Ajker Patrika

বিজু উৎসবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের শোভাযাত্রা

কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১২: ৫২
বিজু উৎসবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের শোভাযাত্রা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা বিজু উৎসব উদ্‌যাপন করেছেন। ক্লাস, পরীক্ষা এবং অন্যান্য কারণে এবার বাড়িতে গিয়ে পরিবার-পরিজনের সঙ্গে উৎসবটি উদ্‌যাপন করতে পারেননি তাঁরা। এ কারণে ক্যাম্পাসেই ছোট পরিসরে উদ্‌যাপন করেন তাঁরা।

এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে কলাভবনের সামনে ক্যাম্পাসের কেন্দ্রীয় পুকুরে ফুল উৎসর্গ করার মাধ্যমে এটি সমাপ্ত হয়। চৈত্র মাসের শেষ দিনে চাকমারা বিজু উৎসব উদ্‌যাপন করেন। এর আগে ফুল বিজু উদ্‌যাপন করা হয়। এই উৎসব ত্রিপুরাদের কাছে বৈসু, চাকমাদের বিযু, মারমাদের সাংগ্রাই, ম্রোদের চাংক্রাণ এবং তঞ্চঙ্গ্যারা বিজু নামে পরিচিত।

এতে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মাসুদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সেশনের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রবীন ত্রিপুরা বলেন, ‘আমরা চেষ্টা করেছি আজকের আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সম্প্রদায়ের মানুষের কাছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে। আমাদেরও ভিন্ন ভিন্ন উৎসব, সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা এবং জীবনব্যবস্থা রয়েছে তা জানানো।

মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ শ্রাবন্তী চাকমা বলেন, ‘আমরা শোভাযাত্রার মধ্য দিয়ে পুকুরে ফুল দিয়ে বিজু উদ্‌যাপন করেছি। তবে বাড়িতে যে আমেজ থাকে, তার অভাব অনুভব করেছি। প্রাতিষ্ঠানিকভাবে ছুটি দিলে উৎসবটি আমরা সুন্দরভাবে উদ্‌যাপন করতে পারতাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত