রুবায়েত হোসেন, খুবি
ঢাকাবাসীর নগর সমস্যা নিয়ে ‘শৈল্পিক দৃষ্টিতে ঢাকার সমস্যা’ নামক এক ভিন্নধর্মী প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। রাজধানীর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে আজ শুক্রবার থেকে শুরু হয়ে ১২ দিনব্যাপী এই প্রদর্শনীর চলবে। নগর গবেষণা ও শিল্প কর্মের সম্মিলন ঘটিয়ে নানা সমস্যা তুলে ধরা হয়েছে শিল্পীর তুলিতে।
এ সব চিত্রকর্মে পথশিশুদের কথা, বস্তির স্বাস্থ্য ও বাসস্থানের গল্প, হারিয়ে যাওয়া পাড়া-মহল্লার কথা, অনিরাপদ-নিরাপদ শহরের পাঁচালী ও শহরতলির দূরাবস্থার কথন এর মতো বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে। ১০ জন শিল্পী ও ৩০ জন শিক্ষার্থী এসব চিত্রকর্ম এঁকেছেন। নগর সমস্যা নিয়ে সবাইকে ভাবার জন্য উদ্বুদ্ধ করতেই মূলত এই আয়োজন।
প্রদর্শনীটির কনসেপ্ট পরিকল্পনাকারি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের অধ্যাপক তানজিল সওগাত জানান, ‘আমাদের প্রদর্শনীটি গল্পের মত করে সাজিয়েছি, যার শুরু ব্যক্তি সমস্যা কেন্দ্রিক এবং শেষ হয়েছে দার্শনিক প্রশ্ন দিয়ে।’ প্রদর্শনীতে খ্যাতনামা ও নবীন শিল্পীরা ৪০টির বেশি শিল্পকর্ম প্রদর্শন করবেন। এছাড়াও বাচ্চাদের ৩০টি কাজ প্রদর্শিত হবে।
খ্যাতনামা শিল্পীদের মধ্যে কাজী গিয়াসউদ্দিন, শহিদ কবির, ঢালি আল মামুন, তৈয়বা বেগম লিপি এবং মাহবুবুর রহমান অংশ নিয়েছেন। অন্যদিকে নবীন শিল্পীদের মধ্যে আছেন সুনন্দা রানি বর্মন, মাহামুদুল হাসান, মো.মোজাহিদুর রহমান সরকার, কুন্তল বা রওই এবং এস এম শাহ্ আনিসুজ্জামান ফারুকি।
প্রদর্শনী সজ্জা সম্পর্কে বলতে গিয়ে প্রদর্শনীর কিউরেটর সালাউদ্দিন আহমেদ বলেন, ‘প্রদর্শনীটির আবহ এমনভাবে তৈরী করা হয়েছে যা মানুষের হৃদয় ছুয়ে যাবে এবং ঢাকাকে নিয়ে তারা নতুন করে ভাববে।’ প্রদর্শনীটি যুক্তরাজ্য সরকারের অর্থায়নে সেন্টার ফর সাসটেইনেবল, হেলদি অ্যান্ড লার্নিং সিটিজ অ্যান্ড নেইবারহুডস (এসএইচএলসি) আন্তর্জাতিক কনসোর্টিয়াম কার্যক্রমের একটি অংশ। এসএইচএলসি একটি আন্তর্জাতিক গবেষণা উদ্যোগ, যেখানে ৮টি দেশের ৯টি গবেষণা প্রতিষ্ঠান এশিয়া এবং আফ্রিকার ১৪টি শহরের নগরায়ণ নিয়ে কাজ করছে। খুলনা বিশ্ববিদ্যালয় এরই অংশ হিসেবে ঢাকার নগর সমস্যা নিয়ে কাজ করছে।
প্রদর্শনীটির আয়োজক গবেষণা প্রকল্পের নেতৃত্ব দেওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. শিল্পি রায় মনে করেন, প্রদর্শনীটি ঢাকার টেকসই নগরায়ন নিয়ে ভাবনাকে উজ্জীবিত করবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই প্রদর্শনীর মাধ্যমে আমরা টেকসই নগরায়নের বিষয়ে নাগরিক ও নীতি নির্ধারকদেরকে সচেতনতার বার্তা পৌছাতে চাই।’
ঢাকাবাসীর নগর সমস্যা নিয়ে ‘শৈল্পিক দৃষ্টিতে ঢাকার সমস্যা’ নামক এক ভিন্নধর্মী প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। রাজধানীর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে আজ শুক্রবার থেকে শুরু হয়ে ১২ দিনব্যাপী এই প্রদর্শনীর চলবে। নগর গবেষণা ও শিল্প কর্মের সম্মিলন ঘটিয়ে নানা সমস্যা তুলে ধরা হয়েছে শিল্পীর তুলিতে।
এ সব চিত্রকর্মে পথশিশুদের কথা, বস্তির স্বাস্থ্য ও বাসস্থানের গল্প, হারিয়ে যাওয়া পাড়া-মহল্লার কথা, অনিরাপদ-নিরাপদ শহরের পাঁচালী ও শহরতলির দূরাবস্থার কথন এর মতো বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে। ১০ জন শিল্পী ও ৩০ জন শিক্ষার্থী এসব চিত্রকর্ম এঁকেছেন। নগর সমস্যা নিয়ে সবাইকে ভাবার জন্য উদ্বুদ্ধ করতেই মূলত এই আয়োজন।
প্রদর্শনীটির কনসেপ্ট পরিকল্পনাকারি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের অধ্যাপক তানজিল সওগাত জানান, ‘আমাদের প্রদর্শনীটি গল্পের মত করে সাজিয়েছি, যার শুরু ব্যক্তি সমস্যা কেন্দ্রিক এবং শেষ হয়েছে দার্শনিক প্রশ্ন দিয়ে।’ প্রদর্শনীতে খ্যাতনামা ও নবীন শিল্পীরা ৪০টির বেশি শিল্পকর্ম প্রদর্শন করবেন। এছাড়াও বাচ্চাদের ৩০টি কাজ প্রদর্শিত হবে।
খ্যাতনামা শিল্পীদের মধ্যে কাজী গিয়াসউদ্দিন, শহিদ কবির, ঢালি আল মামুন, তৈয়বা বেগম লিপি এবং মাহবুবুর রহমান অংশ নিয়েছেন। অন্যদিকে নবীন শিল্পীদের মধ্যে আছেন সুনন্দা রানি বর্মন, মাহামুদুল হাসান, মো.মোজাহিদুর রহমান সরকার, কুন্তল বা রওই এবং এস এম শাহ্ আনিসুজ্জামান ফারুকি।
প্রদর্শনী সজ্জা সম্পর্কে বলতে গিয়ে প্রদর্শনীর কিউরেটর সালাউদ্দিন আহমেদ বলেন, ‘প্রদর্শনীটির আবহ এমনভাবে তৈরী করা হয়েছে যা মানুষের হৃদয় ছুয়ে যাবে এবং ঢাকাকে নিয়ে তারা নতুন করে ভাববে।’ প্রদর্শনীটি যুক্তরাজ্য সরকারের অর্থায়নে সেন্টার ফর সাসটেইনেবল, হেলদি অ্যান্ড লার্নিং সিটিজ অ্যান্ড নেইবারহুডস (এসএইচএলসি) আন্তর্জাতিক কনসোর্টিয়াম কার্যক্রমের একটি অংশ। এসএইচএলসি একটি আন্তর্জাতিক গবেষণা উদ্যোগ, যেখানে ৮টি দেশের ৯টি গবেষণা প্রতিষ্ঠান এশিয়া এবং আফ্রিকার ১৪টি শহরের নগরায়ণ নিয়ে কাজ করছে। খুলনা বিশ্ববিদ্যালয় এরই অংশ হিসেবে ঢাকার নগর সমস্যা নিয়ে কাজ করছে।
প্রদর্শনীটির আয়োজক গবেষণা প্রকল্পের নেতৃত্ব দেওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. শিল্পি রায় মনে করেন, প্রদর্শনীটি ঢাকার টেকসই নগরায়ন নিয়ে ভাবনাকে উজ্জীবিত করবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই প্রদর্শনীর মাধ্যমে আমরা টেকসই নগরায়নের বিষয়ে নাগরিক ও নীতি নির্ধারকদেরকে সচেতনতার বার্তা পৌছাতে চাই।’
সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
১৩ ঘণ্টা আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৮ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪