Ajker Patrika

স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশপথ বেহাল, রোগীদের দুর্ভোগ

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১৫ জুন ২০২২, ১৩: ৪৭
Thumbnail image

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশপথ দীর্ঘদিন ধরে বেহাল। সড়কের অধিকাংশ স্থানে খোয়া, পাথর উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করতে দুর্ভোগে পড়তে হয় রোগীদের।

খোঁজ নিয়ে জানা গেছে, পানছড়ি উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলা মাটিরাঙার তাইন্দং-তবলছড়ি এলাকার মানুষের চিকিৎসার একমাত্র ভরসা পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালের এই প্রবেশপথ ভাঙা থাকায় বিপাকে পড়ছে প্রতিদিন শত শত রোগী।

পানছড়ি-লোগাং সড়ক থেকে দুটি সড়কে পানছড়ি সদর হাসপাতালে প্রবেশ করা যায়। এর মধ্যে দুটি সড়কই রোগী নিয়ে যাওয়ার অনুপযোগী। পাহাড়ি সড়কের ইটের খোয়া, পাথরে উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

ইপসা মানবিক সংগঠনের অ্যাম্বুলেন্সের চালক মো. আব্দুল কাদের বলেন, ‘জরুরি রোগী নিয়ে হাসপাতালে আনা-নেওয়ায় রাস্তার জন্য ভয় হয়। কখন গাড়ি উল্টে যায় সেই আতঙ্কে থাকি।’

পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব বলেন, ‘সারা দেশেই সরকারের উন্নয়নমূলক কাজ চলছে। এই রাস্তার জন্য স্থানীয় সাংসদ ডিও লেটার দিয়েছেন। তবুও কেন কাজ করছে না। সেটা দেখার বিষয়। সব মানুষের প্রয়োজনীয় এই গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত সংস্কার জরুরি।’

গতকাল মঙ্গলবার উপজেলা আইনশৃঙ্খলা সভায় পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান অলি হাসপাতাল সড়কের দুর্ভোগ নিয়ে কথা তুললে উপজেলা প্রকৌশলী অরুণ কুমার দাশ বলেন, ‘হাসপাতালের সড়কসহ কয়েকটি সড়কের জন্য স্থানীয় সাংসদের ডিও লেটার পেলেও, তদবিরের কারণে এক বছরেও মেরামত হয়নি পানছড়ি সদর হাসপাতালে যাওয়ার রাস্তাটি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুতোষ চাকমা বলেন, ‘হাসপাতাল সড়কের বেশ কিছু স্থানে বড় বড় গর্তের কারণে রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। মাঝেমধ্যে রোগীবাহী অটোরিকশা উল্টে গিয়ে বড় ধরনের দুর্ঘটনায় পড়তে হয়। আমি এ বিষয়ে বেশ কয়েকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে জানিয়েছি।’

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে হাসপাতাল সড়কের সংস্কারের জোর দাবি জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত