Ajker Patrika

রাজকন্যা ফুলকলির ফিরে আসার গল্প

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুন ২০২২, ০৯: ৩৭
রাজকন্যা ফুলকলির ফিরে আসার গল্প

এক রাজকন্যা তার বাবার কাছে জঙ্গলে গিয়ে হরিণ শিকার করার বায়না ধরে। বাবা কিছুতেই রাজি হতে চাইলেন না। শেষমেশ রাজি হলেন এবং সৈন্যসামন্তদের সঙ্গে জঙ্গলে যেতে দিলেন।

চারদিকে পাখির ডাক। সবুজ বনে গিয়ে ভীষণ ভালো লাগছিল রাজকন্যার। একসময় ঘোড়ার পিঠে চড়ে টগবগিয়ে সে চলে যেতে লাগল হরিণ শিকার করতে। পথে এক সুন্দর হরিণের দেখা পেয়ে গেল। হরিণ ছুটতে ছুটতে চলে গেল জঙ্গলের আরও ভেতরে। রাজকন্যাও ছুটল তার পিছু পিছু। একসময় ঘোড়া থেকে নেমে রাজকন্যা হরিণের পেছন পেছন ছুটতে শুরু করে এবং গুহার ভেতর দিয়ে এক প্রাসাদের সামনে উপস্থিত হয়। সেখানে গিয়ে হরিণের চোখে তির নিক্ষেপ করে রাজকন্যা। হরিণের এক চোখ থেকে রক্ত ঝরলেও সে কাবু হয় না।

হঠাৎ হরিণটি দৈত্য হয়ে ফিরে এল এবং রাজকন্যাকে ওই প্রাসাদে বন্দী করে ফেলল। দৈত্য এই রাজকন্যাকে বিয়ে করতে চায়। কিন্তু রাজকন্যা কিছুতেই রাজি হচ্ছে না। দৈত্য তাকে গুহায় বন্দী করে রেখে হরিণের রূপ ধরে বনে চলে যায় প্রতিদিন। একদিন কী হয়েছে জানো? এক রাজকুমার শিকারের খোঁজে এসে গুহার ভেতরে প্রাসাদ দেখতে পেল। তারপর প্রাসাদের তালা ভেঙে দেখতে পেল সেই রাজকন্যাকে। রাজকন্যা তাকে সব দুঃখের কথা খুলে বলল। রাজকুমার ভাবল, যেভাবেই হোক রাজকন্যাকে দৈত্যের হাত থেকে বাঁচাতে হবে।

ভীষণ মজার বইটি পড়তে চাইলে রকমারি থেকে কিনতে পারবে।

বই: রাজকন্যা ফুলকলি

লেখক: আবুল হোসেন আজাদ

প্রকাশনী: প্রতিভা প্রকাশ

মূল্য: ৮০ টাকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত