপুলসংখ্যক রোগীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। স্থান সংকলন না হওয়ায় একাধিক শিশুকে এক বেডে রাখা ছাড়াও মেঝেতে যত্রতত্র বিছানা পেতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নানা সীমাবদ্ধতা সত্ত্বেও ডাক্তার নার্সদের আন্তরিক প্রচেষ্টায় আক্রান্ত শিশুর চিকিৎসা নিয়ে সন্তুষ্ট স্বজনেরা।
হাসপাতালে ভর্তি শিশু আবিরের মা হালিমা খাতুন বলেন, ‘আমার বাচ্চার হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেছে। তাই ওকে হাসপাতালে ভর্তি করেছি। তবে হাসপাতালের শয্যা না পেয়ে বারান্দায় কষ্ট করে থাকতে হচ্ছে।’
তিনি আরও বলেন, শিশু ওয়ার্ডে সিট সংখ্যা বাড়ানো প্রয়োজন।
নড়াইল সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আলিমুজ্জামান সেতু বলেন, ‘শিশু ওয়ার্ডে শয্যা সংখ্যা মাত্র ১৯টির বিপরীতে আমরা প্রতিদিন ৩০ থেকে ৪০টি রোগী ভর্তি করে থাকি। রোগীর স্বজনদের সব সময় আমরা পরামর্শ দিয়ে থাকি শিশুর নাক পরিষ্কার রাখতে এবং বেশি বেশি করে তরল খাবার খাওয়াতে। এ সময় বেশি করে শিশুর যত্ন নিতে হবে।’
নড়াইলে শিশু রোগের প্রকোপ দেখা দিয়েছে। চলতি মাসের ১ থেকে ২৭ তারিখ পর্যন্ত বিভিন্ন বয়সের ৫ জন শিশু মারা গেছেন।
পরিবর্তিত আবহাওয়ার ফলে নিউমোনিয়াসহ শ্বাসকষ্ট জনিত বিভিন্ন রোগে শিশুদের আক্রান্তের হার আশঙ্কা জনকভাবে বৃদ্ধি পাওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকেরা। বিভিন্ন রোগে আক্রান্তের ঊর্ধ্বগতির ফলে শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিভিন্ন রোগে ১০ থেকে ১২ বছরের বয়সী শিশুরা আক্রান্ত হচ্ছে। হাসপাতালে প্রতিদিন গড়ে প্রায় ২০০ শিশু চিকিৎসা নিতে আসছে। যাদের মধ্যে ৩৫ থেকে ৪০ জনকে ভর্তি হতে হয়। গত মঙ্গলবার শিশু ওয়ার্ডে মোট ভর্তি রোগীর সংখ্যা ১২৫ জন। এদের মধ্যে দুই-তৃতীয়াংশই নিউমোনিয়ায় আক্রান্ত।
হাসপাতালের মাত্র ১৯ শয্যার শিশু ওয়ার্ডে এ বিপুলসংখ্যক রোগীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। স্থান সংকলন না হওয়ায় একাধিক শিশুকে এক বেডে রাখা ছাড়াও মেঝেতে যত্রতত্র বিছানা পেতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নানা সীমাবদ্ধতা সত্ত্বেও ডাক্তার নার্সদের আন্তরিক প্রচেষ্টায় আক্রান্ত শিশুর চিকিৎসা নিয়ে সন্তুষ্ট স্বজনেরা।
হাসপাতালে ভর্তি শিশু আবিরের মা হালিমা খাতুন বলেন, ‘আমার বাচ্চার হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেছে। তাই ওকে হাসপাতালে ভর্তি করেছি। তবে হাসপাতালের শয্যা না পেয়ে বারান্দায় কষ্ট করে থাকতে হচ্ছে।’
তিনি আরও বলেন, শিশু ওয়ার্ডে সিট সংখ্যা বাড়ানো প্রয়োজন।
নড়াইল সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আলিমুজ্জামান সেতু বলেন, ‘শিশু ওয়ার্ডে শয্যা সংখ্যা মাত্র ১৯টির বিপরীতে আমরা প্রতিদিন ৩০ থেকে ৪০টি রোগী ভর্তি করে থাকি। রোগীর স্বজনদের সব সময় আমরা পরামর্শ দিয়ে থাকি শিশুর নাক পরিষ্কার রাখতে এবং বেশি বেশি করে তরল খাবার খাওয়াতে। এ সময় বেশি করে শিশুর যত্ন নিতে হবে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫