আজকের পত্রিকা ডেস্ক
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে আমন ধান ও বিভিন্ন মৌসুমি শাকসবজির খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। উপড়ে গেছে ছোট-বড় গাছপালা।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলেছেন, পানি দ্রুত অপসারণ করতে না পারলে ডুবে থাকা ফসল সব পচে যাবে। অন্যদিকে ধানের ক্ষতির তুলনায় লাভ বেশি হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তারা।
এর আগে গত সোমবার সকাল থেকে সিত্রাংয়ের প্রভাবে অন্যান্য জেলার সঙ্গে টাঙ্গাইল, শেরপুর ও জামালপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বিকেল থেকে শুরু হয় ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো বাতাস। প্রতিনিধিদের পাঠানো খবর
নকলা (শেরপুর): উপজেলা কৃষি বিভাগের মতে, চলতি মৌসুমে উপজেলায় ১২ হাজার ৮০০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। অসময়ে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে আমন ফসলসহ মৌসুমি শাকসবজির কিছুটা ক্ষতি হয়েছে। বৃষ্টির কারণে খেতে পানি জমে যাওয়ায় পেঁয়াজ, রসুন, সরিষা ও মরিচের চাষ বিলম্বিত হতে পারে।
পৌর এলাকার লাভা মহল্লার কৃষক বকুল মিয়া বলেন, ‘ঝড়ে আমার চায়না থ্রি লিচুবাগানর ১৫টি গাছ উপড়ে গেছে। তা ছাড়া প্রায় এক একর জমির আমন ধান মাটিতে নুয়ে পড়েছে।’ পাঠাকাটা ইউনিয়নের পলাশকান্দি গ্রামের কৃষক আব্দুল মান্নান বলেন, ‘মুষলধারে বৃষ্টির সঙ্গে প্রবল বাতাসের কারণে আমার ৬০ শতক জমির হাইব্রিড ধানিগোল্ড জাতের কাঁচা পাকা আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।’ চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা চরাঞ্চলের কৃষক আলমাছ মিয়া বলেন, ‘সরিষার বীজ বপনের জন্য দুই একর জমি প্রস্তুত করেছিলাম। বৃষ্টির কারণে এখন তা পানিতে সম্পূর্ণ তলিয়ে গেছে।’
মির্জাপুর (টাঙ্গাইল): উপজেলা উয়ার্শী ও বহুরিয়া ইউনিয়নে ৮৫ হেক্টর জমির পাকা রোপা আমন ধান জলমগ্ন হয়ে পড়েছে। এ ছাড়া সবজি আবাদের জন্য প্রস্তুত করা জমিতে বৃষ্টির পানি জমেছে। দ্রুত এ পানি না শুকালে সবজি আবাদেও বিঘ্ন ঘটবে। ঝড়ের প্রভাবে পল্লী বিদ্যুতেরও ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনের ওপর গাছ ভেঙে পড়ায় গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত সমগ্র উপজেলা বিদ্যুৎবিহীন ছিল।
সখীপুর: সোমবার রাতের ঝোড়ো বাতাসে উপজেলার প্রায় ৯ দশমিক ৭৩ হেক্টর জমির কলাগাছ, ২ দশমিক ২ হেক্টর জমির সবজি নষ্ট হয়ে গেছে। কৃষি বিভাগের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুধু কলা ও সবজিতেই কৃষকের ক্ষতি হয়েছে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার।
উপজেলার ইছাদীঘি গ্রামের কলাচাষি আবদুর রশিদ বলেন, ‘আমার প্রায় ১০ হাজার কলাগাছ ভেঙে গেছে। এতে কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমি এক প্রকার নিঃস্ব।’ এ ছাড়া পেঁপে, ফুলকপি ও অন্য সবজিরও বেশ ক্ষতি হয়েছে। সবজিতে ক্ষতির পরিমাণ প্রায় ৯ লাখ টাকা বলে জানায় কৃষি অফিস।
উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন আজকের পত্রিকাকে বলেন, ‘এ মুহূর্তে ধানের জন্য বৃষ্টির খুব প্রয়োজন ছিল। এ কারণে ধানের ক্ষতির তুলনায় লাভ বেশি হয়েছে। কিন্তু এই অঞ্চলের কলাচাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আমাদের কাছে প্রতিনিয়ত খবর আসছে। বিষয়টি খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে আমন ধান ও বিভিন্ন মৌসুমি শাকসবজির খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। উপড়ে গেছে ছোট-বড় গাছপালা।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলেছেন, পানি দ্রুত অপসারণ করতে না পারলে ডুবে থাকা ফসল সব পচে যাবে। অন্যদিকে ধানের ক্ষতির তুলনায় লাভ বেশি হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তারা।
এর আগে গত সোমবার সকাল থেকে সিত্রাংয়ের প্রভাবে অন্যান্য জেলার সঙ্গে টাঙ্গাইল, শেরপুর ও জামালপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বিকেল থেকে শুরু হয় ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো বাতাস। প্রতিনিধিদের পাঠানো খবর
নকলা (শেরপুর): উপজেলা কৃষি বিভাগের মতে, চলতি মৌসুমে উপজেলায় ১২ হাজার ৮০০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। অসময়ে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে আমন ফসলসহ মৌসুমি শাকসবজির কিছুটা ক্ষতি হয়েছে। বৃষ্টির কারণে খেতে পানি জমে যাওয়ায় পেঁয়াজ, রসুন, সরিষা ও মরিচের চাষ বিলম্বিত হতে পারে।
পৌর এলাকার লাভা মহল্লার কৃষক বকুল মিয়া বলেন, ‘ঝড়ে আমার চায়না থ্রি লিচুবাগানর ১৫টি গাছ উপড়ে গেছে। তা ছাড়া প্রায় এক একর জমির আমন ধান মাটিতে নুয়ে পড়েছে।’ পাঠাকাটা ইউনিয়নের পলাশকান্দি গ্রামের কৃষক আব্দুল মান্নান বলেন, ‘মুষলধারে বৃষ্টির সঙ্গে প্রবল বাতাসের কারণে আমার ৬০ শতক জমির হাইব্রিড ধানিগোল্ড জাতের কাঁচা পাকা আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।’ চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা চরাঞ্চলের কৃষক আলমাছ মিয়া বলেন, ‘সরিষার বীজ বপনের জন্য দুই একর জমি প্রস্তুত করেছিলাম। বৃষ্টির কারণে এখন তা পানিতে সম্পূর্ণ তলিয়ে গেছে।’
মির্জাপুর (টাঙ্গাইল): উপজেলা উয়ার্শী ও বহুরিয়া ইউনিয়নে ৮৫ হেক্টর জমির পাকা রোপা আমন ধান জলমগ্ন হয়ে পড়েছে। এ ছাড়া সবজি আবাদের জন্য প্রস্তুত করা জমিতে বৃষ্টির পানি জমেছে। দ্রুত এ পানি না শুকালে সবজি আবাদেও বিঘ্ন ঘটবে। ঝড়ের প্রভাবে পল্লী বিদ্যুতেরও ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনের ওপর গাছ ভেঙে পড়ায় গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত সমগ্র উপজেলা বিদ্যুৎবিহীন ছিল।
সখীপুর: সোমবার রাতের ঝোড়ো বাতাসে উপজেলার প্রায় ৯ দশমিক ৭৩ হেক্টর জমির কলাগাছ, ২ দশমিক ২ হেক্টর জমির সবজি নষ্ট হয়ে গেছে। কৃষি বিভাগের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুধু কলা ও সবজিতেই কৃষকের ক্ষতি হয়েছে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার।
উপজেলার ইছাদীঘি গ্রামের কলাচাষি আবদুর রশিদ বলেন, ‘আমার প্রায় ১০ হাজার কলাগাছ ভেঙে গেছে। এতে কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমি এক প্রকার নিঃস্ব।’ এ ছাড়া পেঁপে, ফুলকপি ও অন্য সবজিরও বেশ ক্ষতি হয়েছে। সবজিতে ক্ষতির পরিমাণ প্রায় ৯ লাখ টাকা বলে জানায় কৃষি অফিস।
উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন আজকের পত্রিকাকে বলেন, ‘এ মুহূর্তে ধানের জন্য বৃষ্টির খুব প্রয়োজন ছিল। এ কারণে ধানের ক্ষতির তুলনায় লাভ বেশি হয়েছে। কিন্তু এই অঞ্চলের কলাচাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আমাদের কাছে প্রতিনিয়ত খবর আসছে। বিষয়টি খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪