Ajker Patrika

লামায় কোয়ান্টাম ফাউন্ডেশনের পুনর্মিলনী অনুষ্ঠান

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৭: ৪২
Thumbnail image

বান্দরবানের লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ২০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনের শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীর পুনর্মিলনী অনুষ্ঠিত হচ্ছে। কোয়ান্টামের লামা সেন্টারে গতকাল শনিবার অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বরেণ্য কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। দেশের নানা জায়গা থেকে আসা সহস্রাধিক অতিথি অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে বক্তব্য আরও দেন কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক মোটিভেশন এম রেজাউল হাসান। এ ছাড়া শিক্ষকবৃন্দ ও পরিচালনা পর্ষদের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষা ও ক্রীড়ায় সাফল্যের মেডেল ও স্মারক নিয়ে সংগ্রহশালা ‘হল অব গ্রাটিচ্যুড’ পরিদর্শন করেন।

প্রতিষ্ঠানের বিশেষ দিন উদ্‌যাপন উপলক্ষে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ক্যাম্পাসে শোভাযাত্রা, ব্যান্ড, ডিসপ্লে প্রদর্শন করা হয়। স্মৃতিচারণ, সম্মাননা-সংবর্ধনা ও উপহার বিতরণী অনুষ্ঠানের আয়োজনও ছিল আলাদা করে। সন্ধ্যায় নবনির্মিত ‘কোয়ান্টা মঞ্চে’ জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল ও তার ব্যান্ড দল ধ্রুবতারা সংগীত পরিবেশন করে। আজ রোববার বিকেলের পর আনুষ্ঠানিকভাবে এই আনন্দ উৎসবের সমাপ্তি ঘটবে।

জানা গেছে, ২০০১ সালে মাত্র ৭ জন ছাত্র নিয়ে কোয়ান্টাম কসমো স্কুলের যাত্রা শুরু। সে সময়ে প্রতিষ্ঠানটির নাম ছিল কোয়ান্টাম শিশুকানন। ২০ বছরের পরিক্রমায় শিশুকানন এখন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। বর্তমানে এর শিক্ষার্থী সংখ্যা আড়াই হাজারেও বেশি। শিক্ষার্থীদের বেশির ভাগই শিশু বয়সে এখানে ভর্তি হয়। তারপর কারও ১২ বছর, কারও ১৩-১৪ বছর এই ক্যাম্পাসে কাটে। ২০ বছর পূর্তিতে স্কুলটির নতুন-পুরোনো সকল কোয়ান্টাম নিয়েই পুনর্মিলনী অনুষ্ঠান ‘ঘরে ফেরার আনন্দ উৎসব ২০২২ ’-এর আয়োজন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত