Ajker Patrika

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা: কমনওয়েলথ স্কলারশিপের আবেদন শুরু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৫: ৪৭
যুক্তরাজ্যে উচ্চশিক্ষা: কমনওয়েলথ স্কলারশিপের আবেদন শুরু

যুক্তরাজ্যে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে ‘কমনওয়েলথ স্কলারশিপস ইন দ্য ইউনাইটেড কিংডম ২০২৩’-এর জন্য দরখাস্ত আহ্বান করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

যুক্তরাজ্য সরকারের কমনওয়েলথ স্কলারশিপ বিশ্বের সবচেয়ে সম্মানজনক স্কলারশিপগুলোর মধ্যে একটি। এই স্কলারশিপের যাত্রা শুরু হয় ১৯৮৩ সাল থেকে আর কমনওয়েলথ কমিশন সচিবালয়, লন্ডনের মাধ্যমে আর্থিক অনুদান দেয় যুক্তরাজ্য সরকারের ‘আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ বা ডিএফআইডি’। প্রায় ৩৫ হাজার জন এ পর্যন্ত কমনওয়েলথ স্কলারশিপ ও ফেলোশিপ পেয়েছেন। প্রতিবছর প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে। কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের তরুণ শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য দেওয়া হয় ৮০০ বৃত্তি (স্নাতকোত্তর, পিএইচডি ও স্প্লিট-সাইট স্টাডি)। কমনওয়েলথের আওতাধীন হওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা এই স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করতে পারবেন। 

সুযোগ-সুবিধাসমূহ

  • সম্পূর্ণ টিউশন ফি প্রদান।
  • রাউন্ড বিমানের টিকিট।
  • বসবাসের জন্য মাসিক ভাতা।
  • মাসিক ভাতার বাইরেও এককালীন টাকা দেওয়া হয়।
  • ‘স্টাডি ট্রাভেল গ্র্যান্ট’ ও ‘থিসিস গ্র্যান্ট’ হিসেবে অর্থ মিলবে এই বৃত্তি পেলে।
  • এগুলো ছাড়াও কমনওয়েলথ কমিশন কর্তৃক আয়োজিত যেকোনো প্রশিক্ষণ, স্বল্পমেয়াদি কোর্স, ওয়েলকাম ইভেন্ট ও আঞ্চলিক সম্মেলনে যোগদানের জন্য ট্রেনের টিকিট, থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়। 

আবেদনের যোগ্যতা

  • কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে।
  • নেতৃত্বদানের ক্ষমতা থাকতে হবে।
  • আর্থিক প্রয়োজনীয়তার কারণ দেখাতে হবে ৷
  • একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
  • গবেষণা পরিকল্পনা থাকতে হবে।
  • দ্বিতীয় মাস্টার্স করতে চাইলে, কেন দ্বিতীয় মাস্টার্স করতে চাইছেন তার কারণ দর্শাতে হবে।
  • আবেদনকারীর কমপক্ষে সিজিপিএ ৩.০০ থাকতে হবে। এ ক্ষেত্রে সিজিপিএ যত বেশি হবে, বৃত্তি পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে।
  • যুক্তরাজ্যে কেউ শিক্ষারত অবস্থায় এই স্কলারশিপের জন্য বিবেচিত হবেন না। 

প্রয়োজনীয় কাগজপত্র

  • পাসপোর্টের কপি।
  • এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
  • একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিটের সত্যায়িত কপি।
  • রেফারেন্স লেটার।
  • জীবনবৃত্তান্ত।
  • প্রকাশনার বর্ণনা। (যদি থাকে)
  • আইইএলটিএস স্কোরের সনদ। (যদি থাকে)
  • ৫০০ শব্দের মধ্যে ভলান্টিয়ারিংয়ের অভিজ্ঞতার বর্ণনা (যদি থাকে)। 

আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে স্কলারশিপসংক্রান্ত বিস্তারিত সব তথ্য জানতে পারবেন। আবেদন করতে প্রথমে ইউজিসির ওয়েবসাইট থেকে আবেদনের নির্দিষ্ট ফরম পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রসহ নিম্নলিখিত ঠিকানায় হার্ডকপি জমা দিতে হবে ৷

হার্ডকপি জমা দেওয়ার ঠিকানা: 
সচিব, উচ্চশিক্ষা কমিশন, আগারগাঁও প্রশাসনিক ভবন এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭। 

আবেদনের ক্ষেত্রে সতর্কতা
অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ দরখাস্ত বাতিল হিসেবে গণ্য করবে ইউজিসি। তাই আবেদনের ক্ষেত্রে আন্তরিক হতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময়: আগামী ১২ অক্টোবর, ২০২২
 
অনুবাদ: মুসাররাত আবির

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত